এক কথায় প্রকাশ – বাংলা ব্যাকরণ – Ek Kathay Prokash in Bengali: অর্থ একই রেখে একাধিক কথায় বা শব্দে প্রকাশিত কোন ভাবতে প্রয়োজন মতো একটি শব্দে প্রকাশ করার নিয়ম বা রীতিকে ‘এক কথায় প্রকাশ’ বা ‘বাক্য সংকোচন’ বলে। ভাষাকে সহজ, সাবলীল, প্রাঞ্জল ও সুন্দর ভাবে প্রকাশ করার জন্য এক কথায় প্রকাশ এর ভূমিকা অপরিসীম। বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ ভাষাকে সংক্ষিপ্ত ও অর্থবহ করে। এক্ষেত্রে অর্থের কোন পরিবর্তন না করে একাধিক পদ এমনকি একটি পূর্ণ বাক্যকেও একটি শব্দে প্রকাশ করা যায়। সংক্ষিপ্ততা ও ঋজুতা-এর জন্য বাক্যের রূপ পরিবর্তনে ‘এক কথায় প্রকাশ’ এর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এমনই কিছু ‘এক কথায় প্রকাশ’ -এর উদাহরণ দেওয়া হল।
এক কথায় প্রকাশ – বাংলা ব্যাকরণ – Ek Kathay Prokash in Bengali
নং | বর্ধিত রূপ | এক কথায় প্রকাশ |
---|---|---|
১ | ঋণ নেই যার | অঋণী |
২ | যা বলার যােগ্য নয় | অকথ্য |
৩ | কল্পনা করা যায় না এমন | অকল্পনীয় |
৪ | কাতর না হয়ে | অকাতরে |
৫ | অকালে উৎপন্ন কুমড়া | অকালকুষ্মাণ্ড |
৬ | অকালে পক্ক হয়েছে যা | অকালপক্ব |
৭ | অকালে পক্ক হয়েছে যা | অকালপক্ব |
৮ | কিছু নেই যার | অকিঞ্চন |
৯ | যার কোনাে কিছু থেকেই ভয় নেই | অকুতােভয় |
১০ | কোনাে কিছু থেকেই যার ভয় নেই | অকুতোভয় |
১১ | উপকারীর উপকার স্বীকার করে না যে | অকৃতজ্ঞ |
১২ | যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করে নি | অকৃতদার |
১৩ | অক্ষি পত্রের (চোখের পাতা) লোম | অক্ষিপক্ষ্ম |
১৪ | চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী | অক্ষৌহিণী |
১৫ | অন্য গতি নাই যার | অগত্যা |
১৬ | চোখের আড়ালে থাকা | অগোচরে |
১৭ | ক্ষুধার অল্পতা | অগ্নিমান্দ্য |
১৮ | যা আগুনে পােড়ে না | অগ্নিসহ |
১৯ | অগ্রে যে গমন করে | অগ্রগামী |
২০ | অগ্রে জন্মেছে যে | অগ্রজ |
২১ | যে নারী অঘটন ঘটাতে পারদর্শী | অঘটনঘটনপটিয়সী |
২২ | যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না | অঙ্গনা |
২৩ | হাতের প্রথম আঙুল (বুড়াে আঙুল) | অঙ্গুষ্ঠ |
২৪ | ছুঁচ ঠেলবার জন্য আঙুলে পরার ধাতব টুপি | অঙ্গুষ্ঠান |
২৫ | অচেনা জায়গা | অচিনপুর |
২৬ | যা চিন্তা করা যায় না | অচিন্তনীয়, অচিন্ত্য |
২৭ | চিন্তা করা যায় না যা | অচিন্তনীয়, অচিন্ত্য |
২৮ | যা পূর্বে চিন্তা করা যায় নি | অচিন্তিতপূর্ব |
২৯ | জন্মহীন মৃত্যুহীন | অজ |
৩০ | অজ (ছাগল)কে গ্রাস করে যা | অজগর |
৩১ | জরা নেই যার | অজর |
৩২ | এখনো শত্রু জন্মায়নি যার | অজাতশত্রু |
৩৩ | এখনো দাড়িগোঁফ গজায়নি যার | অজাতশ্মশ্রু |
৩৪ | ছাগলের চামড়া | অজিন |
৩৫ | হরিণের চর্মের আসন | অজিনাসন |
৩৬ | জানা নেই যা | অজ্ঞাত |
৩৭ | কুলশীল জানা নেই যার | অজ্ঞাতকুলশীল |
৩৮ | কেউ জানতে পারে না এমনভাবে | অজ্ঞাতসারে |
৩৯ | অণুর ভাব | অণিমা |
৪০ | অণুকে দেখা যায় যার দ্বারা | অণুবীক্ষণ |
৪১ | তল স্পর্শ করা যায় না যার | অতলস্পর্শী |
৪২ | তল স্পর্শ করা যায় না যার | অতলস্পর্শী |
৪৩ | আগমনের কোন তিথি নেই যার | অতিথি |
৪৪ | তুলনা হয় না এমন | অতুলনীয় |
৪৫ | দেখে চোখের আশা মেটে না যাকে | অতৃপ্তদৃশ্য |
৪৬ | অধিক উক্তি | অত্যুক্তি |
৪৭ | দমন করা যায় না যাকে | অদম্য |
৪৮ | যা পূর্বে দেখা যায় নি | অদৃষ্টপূর্ব |
৪৯ | কটিদেশ থেকে পদতল পর্যন্ত | অধঃকায় |
৫০ | ঋণ গ্রহণ করে যে | অধমর্ণ |
৫১ | যে (পুরুষ) প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার পরিগ্রহ করেছে | অধিবেত্তা |
৫২ | পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ | অধিবেদন |
৫৩ | অধ্যয়ন করা হয়েছে যা | অধীত |
৫৪ | যা অধ্যয়ন করা হয়েছে | অধীত |
৫৫ | এক বস্তুতে ভিন্ন বস্তুর কল্পনা | অধ্যাস |
৫৬ | এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা | অধ্যাস |
৫৭ | অতিক্রম করা যায় না যা | অনতিক্রমণীয়/অনতিক্রম্য |
৫৮ | যা অতিক্রম করা যায় না | অনতিক্রম্য |
৫৯ | খুব বেশী দীর্ঘ নয় | অনতিদীর্ঘ |
৬০ | অন্যদিকে মন নেই যার | অনন্যমনা |
৬১ | যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন | অনন্যসাধারণ |
৬২ | অন্য কারো প্রতি আসক্ত হয়না যে নারী | অনন্যা |
৬৩ | যার অন্য উপায় নেই | অনন্যোপায় |
৬৪ | অন্য উপায় নেই যার | অনন্যোপায় |
৬৫ | অপনয়ন বা দূর করা যায় না যা | অনপনেয় |
৬৬ | অন্যের অপেক্ষা করতে হয় না যাকে | অনপেক্ষ |
