ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য

Rate this post

ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত পদার্থ গুলির মধ্যে অন্যতম হল ম্যাগমা ও লাভা। এই ম্যাগমা ও লাভার মধ্যে বৈশিষ্ট্য গত দিক থেকে কিছু পার্থক্য দেখা যায়। এখানে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য গুলি সম্পর্কে আলোচনা করা হলো। 

1) সংজ্ঞা

ভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল খনিজের মিশ্রণ কে ম্যাগমা বলে।

লাভা বলতে বোঝায় ভূপৃষ্ঠের উপরিস্থিত উত্তপ্ত  তরল গ্যাস ও বাষ্প হীন শিলার মিশ্রণ। 

2) স্থানিকতা 

ভূ-গর্ভে ম্যাগমার উপস্থিতি দেখা যায়।

লাভা ভূপৃষ্ঠের উপরিভাগেই অবস্থান করে। 

3) প্রকৃতি

ভূগর্ভের তরল শিলায় হল ম্যাগমা।

লাভা হলো ভূপৃষ্ঠের উপরিস্থিত তরল ও কঠিন শিলার মিশ্রন। 

4) সৃষ্টির কারণ

আণবিক বিস্ফোরণের ফলে ভূগর্ভের উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পেলে ক্ষুব্ধ মন্ডলের পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমার সৃষ্টি করে। 

ভূগর্ভস্থ ম্যাগমার বহির্গমনের ফলে ভূপৃষ্ঠে লাভার প্রবাহ হয়। 

Leave a Comment