বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ PDF

Rate this post

বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ PDF: আজ বিভিন্ন ধাতু ও খনিজ ঘটিত রোগ তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ধাতু ও খনিজ পদার্থের কারণে মানব শরীরে হওয়া রোগের নাম দেওয়া আছে। জীবন বিজ্ঞানের অংশ হিসাবে পরীক্ষাতে এই রোগ সম্পর্কিত প্রশ্ন আসে। যেমন:- মিনামাটা রোগ কীসের কারণে হয়? ব্ল্যাকফুট রোগের জন্য দায়ী কোন ধাতু? ইত্যাদি।

Q. ব্ল্যাকফুট রোগের জন্য দায়ী কোন ধাতু ?

উত্তর: আর্সেনিক ধাতু ব্ল্যাক ফুট রোগের জন্য দায়ী।

Q. মিনামাটা রোগের জন্য দায়ী কোন ধাতু ?

উত্তর: পারদ মিনামাটা রোগের জন্য দায়ী।

Q. ডিসলেক্সিয়া রোগের জন্য দায়ী কোন ধাতু ?

উত্তর: ডিসলেক্সিয়া রোগের জন্য দায়ী ধাতু হলো সিসা।

Q. পারদ ঘটিত রোগের নাম কি ?

উত্তর: পারদ ঘটিত রোগ গুলির নাম হল মিনামাটা, পিঙ্ক ডিজিজ ও ম্যাড হেটার্স রোগ।

Q. ক্যালসিয়াম ঘটিত রোগের নাম কি ?

উত্তর: ক্যালসিয়াম ঘটিত রোগের নাম হল হাইপোক্যালসেমিয়া।

বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ PDF

রোগদূষক
লিউকেমিয়াবেনজিন বাষ্প
মিনামাটাপারদ
ব্ল্যাকফুটআর্সেনিক
ইটাই ইটাইক্যাডমিয়াম
মেসোথেলিওমাঅ্যাসবেসটস
সিলিকোসিসসিলিকা ধুলা
ডার্মাটাইটিসক্রোমিয়াম
ব্ল্যাক লাঙ্গকয়লার কনা
হোয়াইট লাঙ্গঅ্যাসবেসটস
ব্লু বেবি সিনড্রোমনাইট্রেটস
ডিসলেক্সিয়াসীসা
ডেভন কলিকলেড
পিঙ্ক ডিজিজপারদ
প্লাম্বিজমসীসা
ব্যাসিনোসিসতুলা
সিডেরোসিসলোহার ধুলা
ম্যাড হেটার্স রোগপারদ
হাইপোক্যালসেমিয়াক্যালসিয়াম

Leave a Comment