৬৭ | অভিজ্ঞতার অভাব আছে যার | অনভিজ্ঞ |
৬৮ | অভিজ্ঞতার অভাব আছে যার | অনভিজ্ঞ |
৬৯ | যে নারীর অসূয়া (হিংসা) নেই | অনসূয়া |
৭০ | আদি নেই যার | অনাদি |
৭১ | হাতের চতুর্থ আঙুল | অনামিকা |
৭২ | আঘাত পায় নি যা | অনাহত |
৭৩ | যা আঘাত পায়নি | অনাহত |
৭৪ | যা আহুত (ডাকা) হয় নি | অনাহুত |
৭৫ | ঘর বা বাসস্থান নেই যার | অনিকেতন, গৃহহীন, হাঘরে |
৭৬ | চিরস্থায়ী নয় যা | অনিত্য |
৭৭ | কোনো ভাবেই যা নিবারণ করা যায় না | অনিবার্য |
৭৮ | কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না | অনিবার্য |
৭৯ | চোখের নিমেষ না ফেলে | অনিমেষ |
৮০ | যা বচন / বাক্যে প্রকাশযােগ্য নয় | অনির্বচনীয় |
৮১ | কথায় বর্ণনা করা যায় না যা | অনির্বচনীয় |
৮২ | যা বলা হয় নি | অনুক্ত |
৮৩ | অনুকরণ করার ইচ্ছা | অনুচিকীর্ষা |
৮৪ | উচ্চারণ করা যায় না যা | অনুচ্চার্য |
৮৫ | যা উচ্চারণ করা যায় না | অনুচ্চার্য |
৮৬ | অনুতে (পশ্চাতে) জন্মেছে যে | অনুজ |
৮৭ | যে মেয়ের বিয়ে হয়নি | অনুঢ়া |
৮৮ | অন্য ভাষায় রূপান্তরিত | অনুদিত |
৮৯ | জলময় স্থান | অনুপ |
৯০ | জলে মগ্ন স্থান | অনুপ,জলা |
৯১ | ঔষধের আনুষঙ্গিক সেব্য | অনুপান |
৯২ | মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া | অনুব্রজন |
৯৩ | যা অনুভব করা হচ্ছে | অনুভূয়মান |
৯৪ | অনুসন্ধান করার ইচ্ছা | অনুসন্ধিৎসা |
৯৫ | অনুসন্ধান করতে ইচ্ছুক যে | অনুসন্ধিৎসু |
৯৬ | অসূয়া নেই এমন নারী | অনুসূয়া |
৯৭ | যে নারীর বিয়ে হয় না | অনূঢ়া(আইবুড়াে অর্থে) |
৯৮ | একতা বা ঐক্যের অভাব | অনৈক্য |
৯৯ | অভ্যন্তরে জল আছে যার | অন্তঃসলিল, অন্তঃসলিলা |
১০০ | অন্তরে জল আছে এমন (নদী) | অন্তঃসলিলা |
১০১ | গানের ধুয়া ও আভোগের মাঝখানের অংশ | অন্তরা |
১০২ | অন্তরে যা ঈক্ষণ (দেখার) যোগ্য | অন্তরিক্ষ |
১০৩ | অন্ত নেই যার | অন্তহীন |
১০৪ | গুরুগৃহে বাস করে যে | অন্তেবাসী |
১০৫ | যে সমাজের (বর্ণের) অন্তদেশে জন্মে | অন্ত্যজ |
১০৬ | অন্বেষণ করার ইচ্ছা | অন্বেষা |
১০৭ | অনেকের মধ্যে একজন | অন্যতম |
১০৮ | অনেকের মধ্যে একজন | অন্যতম |
১০৯ | দুয়ের মধ্যে একটি | অন্যতর |
১১০ | যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল | অন্যপূর্বা |
১১১ | অপকার করার ইচ্ছা | অপচিকীর্ষা |
১১২ | দিনের অপর ভাগ | অপরাহু |
১১৩ | যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না | অপরিণামদর্শী |
১১৪ | যা ক্রমশ দূরে সরে যাচ্ছে | অপসৃয়মাণ |
১১৫ | ক্রমশ দূরে সরে যাচ্ছে যা | অপস্রিয়মাণ |
১১৬ | পঙক্তিতে বসার অনুপযুক্ত | অপাঙতেয় |
১১৭ | এক পঙক্তিতে বসার অযোগ্য | অপাঙতেয় |
১১৮ | চোখের কোণ | অপাঙ্গ |
১১৯ | যার পুত্র নেই | অপুত্রক |
১২০ | যা প্রতিরােধ করা যায় না | অপ্রতিরােধ্য |
১২১ | যা প্রমাণ করা যায় না | অপ্রমেয় |
১২২ | আবক্ষ জলে নেমে স্নান | অবগাহন |
১২৩ | ঊর্ধ্ব থেকে নিম্নে গমন | অবতরণ |
১২৪ | অবশ্য হবে/ঘটবে যা | অবশ্যম্ভাবী |
১২৫ | কখনো নষ্ট হয় না যা | অবিনশ্বর |
১২৬ | যা কখনাে নষ্ট হয় না | অবিনশ্বর |
১২৭ | যে অগ্র-পশ্চাৎ চিন্তা না-করে কাজ করে | অবিমৃশ্যকারী |
১২৮ | অগ্র পশ্চাৎ না ভেবে যে কাজ করে | অবিমৃষ্যকারী |
১২৯ | যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে | অবিমৃষ্যকারী |
১৩০ | যে বিষয়ে কোনাে বিতর্ক (বা বিসংবাদ) নেই | অবিসংবাদিত |
১৩১ | যে নারীর স্বামী ও পুত্র মৃত | অবীরা |
১৩২ | যা প্রকাশ করা হয় নি | অব্যক্ত |
১৩৩ | আচ্ছন্ন হয়ে পড়া | অভিভূত |
১৩৪ | মিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সঙ্কেত স্থানে গমন | অভিসার |
১৩৫ | খাওয়া হয়নি যার | অভুক্ত |
১৩৬ | যা পূর্বে কখনাে হয় নি | অভূতপূর্ব |
১৩৭ | অভ্রকে (মেঘ) লেহন বা স্পর্শ করে যা | অভ্রংলিহ |
১৩৮ | মায়া (ছল) জানে না যে | অমায়িক |
১৩৯ | যা বিনা যত্নে লাভ করা গিয়েছে | অযত্বলন্ধ |
১৪০ | সূর্যের ভ্রমণপথের অংশ বা পরিমাণ | অয়নাংশ |
১৪১ | অরিকে দমন করে যে | অরিন্দম |
১৪২ | অরিকে দমন করে যে | অরিন্দম |
১৪৩ | যার অর্থ নেই | অর্থহীন |
১৪৪ | চোখের জল | অশ্রু |
১৪৫ | যা পূর্বে শােনা যায় নি | অশ্রুতপূর্ব |
১৪৬ | অশ্রুর দ্বারা সিক্ত | অশ্রুসিক্ত |
১৪৭ | যার বেশবাস সংবৃত নয় | অসংবৃত |
১৪৮ | যে পরের গুণেও দোষ ধরে | অসূয়ক |
১৪৯ | যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) | অসূর্যম্পশ্যা |
