ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা PDF: দামোদর ভ্যালি কর্পোরেশন (সংক্ষেপে ডিভিসি) স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। ১৯৪৮ সালের ৭ জুলাই ভারতীয় গণপরিষদের একটি আইন বলে (Act No. XIV of 1948) এই কর্পোরেশন স্থাপিত হয়।[১] মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির আদলে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় ও বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিনহার ব্যক্তিগত উদ্যোগে এই প্রকল্প গড়ে উঠেছিল।
০১) ফারাক্কা প্রকল্প : গঙ্গা নদী (ফারাক্কা বাঁধ) পশ্চিমবঙ্গ
০২) ভাকরা নাঙ্গাল প্রকল্প : শতদ্রু নদী (ভাকরা বাঁধ ও নাঙ্গাল বাঁধ) পাঞ্জাব
০৩) দামোদর উপত্যকা প্রকল্প : দামোদর নদ প্রকল্প (কোনার, মাইথন, তিলাইয়া, পাঞ্চেত, তেনুঘট বাঁধ) ভারতের সর্বপ্রথম বহুমুখী নদী পরিকল্পনা
০৪) তেহরি বাঁধ : ভাগীরথী নদী (উত্তর প্রদেশ)
০৫) ময়ূরাক্ষী প্রকল্প : ময়ূরাক্ষী নদী (মেসেঞ্জার, তিলপাড়া বাঁধ) পশ্চিমবঙ্গ
০৬) তুঙ্গভদ্রা প্রকল্প : তুঙ্গভদ্রা নদী
০৭) কোশী প্রকল্প : কোশী নদী (হনুমান নগর বাঁধ) ভারত ও নেপালে যৌথ উদ্যোগ
০৮) গণ্ডক পরিকল্পনা : গণ্ডক নদী (উত্তর প্রদেশ, বিহার)
০৯) রিহান্দ প্রকল্প : গোবিন্দবল্লভপন্থ সাগর জলাধার (ভারতের বৃহত্তম জলাধার)
১০) ভীমা প্রকল্প : পবন নদী (পুনে)
১১) নিজাম সাগর প্রকল্প : গোদাবরী, মনজরা নদী (অন্ধ্রপ্রদেশ)
১২) কৃষ্ণা প্রকল্প : কৃষ্ণা নদী (ঢোম বাঁধ) মহারাষ্ট্র
১৩) কংসাবতী প্রকল্প : কংসাবতী ও কুমারী নদী (পশ্চিমবঙ্গ)
১৪) চম্বল উপত্যকায় প্রকল্প : চম্বল নদী (মধ্যপ্রদেশে এবং রাজস্থান)
১৫) হিরাকুদ প্রকল্প : মহানদী (উড়িষ্যা) হিরাকুদ বাঁধ, নাজার বাঁধ (পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম)
১৬) রামগঙ্গা প্রকল্প : গঙ্গা নদী (উত্তর প্রদেশ)
১৭) নাগার্জুন সাগর প্রকল্প : কৃষ্ণা নদী (অন্ধ্রপ্রদেশ)
১৮) ইদুক্কি প্রকল্প : পেরিয়ার নদী (কেরালা)
১৯) শরাবতী হাইডেল প্রজেক্ট : কর্নাটকের শরাবতী নদীর যোগ
২০) কার্জন প্রকল্প : কার্জন নদী (গুজরাট)
২১) সালাল প্রকল্প : জম্বু ও কাশ্মীর
২২) ঘাটপ্রভা প্রকল্প : ঘাটপ্রভা নদী (কর্ণাটক)
২৩) ভদ্রা প্রকল্প : ভদ্রা নদী (কর্ণাটক)
২৪) মালপ্রভা প্রকল্প : মালপ্রভা নদী (কর্ণাটক)
২৫) হাসদেও বঙ্গ প্রকল্প : হাসদেও নদী (মধ্যপ্রদেশ)
২৬) তাওয়া প্রকল্প : তাওয়া নদী (মধ্যপ্রদেশ)
২৭) কাকড়াপাড়া প্রকল্প : তাপ্তি নদী (গুজরাট)
২৮) পানামা প্রজেক্ট : পানামা নদী (গুজরাট)
২৯) উকাই প্রকল্প : তাপ্তি নদী (গুজরাট)
৩০) পোঙ্গ বাঁধ : বিপাশা নদী (পাঞ্জাব)
৩১) টাটা হাইডাল স্কিম : ভীমা নদী (মহারাষ্ট্র)
৩২) পচামপাদ প্রকল্প : গোদাবরী নদী
৩৩) মেণ্ডি প্রকল্প : বিপাশা নদী (হিমাচল প্রদেশ)
৩৪) জয়াক্বাদি প্রকল্প : গোদাবরী নদী (মহারাষ্ট্র)
ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা PDF
নং | পরিকল্পনার নাম | নদী |
---|---|---|
১ | ইদুক্কি পরিকল্পনা | পেরিয়ার |
২ | ইন্দিরা গান্ধী খাল প্রকল্প | শতদ্রু |
৩ | উকাই পরিকল্পনা | তাপি |
৪ | কয়না পরিকল্পনা | কয়না |
৫ | কাকরাপাড়া পরিকল্পনা | তাপি |
৬ | কোশি পরিকল্পনা | কোশি |
৭ | গণ্ডক পরিকল্পনা | গণ্ডক |
৮ | ঘাটপ্রভা পরিকল্পনা | ঘাটপ্রভা |
৯ | চম্বল পরিকল্পনা | চম্বল |
১০ | টাটা জলবিদ্যুৎ প্রকল্প | ভিমা |
১১ | তাওয়া পরিকল্পনা | তাওয়া |
১২ | তিলাইয়া পরিকল্পনা | বরাকর |
১৩ | তুঙ্গভদ্রা পরিকল্পনা | তুঙ্গভদ্রা |
১৪ | তেহরী পরিকল্পনা | ভাগীরথী |
১৫ | থিন পরিকল্পনা | ইরাবতী |
১৬ | দামোদর উপত্যকা পরিকল্পনা | দামোদর |
১৭ | নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা | কৃষ্ণা |
১৮ | পচ্চমপাদ পরিকল্পনা | গোদাবরী |
১৯ | পাঞ্চেত পরিকল্পনা | দামোদর |
২০ | ফারাক্কা পরিকল্পনা | গঙ্গা |
২১ | বানসাগর পরিকল্পনা | শোন |
২২ | বিপাশা পরিকল্পনা | বিপাশা |
২৩ | ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা | শতদ্রু |
২৪ | মালপ্রভা পরিকল্পনা | মালপ্রভা |
২৫ | মাহি পরিকল্পনা | মাহি |
২৬ | মেত্তুর পরিকল্পনা | কাবেরী |
২৭ | রামগঙ্গা পরিকল্পনা | রামগঙ্গা |
২৮ | রিহান্দ পরিকল্পনা | রিহান্দ |
২৯ | শিবসমুদ্রম পরিকল্পনা | কাবেরী |
৩০ | সর্দার সরোবর পরিকল্পনা | নর্মদা |
৩১ | সালাল পরিকল্পনা | চন্দ্রভাগা |
৩২ | হিরাকুদ বহুমুখী পরিকল্পনা | মহানদী |