ক্ষয়জাত ও সঞ্চয়জাত সমভূমির পার্থক্য: সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচু মৃদু ঢেউ খেলানো ভূমিভাগ গুলি সমভূমি নামে পরিচিত। এই সমভূমি অঞ্চল গুলি উৎপত্তি, গঠন গত পার্থক্য ও আকৃতি অনুসারে মূলত দুই ভাগে ভাগ করা হয়, যথা – ক্ষয়জাত ও সঞ্চয়জাত সমভূমি। এখানে এই ক্ষয়জাত ও সঞ্চয়জাত সমভূমির পার্থক্য গুলি সম্পর্কে আলোচনা করা হলো।
1. সংজ্ঞা
- বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তির ক্রমাগত ক্ষয় কার্যের ফলে কোনো উঁচু ভূমিরূপ ক্ষয় প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি করে।
- বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয় জাত পদার্থ কোনো নিচু বা অবনমিত স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়, তাকে সঞ্চয় জাত সমভূমি বলে।
2. উদাহরণ
- কানাডিয়ান শিল্ড, পশ্চিম সাইবেরিয়া সমভূমি ক্ষয় জাত সমভূমির প্রকৃষ্ট উদাহরণ।
- লোয়েস সমভূমি, নদী গঠিত সমভূমি ( গাঙ্গেয় সমভূমি), উপকূলীয় সমভূমি প্রভৃতি সঞ্চয়জাত সমভূমির উদাহরণ।
3 ভূমির উচ্চতা
- ক্ষয়জাত সমভূমির ক্ষেত্রে ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পেতে থাকে।
- সঞ্চয় জাত সমভূমির ক্ষেত্রে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়।
4. সৃষ্টির সময়
- ক্ষয়জাত সমভূমি গুলি দীর্ঘ সময়ের ব্যবধানে সৃষ্টি হয়ে থাকে।
- সঞ্চয় জাত সমভূমি গুলি ক্ষয়জাত সমভূমির থেকে অপেক্ষাকৃত দ্রুত গতিতে গঠিত হয়।
5. উর্বরতা
- ক্ষয়জাত সমভূমি গুলির উর্বরতা অনেক কম হয়।
- সঞ্চয়জাত সমভূমি অঞ্চল গুলির উর্বরতা বেশি হয়।
6. ব্যাপ্তি
- পৃথিবীতে ক্ষয়জাত সমভূমির পরিমাণ সবচেয়ে কম।
- পৃথিবীর অধিক সংখ্যক সমভূমি সঞ্চয় জাত প্রকৃতির।