১৫০ | চক্ষু ফেরানো যায় না যার দিক থেকে | অসেচনক |
১৫১ | যা অস্ত যাচ্ছে | অস্তায়মান |
১৫২ | অহংকার করে যে | অহংকারী |
১৫৩ | আঁশ গন্ধ যার | আঁশটে |
১৫৪ | আমিষ (আঁষ) গন্ধ যার | আঁষটে |
১৫৫ | ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার | আঁষটে |
১৫৬ | কণ্ঠ পর্যন্ত | আকণ্ঠ |
১৫৭ | কর্ণ পর্যন্ত | আকর্ণ |
১৫৮ | অকালে উৎপন্ন | আকালিক, অকালজাত, অকালজ |
১৫৯ | আকাশে বেড়ায় যে | আকাশচারী, খেচর |
১৬০ | যে গাছ কোনাে কাজে লাগে না | আগাছা |
১৬১ | আচারে নিষ্ঠা আছে যার | আচারনিষ্ঠ, আচারনিষ্ঠা |
১৬২ | আচারে নিষ্ঠা আছে যার | আচারনিষ্ঠ |
১৬৩ | জন্ম থেকে আরম্ভ করে | আজন্ম |
১৬৪ | জানু পর্যন্ত | আজানু |
১৬৫ | জানু পর্যন্ত লম্বিত | আজানুলম্বিত |
১৬৬ | জীবন পর্যন্ত | আজীবন |
১৬৭ | আট প্রহর যা পরা যায় | আটপৌরে |
১৬৮ | আটমাসে জন্মগ্রহণ করেছে যে শিশু | আটাসে |
১৬৯ | আঠা যুক্ত আছে যাতে | আঠালো |
১৭০ | অণু থেকে তৈরি | আণবিক |
১৭১ | অতর্কিত অবস্থায় আক্রমণকারী | আততায়ী |
১৭২ | আতপ বা রৌদ্র থেকে ত্রাণ করে যা | আতপত্র (ছাতা) |
১৭৩ | অতিথির আপ্যায়ন | আতিথ্য |
১৭৪ | আপনাকে কেন্দ্র করে চিন্তা যার | আত্মকেন্দ্রিক |
১৭৫ | আপনাকে হত্যা করে যে | আত্মঘাতী |
১৭৬ | আদি থেকে অন্ত পর্যন্ত | আদ্যন্ত, আদ্যোপান্ত |
১৭৭ | আদি থেকে অন্ত পর্যন্ত | আদ্যন্ত, আদ্যোপান্ত |
১৭৮ | ঈষৎ কম্পিত | আধুত |
১৭৯ | ঈষৎ নীলাভবিশিষ্ট | আনীল |
১৮০ | অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী | আনুপূর্বিক |
১৮১ | আপনাকে ভুলে থাকে যে | আপনভোলা |
১৮২ | পা থেকে মাথা পর্যন্ত | আপাদমস্তক |
১৮৩ | ঈষৎ পীতবর্ণ যুক্ত | আপীত |
১৮৪ | ভুলহীন ঋষি বাক্য | আপ্তবাক্য |
১৮৫ | ঈষৎ মধুর | আমধুর |
১৮৬ | রােদে শুকোনাে আম | আমশি |
১৮৭ | আয়ুর পক্ষে হিতকর | আয়ুষ্য |
১৮৮ | ঈষৎ রক্তবর্ণ | আরক্ত |
১৮৯ | আরাধনার যোগ্য | আরাধ্য |
১৯০ | উপরে উঠেছে যে | আরূঢ় |
১৯১ | ঋজুর ভাব | আর্জব |
১৯২ | ঋতুর সম্বন্ধে | আর্তব |
১৯৩ | ঋষির দ্বারা উক্ত বা কথিত | আর্ষ |
১৯৪ | জল সেচন করার জন্য গাছের গোড়ায় মাটির ঘের | আলবাল |
১৯৫ | কুমোরের চাকা | আলাত |
১৯৬ | আলাপ করতে তৎপর | আলাপী |
১৯৭ | লবণ কম দেওয়া হয়েছে এমন | আলুনি |
১৯৮ | আলোচনার বিষয়বস্তু | আলোচ্য |
১৯৯ | আলো ছড়ায় যে পাখি | আলোরপাখি |
২০০ | ঈষৎ চঞ্চল | আলোল |
২০১ | আশাকে অতিক্রম করে | আশাতীত |
২০২ | আসমানের মত রং যার | আসমানি |
২০৩ | সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত | আসমুদ্রহিমাচল |
২০৪ | আবর্জনা ফেলার জায়গা | আস্তাকুঁড় |
২০৫ | ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার | আস্তিক |
২০৬ | আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার | আস্তিক |
২০৭ | অতীত কাহিনী | ইতিহাস |
২০৮ | ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি | ইতিহাসবেত্তা |
২০৯ | ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি | ইতিহাসবেত্তা |
২১০ | ইতি মধ্যকার ঘটনা | ইদানীং |
২১১ | ইহার তুল্য | ইদৃশ |
২১২ | নীল বর্ণ পদ্ম | ইন্দির |
২১৩ | ইন্দ্রকে জয় করেন যিনি | ইন্দ্রজিৎ |
২১৪ | ইন্দ্রকে জয় করেন যিনি | ইন্দ্রজিৎ |
২১৫ | অভিলাষিত বিষয়ে সাফল্য | ইষ্টসিদ্ধি |
২১৬ | অভীষ্ট বস্তুর প্রাপ্তি | ইষ্টাপত্তি |
২১৭ | ইন্দ্রের অশ্ব | উচ্চৈঃশ্রবা |
২১৮ | ইন্দ্রের অশ্ব | উচ্চৈঃশ্রবা |
২১৯ | ঋণ দেয় যে | উত্তমর্ণ |
২২০ | উদক বা জল পানের ইচ্ছা | উদন্যা |
২২১ | যা উদিত হচ্ছে | উদীয়মান |
২২২ | উদিত হচ্ছে যা | উদীয়মান |
২২৩ | জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা | উদ্বর্তন |
২২৪ | যে বাতু থেকে উৎখাত হয়েছে | উদ্বাস্তু |
২২৫ | যা মাটি ভেদ করে ওঠে | উদ্ভিদ |
২২৬ | অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি | উন্নাসিক |
২২৭ | অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি | উন্নাসিক |
২২৮ | যে সুপথ থেকে কুপথে যায় | উন্মার্গগামী |
২২৯ | উপকার করেন যিনি | উপকারক |
২৩০ | কূলের সমীপে | উপকূল |
২৩১ | অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ | উপচার |
২৩২ | উপকার করার ইচ্ছা | উপচিকীর্ষা |
২৩৩ | উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান | উপজ্ঞা |
২৩৪ | স্বার্থের জন্য অন্যায় অর্থ প্রদান (ঘুষ) | উপদা |
২৩৫ | আকস্মিক দুর্দৈব | উপদ্রব |
২৩৬ | মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন | উপবৃত্ত |
