আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য – Difference Between Weather and Climate: জলবায়ু বিদ্যার দুটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হল আবহাওয়া ও জলবায়ু। এই আবহাওয়া ও জলবায়ুর মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, যা নিচে আলোচনা করা হল। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য গুলি হল –
সংজ্ঞা
আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ু চাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্ন তা প্রভৃতি কে বোঝানো হয়ে থাকে।
কোন একটি নির্দিষ্ট অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে।
পরিবর্তনশীলতা
আবহাওয়া প্রতিদিন, এমন কি প্রতি ঘণ্টার ব্যবধানে ও পাল্টাতে পারে।
কোনো স্থানের জলবায়ু দীর্ঘ সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়ে থাকে।
বিস্তার
আবহাওয়া স্বল্প পরিসর স্থানে বিস্তৃত হয়ে থাকে। অনেক সময় পাশাপাশি অবস্থিত দুটি স্থানের মধ্যে আবহাওয়া গত পার্থক্য পরিলক্ষিত হয়।
জলবায়ু একটি বিশাল পরিসরে বিস্তৃত থাকে। কখনো কখনো একটি দেশের অন্তর্গত সমস্ত স্থানের জলবায়ু একই প্রকৃতির হয়ে থাকে।
উপাদান
আবহাওয়ার প্রধান উপাদান গুলি হল উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্ন তা প্রভৃতি।
জলবায়ুর প্রধান দুটি উপাদান বা নিয়ন্ত্রক হল তাপমাত্রা ও বৃষ্টিপাত।
প্রভাব
আবহাওয়া মানুষের দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলে থাকে।
জলবায়ু সেই অঞ্চলের মানুষের জীবন প্রণালী, কৃষিকাজ, উদ্ভিদের প্রকৃতি, মানুষের স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা প্রভৃতির উপর প্রভাব ফেলে।
অধ্যায়ন
আবহাওয়া সম্পর্কে অধ্যায়ন আবহবিদ্যা বা Meteorology বলে।
জলবায়ু সম্পর্কে অধ্যাযন কে জলবায়ু বিদ্যা বা Climatology বলে।
আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য – Difference Between Weather and Climate
আবহাওয়া | জলবায়ু |
(১) কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আদ্রতা, বৃষ্টিপাত, প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয় । | (১) কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩০-৫০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয় । |
(২) আবহাওয়া হল বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা । | (২) জলবায়ু হল বায়ুমণ্ডলের নিম্নস্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা । |
(৩) আবহাওয়া কোনো স্বল্প পরিসরে সীমাবদ্ধ স্থানের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা সূচিত করে । | (৩) জলবায়ু একটি বিস্তৃীর্ণ অঞ্চলের বায়ুমণ্ডলের দীর্ঘকালীন গড় অবস্থা নির্দেশ করে । |
(৪) কোনো স্থানের আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায়ও পরিবর্তিত হয় । | (৪) প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু পরিবর্তিত হয় না । |
(৫) স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তিত হয় । | (৫) স্থানভেদে ও ঋতুভেদে জলবায়ুর পরিবর্তন হয় । |
(৬) আবহাওয়া হল জলবায়ুর বিভিন্নতা । | (৬) জলবায়ু হল বিভিন্ন আবহাওয়ার সমন্বয় । |