আহ্নিক গতি ও বার্ষিক গতির পার্থক্য

Rate this post

আহ্নিক গতি ও বার্ষিক গতির পার্থক্য: পৃথিবী তার নিজের অক্ষ রেখার চারদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে একবার ঘুরে আসে। সুতরাং পৃথিবীর গতি দুই প্রকার – আবর্তন ও পরিক্রমণ গতি। এখানে এই আহ্নিক গতি ও বার্ষিক গতির পার্থক্য গুলি সম্পর্কে আলোচনা করা হলো। 

1) সংজ্ঞা 

পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে আবর্তন কে আহ্নিক গতি বলে।

পৃথিবীর সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে এক বার পরিক্রমণ কে বার্ষিক গতি বলে। 

অপর নাম

আহ্নিক গতির আরেক নাম আবর্তন গতি। 

বার্ষিক গতির আরেক নাম পরিক্রমন গতি। 

সময়

পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘণ্টা 56 মিনিট 4 সেকেন্ড। 

পৃথিবীর সূর্যের চারিদিকে এক বার পরিক্রমন করতে সময় লাগে 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড।

ফলাফল 

আহ্নিক গতির ফলে দিন রাত হয়ে থাকে।

বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়ে থাকে।

Leave a Comment