২৩৭ | উপলব্ধি করা হয়েছে এমন | উপলব্ধ |
২৩৮ | উপলব্ধি করা যাচ্ছে যা | উপলভ্যমান |
২৩৯ | ক্ষুদ্র অঙ্গ | উপাঙ্গ |
২৪০ | জলে ও স্থলে চরে যা | উভচর |
২৪১ | যা জলে ও স্থলে চরে | উভচর |
২৪২ | উরস বা বক্ষ দিয়ে হাঁটে যে | উরগ (সর্প) |
২৪৩ | উর্ণা নাভিতে যার | উর্ণনাভ |
২৪৪ | ঊরুর হাড় | উর্বস্থি |
২৪৫ | গরম জল | উষ্ণোদক |
২৪৬ | যে নারীর বিয়ে হয়েছে | ঊঢ়া |
২৪৭ | ঊর দিয়ে যায় যে | ঊরগ |
২৪৮ | ঊর্ধ্বে অবস্থিত | ঊর্ধ্ব |
২৪৯ | সমুদ্রের ঢেউ | ঊর্মি |
২৫০ | যে জমিতে ফসল জন্মায় না | ঊষর |
২৫১ | ঋণ শোধের জন্য যে ঋণ করা হয় | ঋণার্ণ |
২৫২ | ঋণগ্রস্ত অবস্থা | ঋণিতা |
২৫৩ | ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি | ঋত্বিক |
২৫৪ | ঋষির তুল্য | ঋষিকল্প, ঋষিতুল্য |
২৫৫ | গ্রহদের কুদৃষ্টি | ঋষ্টি |
২৫৬ | এক গোঁ যার | একগুঁয়ে |
২৫৭ | একের ভাব | একতা |
২৫৮ | এক বিষয়ে নিবিষ্ট চিত্ত যার | একাগ্রচিত্ত |
২৫৯ | এক থেকে শুরু করে ক্রমাগত | একাদিক্রমে |
২৬০ | এক থেকে শুরু করে ক্রমাগত | একাদিক্রমে |
২৬১ | দিনে যে একবার আহার করে | একাহারী |
২৬২ | একতানের ভাব | ঐকতান |
২৬৩ | এক মতের ভাব | ঐক্যমত্য |
২৬৪ | ইক্ষু সম্বন্ধীয় | ঐক্ষর |
২৬৫ | ইচ্ছার অনুরূপ বা অধীন | ঐচ্ছিক |
২৬৬ | ইতয়ার পুত্র | ঐতরেয় |
২৬৭ | ইতিহাস রচনা করেন যিনি | ঐতিহাসিক |
২৬৮ | ইতিহাস রচনা করেন যিনি | ঐতিহাসিক |
২৬৯ | ইন্দ্রজাল (জাদু) বিদ্যায় পারদর্শী | ঐন্দ্রজালিক |
২৭০ | ইরাবতে জাত | ঐরাবত |
২৭১ | ঈশান কোণ | ঐশানী |
২৭২ | ঈশ্বর বিষয়ক | ঐশ্বরিক |
২৭৩ | ঈশ্বরের ভাব | ঐশ্বর্য |
২৭৪ | ঐশ্বর্যের অধিকারী যে | ঐশ্বর্যবান |
২৭৫ | একবার ফল দিয়ে মরে যায় যে গাছ | ওষধি |
২৭৬ | ফল পাকলে যে গাছ মরে যায় | ওষধি |
২৭৭ | ওষধি থেকে উৎপন্ন | ওষুধ |
২৭৮ | ওষ্ঠ ও অধর | ওষ্ঠাধর |
২৭৯ | ঔষধি থেকে জাত | ঔষধ |
২৮০ | ঔষধের বিপণি | ঔষধালয় |
২৮১ | যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় | ঔষধি |
২৮২ | কংসের শত্রু যিনি | কংসারি |
২৮৩ | এক ধরনের ছোট সাদা ঝিনুক | কড়ি |
২৮৪ | কদম ফুলের আকৃতি বিশেষ | কদমা |
২৮৫ | কুৎসিত আকার যার | কদাকার |
২৮৬ | যার আকার কুৎসিত | কদাকার |
২৮৭ | হাতের পঞ্চম আঙুল | কনিষ্ঠা |
২৮৮ | চোখের মনি | কনীনিকা, অক্ষিতারা |
২৮৯ | যে মেয়ের বয়স দশ বৎসর | কন্যকা |
২৯০ | বাতাসে (ক-তে) চরে যে | কপােত |
২৯১ | কালো হলুদের মিশানো রঙ | কপিশ,কপিল |
২৯২ | ক বা বায়ু যার পোত তুল্য | কপোত |
২৯৩ | ঈষৎ উষ্ণ | কবোষ্ণ |
২৯৪ | ঈষৎ উষ্ণ | কবোষ্ণ, ঈষদুষ্ণ |
২৯৫ | কম্পিত হচ্ছে যা | কম্পমান |
২৯৬ | ঈষৎ পাংশু বর্ণ | কয়রা |
২৯৭ | হাতের তেলাে বা তালু | করতল |
২৯৮ | উটের বা হস্তীর শাবক | করভ |
২৯৯ | কাজে অভিজ্ঞতা আছে যার | করিতকর্মা |
৩০০ | কর্মে অতিশয় তৎপর | করিৎকর্মা |
৩০১ | কর্ম সম্পাদনে পরিশ্রমী | কর্মঠ |
৩০২ | কর্ম সম্পাদনে পরিশ্রমী | কর্মঠ |
৩০৩ | অব্যক্ত মধুর ধ্বনি বা সুর | কলতান |
৩০৪ | ঢেউয়ের ধ্বনি | কল্লোল |
৩০৫ | যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে | কাককন্ধ্যা |
৩০৬ | অগভীর সতর্ক নিদ্রা | কাকনিদ্রা/কাকতন্দ্রা |
৩০৭ | কানের পাশে লম্বিত কেশগুচ্ছ | কাকপক্ষ |
৩০৮ | একবার মাত্র সন্তান প্রসব করেছে যে | কাকবন্ধ্যা |
৩০৯ | উদর বক্র বা বক্রগতি সম্পন্ন যার | কাকোদর |
৩১০ | যে পুত্রের মাতা কুমারী | কানীন |
৩১১ | কুমারী মাতার সন্তান | কানীনময় |
৩১২ | জাহাজের পরিচালক | কাপ্তেন, কাপ্তান |
৩১৩ | অক্ষিতে কাম যার (যে নারীর) | কামাক্ষী |
৩১৪ | কৃত্তিকার পুত্র | কার্তিকেয় |
৩১৫ | ঈষৎ কৃষ্ণ | কালচে |
৩১৬ | কৃষ্ণবর্ণ হরিণ | কালসার |
৩১৭ | অন্য কাল | কালান্তর |
৩১৮ | কশ্যপ মুনির পুত্র | কাশ্যপ |
৩১৯ | কি করতে হবে তা বুঝতে না পারা | কিংকর্তব্যবিমূঢ় |
৩২০ | কানের অলঙ্কার | কুন্তল |
৩২১ | যে নারীর (মেয়ের বিয়ে হয় নি | কুমারী |
৩২২ | অপরের লেখা চুরি করে নিজনামে চালায় যে | কুম্ভীলক |
৩২৩ | কোকিলের ডাক | কুহু |
৩২৪ | উপকারীর অপকার করে যে | কৃতঘ্ন |
৩২৫ | উপকারীর অপকার করে যে | কৃতঘ্ন |
৩২৬ | উপকারীর উপকার স্বীকার করে যে | কৃতজ্ঞ |
৩২৭ | উপকারীর উপকার স্বীকার করে যে | কৃতজ্ঞ |
৩২৮ | যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করেছে | কৃতদার |
৩২৯ | যে বিদ্যা লাভ করেছে | কৃতবিদ্য |
৩৩০ | আপনাকে কৃতার্থ মনে করে যে | কৃতার্থম্মন্য |
