শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কমিটি ও কমিশন তালিকা – ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন: আজ শিক্ষা সম্পর্কিত কমিটি ও কমিশন তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ক কমিটি ও কমিশনের সাথে সাল গুলিও উল্লেখ করা হয়েছে। প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং SLST পরীক্ষায় স্বাধীনতার পূর্ববর্তী ও স্বাধীনতার পরবর্তী শিক্ষা কমিশন ও কমিটি থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- হান্টার কমিশন কবে গঠিত হয়? কোঠারী কমিশন কবে গঠিত হয়েছিল? ইত্যাদি।
শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কমিটি ও কমিশন তালিকা – ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন
নং | কমিশন | সাল |
---|---|---|
১ | উডের ডেসপাচ | ১৮৫৪ |
২ | হান্টার কমিশন | ১৮৮২ |
৩ | মিত্র কমিশন | ১৯৯২ |
৪ | স্যাডলার কমিশন | ১৯১৭ |
৫ | হাটর্গ কমিটি (প্রাথমিক শিক্ষা) | ১৯২৯ |
৬ | নই তালিম (বুনিয়াদি শিক্ষা) | ১৯৩৭ |
৭ | সার্জেন কমিটি | ১৯৪৪ |
৮ | রাধাকৃষ্ণণ কমিশন (উচ্চশিক্ষা) | ১৯৪৮-৪৯ |
৯ | মুদালিয়ার কমিশন (মাধ্যমিক) | ১৯৫২ |
১০ | হংস মেহেতা কমিটি (নারী শিক্ষা) | ১৯৬১ |
১১ | ভক্তবতসলম কমিটি | ১৯৬৩ |
১২ | কোঠারী কমিশন (প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা) | ১৯৬৪ -৬৬ |
১৩ | জনার্দন কমিটি | ১৯৯২ |