চ্যুতি ভৃগুতট ও চ্যুতিরেখা ভৃগুতটের মধ্যে পার্থক্য লেখ।

Rate this post

চ্যুতি ভৃগুতট ও চ্যুতিরেখা ভৃগুতটের মধ্যে পার্থক্য লেখ:

চ্যুতি ভৃগুতট ও চ্যুতিরেখা ভৃগুতটের মধ্যে পার্থক্যগুলি হলো:

১)সংজ্ঞা-চ্যুতির ফলে শিলাস্তরের ঊর্ধ্বস্তূপ ও অধোস্তূপের মধ্যে যে খাড়া ঢালু অংশ অবস্থান করে, তাকে চ্যুতি ভৃগুতট বলে। অন্যদিকে, প্রাচীন চ্যুতিরেখার দুপাশে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে ভৃগুতটের পরিবর্তন ঘটলে প্রাচীন ভৃগুতট ও নবীন ভৃগুতটকে একত্রে চ্যুতিরেখা ভৃগুতট বলে।

২)সৃষ্টি প্রক্রিয়া-চ্যুতির ফলে শিলাস্তরের স্খলন হলে চ্যুতি ভৃগুতট সৃষ্টি হয়। অন্যদিকে, চ্যুতিরেখা বরাবর বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে ভৃগুতটের পরিবর্তন ঘটে চ্যুতিরেখা ভৃগুতট সৃষ্টি হয়।

৩)নিয়ন্ত্রণকারী শক্তি-চ্যুতি ভৃগুতট ভূ অভ্যন্তরস্থ অন্তর্জাত শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে, চ্যুতিরেখা ভৃগুতট ভূপৃষ্ঠস্থ বহির্জাত শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়।

৪)চ্যুতিরেখার প্রকৃতি-নবীন চ্যুতিরেখার চ্যুতি ভৃগুতট সৃষ্টি হয়। অন্যদিকে, প্রাচীন চ্যুতিরেখার চ্যুতিরেখা ভৃগুতট সৃষ্টি হয়।

৫)উচ্চতা-চ্যুতি ভৃগুতটের উচ্চতা বেশি হয়। অন্যদিকে, চ্যুতিরেখা ভৃগুতটের উচ্চতা কম হয়।

৬)ক্ষয়চক্রের পর্যায়-চ্যুতি ভৃগুতট সাধারণত ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে গঠিত হয়। অন্যদিকে, চ্যুতিরেখা ভৃগুতট সাধারণত ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে বা বহু ক্ষয়চক্রের ফলে গঠিত হয়।

৭)ভৃগুর অবস্থান-চ্যুতি ভৃগুতটে ভৃগু চ্যুতিরেখার কাছেই অবস্থান করে। অন্যদিকে, চ্যুতিরেখা ভৃগুতটে ভৃগু চ্যুতিরেখা থেকে দূরে অবস্থান করে।

৮)পৃষ্ঠভাগের প্রকৃতি-চ্যুতি ভৃগুতটের পৃষ্ঠভাগ মসৃণ ও স্লিকেনসাইডে পরিপূর্ণ হয়। অন্যদিকে, চ্যুতিরেখা ভৃগুতটের পৃষ্ঠভাগ অমসৃণ ও এবড়ো খেবড়ো হয়।

৯)উদাহরণ-আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিন ও ভারতের দামোদর উপত্যকা অঞ্চলের ভৃগু হলো চ্যুতি ভৃগুতটের উদাহরণ। অন্যদিকে, আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব নেভাদায় ইস্ট হামবোল্ড পর্বতের উত্তর প্রান্তে চ্যুতিরেখা ভৃগুতট দেখা যায়।

Leave a Comment