৩৩১ | বাঘের চর্ম | কৃত্তি |
৩৩২ | কৃত্তিই (মৃগচর্ম) বাস যার | কৃত্তিবাস |
৩৩৩ | কৃষিই যার জীবিকা | কৃষিজীবী |
৩৩৪ | আকৃষ্ট হচ্ছে যে | কৃষ্যমাণ |
৩৩৫ | ময়ূরের ডাক | কেকা |
৩৩৬ | রক্ত বর্ণ পদ্ম | কোকনদ |
৩৩৭ | আশ্বিনমাসের পূর্ণিমা তিথি | কোজাগর |
৩৩৮ | কুন্তীর পুত্র | কৌন্তেয় |
৩৩৯ | যে আলােতে কুমুদ ফোটে | কৌমুদী |
৩৪০ | কুরুর পুত্র | কৌরব |
৩৪১ | কৃষ্ণের বক্ষস্থিত পদ্মরাগ মণি | কৌস্তভ |
৩৪২ | আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্ত্য | ক্রন্দসী |
৩৪৩ | ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে যা | ক্রমবিস্তাৰ্যমান |
৩৪৪ | ক্রীড়ার পুতুল | ক্রীড়নক |
৩৪৫ | কর্কশ ধ্বনি | ক্রেঙ্কার |
৩৪৬ | ক্রয় করার যোগ্য | ক্রেয় |
৩৪৭ | যার শুভ ক্ষণে জন্ম | ক্ষণজন্মা |
৩৪৮ | ক্ষণকালের জন্য স্থায়ী | ক্ষণস্থায়ী |
৩৪৯ | অল্পক্ষণের জন্য | ক্ষণিক |
৩৫০ | ক্ষমার যোগ্য | ক্ষমার্হ |
৩৫১ | ক্ষমার যােগ্য | ক্ষমার্হ |
৩৫২ | ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা | ক্ষীয়মাণ |
৩৫৩ | যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে | ক্ষীয়মাণ |
৩৫৪ | খাওয়ার ইচ্ছা | ক্ষুধা |
৩৫৫ | ক্ষুদ্র প্রলয় | খণ্ডপ্রলয় |
৩৫৬ | খ বা আকাশ দ্যুতিময় করে যে | খদ্যোত |
৩৫৭ | আকাশে বা খ-তে ওড়ে যে বাজি | খ-ধূপ |
৩৫৮ | গাধার বাসস্থান | খরশাল |
৩৫৯ | খাবার যোগ্য | খাদ্য |
৩৬০ | যে নারী কহলপ্রিয় | খাপ্তানী |
৩৬১ | ক্ষুদ্র শিয়াল | খেকশিয়াল |
৩৬২ | আকাশে বা খ-তে চরে যে | খেচর / খচর |
৩৬৩ | খেলায় যে পটু | খেলোয়াড় |
৩৬৪ | খ্যাতি আছে যার | খ্যাতিমান |
৩৬৫ | একই ভাবে চলে যা | গতানুগতিক |
৩৬৬ | গঙ্গার পুত্র | গাঙ্গেয় |
৩৬৭ | ক্ষুদ্র গাছ | গাছড়া |
৩৬৮ | ক্ষুদ্র গাছ | গাছড়া |
৩৬৯ | গণপতির উপাসক | গাণপত্য |
৩৭০ | গাণ্ডীব আছে যার | গাণ্ডীবী |
৩৭১ | যে গাভি প্রসবও করে না, দুধও দেয় না | গােবশা |
৩৭২ | ভ্রমরের শব্দ | গুঞ্জন |
৩৭৩ | তোপের ধ্বনি | গুড়ুম |
৩৭৪ | গুণগ্রহণে সক্ষম | গুণগ্রাহী |
৩৭৫ | গুরুর গৃহ বা আশ্রম | গুরুকুল |
৩৭৬ | গুরু বাসগৃহ | গুরুকুল |
৩৭৭ | গুরুর পত্নী | গুর্বী |
৩৭৮ | গৃহে থাকে যে | গৃহস্থ |
৩৭৯ | যে গাঁজায় নেশা করে | গেঁজেল |
৩৮০ | চোখের দ্বারা গৃহীত | গোচর, চাক্ষুষ |
৩৮১ | গোষ্ঠের অধ্যক্ষ | গোবিন্দ |
৩৮২ | গরুর খুরে চিহ্নিত স্থান | গোষ্পদ |
৩৮৩ | গরু রাখার স্থান | গোহাল |
৩৮৪ | ঘুরানো হচ্ছে যাকে | ঘূর্ণ্যমান |
৩৮৫ | ঘৃণার যোগ্য | ঘৃণ্য |
৩৮৬ | মাণের যােগ্য | ঘেয় |
৩৮৭ | ঘোড়ার নাক | ঘোণা |
৩৮৮ | ঘ্রাণের যোগ্য | ঘ্রেয় |
৩৮৯ | চোখে দেখা যায় এমন | চক্ষুগোচর |
৩৯০ | ক্ষিতি, জল,তেজ বায়ু থেকে সঞ্জাত | চতুভৌতিক |
৩৯১ | হস্ত, অশ্ব, রথ, পদাতিকের সমাহার | চতুরঙ্গ |
৩৯২ | গদ্যপদ্যময় কাব্য | চম্পু |
৩৯৩ | যা চিবিয়ে খাবার যােগ্য | চর্ব |
৩৯৪ | চিবিয়ে/চর্বণ করে খেতে হয় যা | চর্ব্য |
৩৯৫ | চলছে এমন ছবি | চলচ্চিত্র |
৩৯৬ | চলছে এরূপ | চলিষ্ণু |
৩৯৭ | ক্রীড়াশীল বা অস্থির তরঙ্গ | চলোর্মি |
৩৯৮ | চোখে যার লজ্জা নেই | চশমখোর |
৩৯৯ | বন্দুক বা তির ছোড়ার অনুশীলনের জন্য স্থাপিত এ লক্ষ্য | চাঁদমারি |
৪০০ | চক্ষুর সম্মুখে সংঘটিত | চাক্ষুষ |
৪০১ | চণকের পুত্র | চাণক্য |
৪০২ | করার ইচ্ছা | চিকীর্ষা |
৪০৩ | করার ইচ্ছা | চিকীর্ষা |
৪০৪ | করতে ইচ্ছুক | চিকীর্ষু |
৪০৫ | ক্ষমা করার ইচ্ছা | চিক্ষমিষা |
৪০৬ | ক্ষমা করার ইচ্ছা | চিক্ষমিষা, তিতিক্ষা |
৪০৭ | চিত্রে অর্পিতা বা নিবদ্ধা যে নারী | চিত্রার্পিতা |
৪০৮ | পিতৃগৃহবাসিনী | চিরন্টী |
৪০৯ | চিরকালব্যাপী স্থায়ী | চিরস্থায়ী |
৪১০ | চিরদিন মনে রাখার যোগ্য | চিরস্মরণীয় |
৪১১ | আজীবন সধবা যে নারী | চিরায়ুষ্মতী |
৪১২ | ছিন্ন বস্ত্র | চীর |
৪১৩ | চৈত্র মাসের ফসল | চৈতালি |
৪১৪ | চুষে খেতে হয় যা | চোষ্য, চূষ্য |
৪১৫ | যা চুষে খাবার যােগ্য | চোষ্য |
৪১৬ | চৌত্রিশ অক্ষরে স্তব | চৌতিশা |
৪১৭ | চার পা বিশিষ্ট | চৌপায়া |
৪১৮ | চার রাস্তার মিলনস্থল | চৌরাস্তা |
৪১৯ | জগতে যার বিশেষ খ্যাতি রয়েছে | জগদ্বিখ্যাত |
৪২০ | গমন করতে পারে যে | জঙ্গম |
৪২১ | জজ বা বিচারকের বৃত্তি | জজিয়াতী |
৪২২ | জয়ের জন্য যে উৎসব | জয়ন্তী |
৪২৩ | জয়সূচক উৎসব | জয়ন্তী |
৪২৪ | জয়ের জন্য যে উৎসব | জয়োৎসব |
৪২৫ | জলে চরে যা | জলচর |
৪২৬ | যা জলে চরে | জলচর |
৪২৭ | জলে জন্মে যা | জলজ |
