ভারতের পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য

Rate this post

ভারতের পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য: ভারতের দাক্ষিণাত্য বা উপদ্বীপীয় মালভূমি দুটি গুরুত্বপূর্ণ অংশ হলো পশ্চিমঘাট পর্বত মালা ও পূর্বঘাট পর্বতমালা। পূর্বঘাট ও  পর্বতমালা ভারতের উপদ্বীপীয় অংশের দুই প্রান্ত বরাবর উত্তর থেকে দক্ষিনে বিস্তৃত রয়েছে। এই পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে বিভিন্ন দিক থেকে বেশকিছ পার্থক্য লক্ষ্য করা যায়। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্যগুলি নিচে আলোচনা করা হলো। 

১. অবস্থান 

পূর্বঘাট পর্বতমালা ভারতীয় উপদ্বীপের পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের উপকূল বরাবর উত্তর থেকে দক্ষিণে অবস্থান করছে।

পশ্চিম ঘাট পর্বতমালা ভারতীয় উপদ্বীপের পশ্চিম প্রান্তে আরব সাগরের উপকূল বরাবর উত্তর দক্ষিণে অবস্থান করছে।

২. বিস্তৃতি 

পূর্ব ঘাট পর্বত মালা উত্তরে মহানদী থেকে দক্ষিণে নীলগিরি পর্বত পর্যন্ত বিস্তৃত।

পশ্চিম ঘাট পর্বত মালা উত্তরে তাপি নদী থেকে দক্ষিণে নীলগিরি পর্যন্ত বিস্তৃত।

৩. অপর নাম

পূর্ব ঘাট পর্বতমালার অপর নাম মলয়াদ্রি।

পশ্চিম ঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি।

৪. উচ্চতা 

পূর্ব ঘাট পর্বতমালার গড় উচ্চতা 900-1600 মিটার

পশ্চিম ঘাট পর্বতমালার গড় উচ্চতা 600-900 মিটার।

৫. চওড়া

পূর্ব ঘাট পর্বত মালা 100-200 কিমি চওড়া।

পশ্চিম ঘাট পর্বত মালা গড়ে 50-80 কিমি চওড়া।

৬. নিরবিচ্ছিন্নতা

পূর্বঘাট পর্বতমালা ছোট ছোট পর্বত এর সমন্বয়ে গঠিত অবিচ্ছিন্ন প্রকৃতির।

পশ্চিমঘাট পর্বতমালা নিরবিচ্ছিন্ন ভাবে উত্তর থেকে দক্ষিনে বিস্তৃত হয়েছে।

৭. সর্বোচ্চ পর্বত শৃঙ্গ

পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম জিন্ডা গারা।

পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম আনাইমুদি। 

৮. বৃষ্টিপাত

পূর্বঘাট পার্বত্য অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম।

মৌসুমী বায়ুর গতিপথে অবস্থিত পশ্চিমঘাট পর্বত অঞ্চলে শৈলোৎক্ষেপ শ্রেণীর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে।

৯. অরণ্য

পূর্বঘাট পার্বত্য অঞ্চলে শুষ্ক প্রকৃতির জলবায়ু বিরাজ করায় এই অংশে বিক্ষিপ্ত পর্ণমোচী অরণ্য ও ঝোপঝাড়ের প্রাধান্য লক্ষ্য করা যায়।

পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয় বলে এখানে চিরহরিৎ বৃক্ষের অরণ্য সৃষ্টি হয়েছে।

১০. নদনদী 

পূর্বঘাট পার্বত্য অঞ্চল থেকে তেমন কোনো বড়ো নদীর উৎপত্তি ঘটে নি।

উপদ্বীপীয় ভারতের প্রধান প্রধান নদীগুলি এই পশ্চিমঘাট পর্বত থেকেই সৃষ্টি হয়েছে।

ভারতের পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য

বিষয় পূর্বঘাট পর্বতপশ্চিমঘাট পর্বত
বিস্তারপূর্ব উপকূলে মহানদী নদীর অববাহিকায় দক্ষিণ সীমা থেকে ভাইগাই নদীর অববাহিকা পর্যন্ত পূর্বঘাট পর্বত বিস্তৃত। পশ্চিম উপকূলে তাপ্তী নদীর অববাহিকা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত পশ্চিমঘাট পর্বত বিস্তৃত।
প্রকৃতি এটি একটি ক্ষয়জাত পর্বতমালা। এটি তির্যক চ্যুতির প পর্বত। 
গঠনপূর্বঘাট পর্বত পশ্চিমঘাটের মতাে একটানা নয়, বিচ্ছিন্ন। মাঝে মাঝে পর্বতের কোনাে অস্তিত্বই নেই। পশ্চিমঘাট পর্বত আরব সাগরের উপকূল বরাবর একটানা প্রাচীরের মতাে বিস্তৃত।
উচ্চতা পূর্বঘাট পর্বতের গড় উচ্চতা 600 মিটার। পশ্চিমঘাট পর্বতের গড় উচ্চতা প্রায় 900 মিটার।  
জলবিভাজিকাজলবিভাজিকা হিসেবে পূর্বঘাট পর্বতের বিশেষ কোনাে গুরুত্ব নেই।পশ্চিমঘাট পর্বত একটি গুরুত্বপূর্ণ জলবিভাজিকা l

Leave a Comment