ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব: ভারতের জলবায়ু মূলত মৌসুমি বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভারতে শীত ও গ্রীষ্মকালে স্থলভাগ ও জলভাগের মধ্যে বায়ুচাপের তারতম্য জনিত কারণে যে ঋতু ভিত্তিক বায়ু প্রবাহ দেখা যায়, তাকে মৌসুমী বায়ু বলে। এই মৌসুমী বায়ুকে স্থল বায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব গুলি সম্পর্কে আলোচনা করা হলো
1) ভারতের অধিকাংশ বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ শতাংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে।
2) জলীয় বাষ্প পূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই ভারতের গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র এবং জলীয় বাষ্প হীন উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতকাল শীতল ও শুষ্ক হয়।
3) কোন কোন বছর মৌসুমী বৃষ্টিপাতের স্বল্পতা ভারতের খরা সৃষ্টির অন্যতম কারণ এবং একটানা অতিরিক্ত মৌসুমি বৃষ্টিপাত ভারতে বন্যার প্রধান কারণ।
4) জুন-জুলাই মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের ফলে ভারতে গ্রীষ্মকালে উষ্ণতার তীব্রতা কিছুটা হ্রাস করে।
5) প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের করমন্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে।
6) দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার প্রভাবে দক্ষিণ থেকে উত্তর ও উত্তর-পশ্চিমে বৃষ্টির পরিমাণ কমতে থাকে।
So this so helpful for summer vacation project in class 9 or 10 I love it because it’s very helpful. And it also help me because I read in class 9.