৪২৮ | জল দেয় যে | জলদ (মেঘ) |
৪২৯ | অন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য | জলপান |
৪৩০ | জলখাবার বা জলপানের জন্য দেয় অর্থ | জলপানি (বৃত্তি) |
৪৩১ | জলই আশ্রয় যার | জলৌকা |
৪৩২ | জেগে আছে যে | জাগ্রত |
৪৩৩ | জ্বল জ্বল করছে যা | জাজ্বল্যমান |
৪৩৪ | জ্বল জ্বল করছে যা | জাজ্বল্যমান |
৪৩৫ | আজন্ম শত্রু | জাতশত্রু |
৪৩৬ | যার পূর্বজন্মের কথা স্মরণ আছে | জাতিস্মর |
৪৩৭ | জমদগ্নির পুত্র | জামদগ্ন্য |
৪৩৮ | জীর্ণ করে যা | জারক |
৪৩৯ | জহ্নু মুনির কন্যা | জাহ্নবী |
৪৪০ | গমন করার ইচ্ছা | জিগমিষা |
৪৪১ | জয় করার ইচ্ছা | জিগীষা |
৪৪২ | জয় করতে ইচ্ছুক | জিগীষু |
৪৪৩ | হনন করার ইচ্ছা | জিঘাংসা |
৪৪৪ | গ্রহণ করার ইচ্ছা | জিঘৃক্ষা |
৪৪৫ | জীবিত থাকার ইচ্ছা | জিজীবিষা |
৪৪৬ | বেঁচে থাকার ইচ্ছা | জিজীবিষা |
৪৪৭ | জানার ইচ্ছা | জিজ্ঞাসা |
৪৪৮ | জানতে ইচ্ছুক | জিজ্ঞাসু |
৪৪৯ | ইন্দ্রিয়কে জয় করেন যিনি | জিতেন্দ্রিয় |
৪৫০ | ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি | জিতেন্দ্রিয় |
৪৫১ | জয়লাভ করতে অভ্যস্ত যে | জিষ্ণু |
৪৫২ | জীবিত থেকেও যে মৃত | জীবন্মৃত |
৪৫৩ | গোপন করার ইচ্ছা | জুগুপ্সা |
৪৫৪ | গোপন করতে ইচ্ছুক | জুগুপ্সু |
৪৫৫ | জয় করার যোগ্য | জেতব্য |
৪৫৬ | জানা আছে যা | জ্ঞাত |
৪৫৭ | জানিবার যোগ্য | জ্ঞাতব্য |
৪৫৮ | অনেক জ্ঞান আছে যার | জ্ঞানী |
৪৫৯ | জানায় যে | জ্ঞাপক |
৪৬০ | জানা উচিত | জ্ঞেয় |
৪৬১ | জ্বরযুক্ত উদরাময় রোগ | জ্বরাতিসার |
৪৬২ | জ্বলছে যে অর্চি (শিখা) | জ্বলদর্চি |
৪৬৩ | বাদ্যযন্ত্রের ধ্বনি | ঝংকার |
৪৬৪ | ঝগড়া করা স্বভাব যার | ঝগড়াটে |
৪৬৫ | ঝনঝন শব্দ | ঝঙ্কার, ঝনৎকার |
৪৬৬ | অসির শব্দ | ঝঞ্জনা |
৪৬৭ | ঝট করে টান | ঝটকা |
৪৬৮ | ঝলকে ঝলকে উজ্জ্বলতা প্রকাশ পায় যার | ঝলমলে |
৪৬৯ | ঝাড়া-মোছা হয় যা দিয়ে | ঝাড়ন |
৪৭০ | ঝড়ের প্রচণ্ড ধাক্কা | ঝাপটা |
৪৭১ | ঝুলছে যা | ঝুলন্ত |
৪৭২ | ধনুকের ধ্বনি | টঙ্কার |
৪৭৩ | উচ্চস্থানে অবস্থিত ক্ষুদ্র কুটির | টঙ্গি |
৪৭৪ | টপটপ করে পড়ে যা | টপটপে |
৪৭৫ | টসটস করছে যা | টসটসে |
৪৭৬ | ক্ষুদ্রকায় ঘােড়া | টাটু |
৪৭৭ | ক্ষুদ্রকায় ঘোড়া | টাটু, টাট্টু |
৪৭৮ | ছোট ঘোড়া | টাটু/টাট্টু |
৪৭৯ | ঠকায় যে | ঠক |
৪৮০ | থেমে থেমে চলার যে ভঙ্গি | ঠমক |
৪৮১ | ঠাকুরের পূজা করার ঘর | ঠাকুরঘর |
৪৮২ | ঠাকুরের ভাব | ঠাকুরালি |
৪৮৩ | ঠিকরে পড়ে যা | ঠিকরানো |
৪৮৪ | ঠেঙিয়ে ডাকাতি করে যারা | ঠ্যাঙারে |
৪৮৫ | ঠেঙিয়ে ডাকাতি করে যারা | ঠ্যাঙারে |
৪৮৬ | ডাকঘরের চিঠি বিলি করে যে | ডাকপিয়ন |
৪৮৭ | ডাকের জন্য নির্ধারিত মাশুল | ডাকমাশুল |
৪৮৮ | ডাক বহন করে যে | ডাকহরকরা |
৪৮৯ | ডাকাতের বুকের মত বুক যার | ডাকাবুকো |
৪৯০ | ডিম্বাশয়ের প্রাণকোষ | ডিম্বাণু |
৪৯১ | ডুবিবার উপক্রম হয়েছে এমন | ডুবুডুবু |
৪৯২ | ঢাকায় প্রস্তুত | ঢাকাই |
৪৯৩ | ছুতারের বৃত্তি বা কাজ | তক্ষণ |
৪৯৪ | তনুর ভাব | তনিমা |
৪৯৫ | তার আছে যাতে | তন্ত্রী |
৪৯৬ | তবলায় যে দক্ষ | তবলচি |
৪৯৭ | ঋণের দলিল | তমসুক |
৪৯৮ | তমঃ বা অন্ধকার দূর করে যে | তমোনাশ |
৪৯৯ | হাতের দ্বিতীয় আঙুল | তর্জনী |
৫০০ | উদ্দাম নৃত্য | তাণ্ডব |
৫০১ | তার মত বা তার সদৃশ | তাদৃশ |
৫০২ | তমোগুণ সম্বন্ধীয় | তামসিক |
৫০৩ | অন্ধকার রাত্রি | তামসী |
৫০৪ | ঘোর অন্ধকার রাত্রি | তামসী,তমিস্রা |
৫০৫ | তস্করের কাজ বা চোরের বৃত্তি | তাস্কর্য, চৌর্যবৃত্তি |
৫০৬ | চোরের বৃত্তি | তাস্কর্য/চৌর্যবৃত্তি |
৫০৭ | ত্রাণ লাভ করার ইচ্ছা | তিতীর্ষা |
৫০৮ | যে তির নিক্ষেপে পটু | তিরন্দাজ |
৫০৯ | তীর ছোঁড়ে যে | তীরন্দাজ |
৫১০ | তুরিত বা ত্বরায় গমন করতে পারে যে | তুরগ (ঘোড়া) |
৫১১ | ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে | তুলাদণ্ড |
৫১২ | তিন রাস্তার মোড় | তেমাথা |
৫১৩ | তোমার মত বা তোমার সদৃশ | ত্বাদৃশ |
৫১৪ | ত্রি (তিন) ফলের সমাহার | ত্রিফলা |
৫১৫ | রাত্রির তিনভাগ একত্রে | ত্রিযামা |
৫১৬ | একই সঙ্গে তিন তিথির যোগ | ত্র্যহস্পর্শ |
৫১৭ | যা থলে চরে | থলচর |
৫১৮ | থাবার আঘাত | থাপ্পড় |
৫১৯ | থামের মত লম্বা | থাম্বা |
৫২০ | একবার দান করে ফেরত নেয় যে | দত্তাপহারী |
৫২১ | জায়া ও পতি | দম্পতি |
৫২২ | ঈষৎ কাঁচা | দরকাঁচা |
৫২৩ | ঈষৎ পাকা | দরপাকা |
৫২৪ | অঙ্গীকৃত মাল তৈরির জন্য প্রদত্ত অগ্রিম অর্থ | দাদন |
