নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির পার্থক্য

5/5 - (1 vote)

নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির পার্থক্য: সাধারণত কৃষিকাজ কে জমির পরিমান ও জনঘনত্বের ওপর নির্ভর করে দুই ভাগে বিভক্ত করা যায়, যথা –  নিবিড় কৃষি এবং ব্যাপক কৃষি। দুটি ভিন্ন ধরণের কৃষিব্যবস্থা হওয়ায় নিবিড় ও ব্যাপক কৃষির মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। 

এই নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য নিম্নে আলোচনা করা হল –

সংজ্ঞা 

নিবিড় কৃষি – যে সব দেশে জনসংখ্যার তুলনায় কৃষি জমির পরিমান কম সেই সব দেশে অধিক শ্রম ও মূলধন করে সর্বাধিক ফসল উৎপাদনের যে কৌশল গ্রহন করা হয় তাকে তাকে নিবিড় কৃষি বলে।

ব্যাপক কৃষি – যে সব দেশে জমির পরিমান বেশি কিন্তু লোকসংখ্যার পরিমান কম সেই সব দেশে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বানিজ্যিক ভিত্তিতে যে কৃষিকাজ গড়ে ওঠে তাকে ব্যাপক কৃষি বলে।

জলবায়ু অঞ্চল 

  • নিবিড় কৃষি প্রধানত মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত দেশ গুলিতে অনুসৃত হয়।
  • ব্যাপক কৃষি মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে দেশ সমুহে দেখা যায়। 

প্রধান ফসল

  • নিবিড় কৃষির প্রধান ফসল হিসাবে ধান চাষে অধিক গুরুত্ব দেওয়া হয়।
  • ব্যাপক কৃষির প্রধান ফসল হলো গম । 

কৃষির চরিত্র 

  • নিবিড় কৃষি প্রধানত জীবিকাসত্তাভিত্তিক চরিত্রের হয়ে থাকে। 
  • ব্যাপক কৃষি প্রধানত বানিজ্যিক চরিত্রের হয়ে থাকে । 

কৃষিজমির আয়তন 

  • নিবিড় বা প্রগাঢ় কৃষি অঞ্চলে জনসংখ্যার চাপ অধিক হওয়ায় কৃষিজোত গুলি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আয়তনের হয়ে থাকে। 
  • ব্যাপক কৃষি অঞ্চলে জনসংখ্যা কম থাকায় কৃষিজোত গুলি  বিশাল আকৃতির হয়ে থাকে। 

ফসল ব্যবস্থা 

  • নিবিড় কৃষির ক্ষেত্রে জনসংখ্যা বাড়তে থাকায় কৃষকেরা একই জমিতে বছরে দুই থেকে তিনবার চাষ করে । অর্থাৎ কৃষিজমি গুলি বহুফসলি। 
  • ব্যাপক কৃষিতে প্রধানত বানিজ্যিক ভিত্তিতে চাষ করা হয় বলে সারাবছর ধরে সাধারনত একটি ফসল চাষের উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে শস্যের বিশেষীকরন দেখা যায়।

উৎপাদনের হার 

  • নিবিড় কৃষিতে হেক্টর প্রতি উৎপাদনের হার বেশি কিন্তু অধিক জনসংখ্যার কারণে মাথাপিছু উৎপাদনের হার কম।
  • ব্যাপক কৃষির ক্ষেত্রে হেক্টর প্রতি উৎপাদন তুলনামূলক ভাবে কম হলেও অল্প জনসংখ্যার জন্য মাথাপিছু উৎপাদনের পরিমান অনেক বেশি। 

আধুনিক যন্ত্রপাতির ব্যবহার

  • ছোট কৃষিজোতের জন্য নিবিড় কৃষিতে আধুনিক উন্নত যন্ত্রপাতি ব্যবহার অনেক সময় সম্ভব হয় না। 
  • ব্যাপক কৃষির কৃষিজোত গুলি বৃহৎ আয়তনের হওয়ায় বড়ো বড়ো যন্ত্রপাতি ব্যবহারে তেমন কোণ অসুবিধা হয় না।

শ্রমিক 

  • নিবিড় বা প্রগাঢ় কৃষিতে প্রচুর পরিমানে দৈহিক ও পেশি শক্তির ব্যবহার হয়ে থাকে। 
  • ব্যাপক কৃষি অঞ্চলে কৃষিক্ষেত্র গুলি বৃহৎ আয়তনের হওয়ায় যান্ত্রিকরনের প্রাধান্য থাকে, তাই খুব অল্প শ্রমিকের প্রয়োজন হয়। 

জমির ওপর জনসংখ্যার চাপ 

  • প্রগাঢ় কৃষি ব্যবস্থায় জমির ওপর জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি। 
  • ব্যাপক কৃষি ব্যবস্থায় জনসংখ্যার তুলনায় জমির পরিমান বেশি হওয়ায় জমির ওপর চাপ কম। 

বানিজ্য 

  • নিবিড় কৃষিতে ফসল বেশি উদ্বৃত্ত থাকে না বলে এটি বানিজ্যিক নয়। 
  • ব্যাপক কৃষিতে ফসল প্রচুর উদ্বৃত্ত হওয়ায় বাজারে প্রেরিত হয়, সারা বিশ্ব জুড়ে গমের রপ্তানি হয়। 

Leave a Comment