বাহ্যিক ও ক্রিয়ামূলক অঞ্চলের পার্থক্য

Rate this post

বাহ্যিক ও ক্রিয়ামূলক অঞ্চলের পার্থক্য: উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষার্থী দের জন্য একটি অতি গুরুত্বপূর্ন প্রশ্ন হলো বাহ্যিক ও ক্রিয়ামূলক অঞ্চলের পার্থক্য। অঞ্চল বলতে পৃথিবী পৃষ্ঠের এমন এক স্থান কে বোঝানো হয়, যার এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যা সেই এলাকাকে পারিপার্শ্বিক এলাকা থেকে পৃথক করতে সাহায্য করে – তখন তাকে অঞ্চল (Region) হিসাবে ভূষিত করা হয়।

এই অঞ্চল কে কার্যাবলী, গঠনগত পার্থক্য প্রভৃতি বিষয়ে র উপর ভিত্তি করে 2টি প্রধান ভাগে ভাগ করা হয়, যথা – বাহ্যিক অঞ্চল (Formal region) এবং ক্রিয়ামূলক অঞ্চল (Functional region)। এখানে বাহ্যিক ও ক্রিয়ামূলক অঞ্চলের পার্থক্য গুলি সম্পর্কে আলোচনা করা হলো। 

1) সংজ্ঞাগত পার্থক্য

  • প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে অঞ্চল গুলি চিহ্নিত করা হয়, তাদের বাহ্যিক অঞ্চল বলে।
  • অর্থনৈতিক কার্যাবলীর উপর নির্ভর করে গঠিত অঞ্চল গুলিকে ক্রিয়ামূলক অঞ্চল বলা হয়।

2) উদাহরণ 

  • বাহ্যিক অঞ্চল – সুন্দরবন অঞ্চল, গাঙ্গেয় সমভূমি, ডেকান ট্র্যাপ অঞ্চল প্রভৃতি। 
  • ক্রিয়ামূলক অঞ্চল – হলদিয়া শিল্পাঞ্চল, National capital region (NCR)। 

3) কেন্দ্র বিন্দু বা Nodal point

  • বাহ্যিক অঞ্চলের ক্ষেত্রে কোন রূপ কেন্দ্রীয় অঞ্চলের উপস্থিতি থাকে না।
  • ক্রিয়ামূলক অঞ্চলের ক্ষেত্রে কেন্দ্র বিন্দু বা Nodal point এর উপস্থিতি দেখা যায়। যা ক্রিয়ামূলক অঞ্চলের ভিত্তি স্থাপন করে।

4) সীমানা 

  • বাহ্যিক অঞ্চলের একটি নির্দিষ্ট সীমান্তরেখা বর্তমান।
  • ক্রিয়া মূলক অঞ্চলের নির্দিষ্ট কোন সীমানা থাকে না। 

5) ধর্ম

  • বাহ্যিক অঞ্চল গুলি সমধর্মী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে।
  • ক্রিয়ামূলক অঞ্চলের মূল বৈশিষ্ট্য হলো বিষমধর্মীতা।

6) অর্থনৈতিক অবস্থা

  • বাহ্যিক অঞ্চল গুলি অর্থনৈতিক দিক থেকে অনুন্নত হয়।
  • ক্রিয়ামূলক অঞ্চল গুলি অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত।

7) Overlap

  • বাহ্যিক অঞ্চল গুলি পরস্পরের সংলগ্ন হতে পারে কিন্তু কখনোই একটি অঞ্চল অপর অঞ্চল কে Overlap করে না।
  • ক্রিয়ামূলক অঞ্চল গুলো অনেক সময় একটি অপরটিকে Overlap করে থাকে।

8) আঞ্চলিক বৈচিত্র্য

  • বাহ্যিক অঞ্চল গুলির দ্বারা আঞ্চলিক বৈচিত্র্য প্রতিফলিত করা সম্ভব হয় না।
  • ক্রিয়ামূলক অঞ্চল গুলি আঞ্চলিক বৈচিত্র্য প্রতিফলিত করে।

Leave a Comment