৫২৫ | দান করার ইচ্ছা | দিৎসা |
৫২৬ | দেখবার ইচ্ছা | দিদৃক্ষা |
৫২৭ | চিত্তের তৃপ্তিদায়ক | দিলখোশ |
৫২৮ | অত্যাধিক সাহসী | দুঃসাহসী |
৫২৯ | যা সহজে জানা যায় না | দুয়ে |
৫৩০ | কষ্টে অতিক্রম করা যায় যা | দুরতিক্রম্য |
৫৩১ | অনেক কষ্টে অধ্যয়ন করা যায় যা | দুরধ্যয় |
৫৩২ | আরোগ্য হওয়া কঠিন এমন | দুরারোগ্য |
৫৩৩ | উচ্চারণ করতে কষ্ট হয় যা | দুরুচ্চার্য |
৫৩৪ | যা উচ্চারণ করা কঠিন | দুরুচ্চার্য |
৫৩৫ | কষ্টে গমন করা যায় যেখানে | দুর্গম |
৫৩৬ | যা কষ্টে জয় করা যায় | দুর্জয় |
৫৩৭ | কষ্টে জয় করা যায় যা | দুর্জয় |
৫৩৮ | দমন করা কষ্টকর যাকে | দুর্দমনীয় |
৫৩৯ | কষ্টে দমন করা যায় যা | দুর্দমনীয় |
৫৪০ | অতিকষ্টে যা নিবারণ করা যায় | দুর্নিবার |
৫৪১ | যা নিবারণ করা কষ্টকর | দুর্নিবার |
৫৪২ | অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন | দুর্ভিক্ষ |
৫৪৩ | যা মুছে ফেলা যায় না | দুর্মোচ্য |
৫৪৪ | কষ্টে লাভ করা যায় যা | দুর্লভ |
৫৪৫ | যা কষ্টে লাভ করা যায় | দুর্লভ |
৫৪৬ | অপনয়ন বা দূর করা কষ্টকর যা | দূরপনেয় |
৫৪৭ | যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে | দেদীপ্যমান |
৫৪৮ | স্বপ্নে (ঘুমে) শিশুর স্বগত হাসি-কান্না | দেয়ালা |
৫৪৯ | ঘুমের ঘোরে শিশুর হাসি ও কান্না | দেয়ালা |
৫৫০ | অন্য দেশ | দেশান্তর |
৫৫১ | গৃহের প্রধান প্রবেশ পথ | দেহলি,দেউড়ি |
৫৫২ | যা পুনঃ পুনঃ দুলছে | দোদুল্যমান |
৫৫৩ | যে জমিতে দুবার ফসল হয় | দো-ফসলি |
৫৫৪ | একের ভাষা অপরকে বুঝিয়ে দেয় যে | দোভাষী |
৫৫৫ | দ্বারে থাকে যে | দৌবারিক |
৫৫৬ | যার দুবার জন্ম হয় | দ্বিজ |
৫৫৭ | যে নারীর দুটি মাত্র পুত্র | দ্বিপুত্রিকা |
৫৫৮ | যার দুটি মাত্র দাঁত | দ্বিরদ (হাতি) |
৫৫৯ | যার দুই দিক বা চার দিকে জল | দ্বীপ |
৫৬০ | আঙুর ফল | দ্রাক্ষা |
৫৬১ | ধন্যবাদের যােগ্য | ধন্যবাদাহ |
৫৬২ | যা ধারণ বা পােষণ করে | ধর্ম |
৫৬৩ | সদ্য দোহনকৃত উষ্ণ দুধ | ধাররাষ্ণ |
৫৬৪ | ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে | ধুরন্ধর |
৫৬৫ | ঈষৎ পাণ্ডু বর্ণ | ধূসর |
৫৬৬ | চিত্রকর্মের কাঠামো | নকশা |
৫৬৭ | গমন করেনা যে | নগ |
৫৬৮ | যে গমন করে না | নগ পাহাড়) |
৫৬৯ | নদী মেখলা যে দেশের | নদীমেখলা |
৫৭০ | আনন্দজনক ধ্বনি | নন্দিঘোষ |
৫৭১ | যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে | নবােঢ়া |
৫৭২ | আকাশ পথে যে যান ব্যবহার করা যায় | নভোযান |
৫৭৩ | নষ্ট হওয়াই স্বভাব যার | নশ্বর |
৫৭৪ | ক্ষুদ্র ঢাক বা ঢাক জাতীয় বাদ্যযন্ত্র | নাকাড়া |
৫৭৫ | ক্ষুদ্র নাটক | নাটিকা |
৫৭৬ | ক্ষুদ্র নাটক | নাটিকা |
৫৭৭ | অতি দীর্ঘ নয় যা | নাতিদীর্ঘ |
৫৭৮ | যা অতি দীর্ঘ নয় | নাতিদীর্ঘ |
৫৭৯ | যা খুব শীতল বা উষ্ণ নয় | নাতিশীতােষ্ণ |
৫৮০ | অতি শীতও নয়, অতি উষ্ণও নয় | নাতিশীতোষ্ণ |
৫৮১ | নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে | নাবিক |
৫৮২ | ক্ষুদ্র নালা | নালি |
৫৮৩ | ক্ষুদ্র নালা | নালি |
৫৮৪ | ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার | নাস্তিক |
৫৮৫ | আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার | নাস্তিক |
৫৮৬ | যে নারীর সতীন/শত্রু নেই | নিঃসপ্ত |
৫৮৭ | নূপুরের ধ্বনি | নিকৃণ |
৫৮৮ | খাদ নেই যাতে | নিখাদ |
৫৮৯ | টোল পড়েনি এমন | নিটোল |
৫৯০ | নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল) | নিদাঘ |
৫৯১ | অর্ধেক রাজী | নিমরাজী |
৫৯২ | সাপের খােলস | নিমোক বা কধুক |
৫৯৩ | অর্থ নাই যার | নিরর্থক |
৫৯৪ | অহংকার নেই যার | নিরহংকার |
৫৯৫ | অহংকার নেই যার | নিরহংকার |
৫৯৬ | আকার নেই যার | নিরাকার |
৫৯৭ | আমিষের অভাব | নিরামিষ |
৫৯৮ | ঈহা বা চেষ্টা নেই যার | নিরীহ |
৫৯৯ | যার কোনাে উপায় নেই | নিরুপায় |
৬০০ | উপায় নেই যার | নিরুপায় |
৬০১ | জনশূন্য স্থান | নির্জন |
৬০২ | কোনো কিছু থেকেই ভয় নেই যার | নির্ভীক, অকুতোভয় |
৬০৩ | মাছিও প্রবেশ করে না যেখানে | নির্মক্ষিক |
৬০৪ | নির্মাণ করার ইচ্ছা | নির্মিসা |
৬০৫ | গভীর রাত্রি | নিশীথ |
৬০৬ | যা বহন করা হচ্ছে | নীয়মান |
৬০৭ | ঈষৎ নীলবর্ণ | নীলাভ |
৬০৮ | ক্ষুদ্র প্রস্তরখণ্ড | নুড়ি |
৬০৯ | ন্যায় শাস্ত্র জানেন যিনি | নৈয়ায়িক |
৬১০ | একদিকে টেনে কথা বলে যে | পক্ষপাতী |
৬১১ | যে নারীর পঞ্চ স্বামী | পঞ্চভর্তকা |
৬১২ | আপনাকে পণ্ডিত মনে করে যে | পণ্ডিতম্মন্য |
