ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ এর মধ্যে পার্থক্য লেখো।

Rate this post

ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ এর মধ্যে পার্থক্য লেখো।

ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ এর মধ্যে পার্থক্যগুলি হলো-

১)সংজ্ঞা- গিরিজনি আলোড়নের ফলে সৃষ্ট কোন ভাঁজের যে অংশ ওপরের দিকে উত্তল হয়ে অবস্থান করে, তাকে ঊর্ধ্বভঙ্গ বলে। অন্যদিকে, গিরিজনি আলোড়নের ফলে সৃষ্ট কোন ভাঁজের যে অংশ নিচের দিকে অবতল হয়ে অবস্থান করে, তাকে অধোভঙ্গ বলে।

২)নতির পরিমাণ- ঊর্ধ্বভঙ্গে বাহু দুটির নতি বিপরীতমুখী হয়।অন্যদিকে, অধোভঙ্গে বাহু দুটি নতি অন্তর্মুখী হয়।

৩)শিলার অবস্থান- ঊর্ধ্বভঙ্গের কেন্দ্রে প্রাচীন শিলা স্তর অবস্থান করে। অন্যদিকে, অধোভঙ্গের কেন্দ্রে নবীন শিলা স্তর অবস্থান করে।

৪)প্রকৃতি- ঊর্ধ্বভঙ্গে শিলার ভাঁজ উত্তল প্রকৃতির হয়। অন্যদিকে, অধোভঙ্গে শিলার ভাঁজ অবতল প্রকৃতির হয়।

৫)অনুগামী নদী- ঊর্ধ্বভঙ্গে ভাঁজের বাহু বরাবর লম্ব অনুগামী নদী প্রবাহিত হয়। অন্যদিকে, অধোভঙ্গে উপত্যকা বরাবর অনুদৈর্ঘ্য অনুগামী নদী প্রবাহিত হয়।

৬)পরবর্তী নদী- ক্ষয়প্রাপ্ত ঊর্ধ্বভঙ্গের গ্রন্থিরেখা বরাবর পরবর্তী নদী প্রবাহিত হতে দেখা যায়। অন্যদিকে, অধোভঙ্গে পরবর্তী নদী প্রবাহিত হতে দেখা যায় না।

৭)ভূমিরূপ- সাধারণ অবস্থায় ঊর্ধ্বভঙ্গে ভূমিরূপ হিসেবে শৈলশিরা অবস্থান করে। অন্যদিকে, সাধারণ অবস্থায় অধোভঙ্গে ভূমিরূপ হিসাবে উপত্যকা অবস্থান করে।

Leave a Comment