৬১৩ | আপনাকে যে পণ্ডিত মনে করে | পণ্ডিতম্মন্য |
৬১৪ | পা দিয়ে যে চলে না | পন্নগ (সর্প) |
৬১৫ | যে নারী (বা গাভী) দুগ্ধবতী | পয়স্বিনী |
৬১৬ | অন্য গাছের ওপর জন্মে যে গাছ | পরগাছা |
৬১৭ | যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে | পরগাছা |
৬১৮ | শত্রুকে জয় করেন যিনি | পরঞ্জয় বা শত্রুজিৎ |
৬১৯ | পরকে (কোকিল শাবক) পালন করে যে | পরভৃৎ (কাক) |
৬২০ | পরের (কাকের) দ্বারা প্রতিপালিত যে | পরভৃত (কোকিল) |
৬২১ | যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা | পরভৃতা বা পরভৃতিকা |
৬২২ | রাত্রির শেষভাগ | পররাত্র |
৬২৩ | একের সঙ্গে অন্যের | পরস্পর |
৬২৪ | বড় ভাই থাকতে ছােট ভাইয়ের বিয়ে | পরিবেদন |
৬২৫ | ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন | পরিব্রাজন |
৬২৬ | ঘর্ষণ বা পেষণজাত গন্ধ | পরিমল |
৬২৭ | অক্ষির অগোচরে | পরোক্ষ |
৬২৮ | গর্জনকারী ও জলবর্ষণ মেঘ | পর্জন্য |
৬২৯ | মশত বর্ণ পদ | পৰীক |
৬৩০ | চোখের নিমেষ কাল | পল |
৬৩১ | ক্ষুদ্র গ্রাম | পল্লিগ্রাম |
৬৩২ | ঈষৎ পাগলামি যার | পাগলাটে |
৬৩৩ | খেয়া পার করে যে | পাটনী |
৬৩৪ | অতিশয় হিসাবি | পাটোয়ারি |
৬৩৫ | হাতের কজি থেকে আঙুলের ডগা পর্যন্ত | পাণি |
৬৩৬ | ক্ষুদ্র কূপ | পাতকুয়া |
৬৩৭ | ক্ষুদ্র কূপ | পাতকুয়া |
৬৩৮ | ক্ষুদ্র লেবু | পাতিলেবু |
৬৩৯ | ক্ষুদ্র হাঁস | পাতিহাঁস |
৬৪০ | পা ধােয়ার জল | পাদ্য |
৬৪১ | খেয়া পারের পয়সা | পারানি |
৬৪২ | উভয় তীর আছে যার | পারাবার |
৬৪৩ | অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান | পিজরাপোল |
৬৪৪ | ক্ষুদ্র বা নিচু কাঠের আসন | পিড়ি |
৬৪৫ | পান করার ইচ্ছা | পিপাসা |
৬৪৬ | পদ্মের ন্যায় অক্ষি বা চোখ | পুণ্ডরীকাক্ষ |
৬৪৭ | পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন | পুণ্যাহ |
৬৪৮ | অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে দেবতার পূজার্চনা | পুরশ্চরণ |
৬৪৯ | গ্রন্থের শেষে গ্রন্থকারের নাম উল্লেখ | পুষ্পিকা |
৬৫০ | রাত্রির প্রথম ভাগ | পূর্বরাত্র |
৬৫১ | দিনের পূর্ব ভাগ | পূর্বাহ |
৬৫২ | যা পান করার যােগ্য | পেয় |
৬৫৩ | পূর্ব ও পরের অবস্থা | পৌর্বাপর্যয় |
৬৫৪ | পৌষ মাসে উৎপন্ন ফসল | পৌষালি |
৬৫৫ | হাতের কনুই থেকে কজি পর্যন্ত অংশ | প্রকোষ্ঠ |
৬৫৬ | প্রতিকার করার ইচ্ছা | প্রতিচিকীর্ষা |
৬৫৭ | প্রতিবিধান করার ইচ্ছা | প্রতিবিধিৎসা |
৬৫৮ | অক্ষির সমক্ষে/অভিমুখে বর্তমান | প্রত্যক্ষ |
৬৫৯ | অক্ষির সমক্ষে বর্তমান | প্রত্যক্ষ |
৬৬০ | মান্যব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছুদূর এগিয়ে যাওয়া | প্রত্যুৎগমন |
৬৬১ | উপস্থিত বুদ্ধি আছে যার | প্রত্যুৎপন্নমতি |
৬৬২ | সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা | প্রত্যুদৃগমন |
৬৬৩ | অগ্রসর হয়ে অভ্যর্থনা | প্রত্যুদ্গমন |
৬৬৪ | বিদেশে থাকে যে | প্রবাসী |
৬৬৫ | ধর্মীয় কাজ করার জন্য তীর্থভ্রমণ | প্রব্রজ্যা |
৬৬৬ | প্রায় প্রভাত হয়েছে এমন | প্রভাতকল্পা |
৬৬৭ | চার অভ্রান্ত জ্ঞান | প্রমা |
৬৬৮ | চার অভ্রান্ত জ্ঞান | প্রমা |
৬৬৯ | প্রশংসার যােগ্য | প্রশংসাৰ্য |
৬৭০ | ঐতিহাসিককালেরও আগের | প্রাগৈতিহাসিক |
৬৭১ | জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান | প্রান্তর |
৬৭২ | অনশনে মৃত্যু | প্রায় |
৬৭৩ | যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে | প্রােষিতপত্নীক বা প্রােষিতভার্য |
৬৭৪ | যে নারীর স্বামী (ভর্তা) বিদেশে থাকে | প্রােষিতভর্তৃকা |
৬৭৫ | যে নারী প্রিয় বাক্য বলে | প্রিয়ংবদা |
৬৭৬ | প্রিয় কাজ করার ইচ্ছা | প্রিয়চিকীর্ষা |
৬৭৭ | খুশি করতে ইচ্ছুক | প্রিয়চিকীর্ষু |
৬৭৮ | লাফিয়ে চলে যে | প্লবগ (ব্যাঙ/বানর) |
৬৭৯ | ক্ষুদ্র বিন্দু | ফুটকি |
৬৮০ | ফুল হতে জাত | ফুলেল |
৬৮১ | ক্ষুদ্র ফোঁড়া | ফুসকুড়ি |
৬৮২ | ফেলে দেবার যােগ্য | ফেনায়ক |
৬৮৩ | অধর-প্রান্তের হাসি | বক্রোষ্ঠিকামর |
৬৮৪ | যা বলা হচ্ছে | বক্ষ্যমাণ |
৬৮৫ | ঈষৎ বক্র | বঙ্কিম |
৬৮৬ | অতিশয় ঘটা বা জাকজমক | বড়ম্বর |
৬৮৭ | যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না | বনস্পতি |
৬৮৮ | কোথাও উঁচু কোথাও নিচু | বন্ধুর |
৬৮৯ | যা কোথাও উঁচু কোথাও নিচু | বন্ধুর |
৬৯০ | যে নারীর সন্তান হয় না | বন্ধ্যা |
৬৯১ | যার বরাহের (শূকর) মতাে খুর | বরাখুরে |
৬৯২ | আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা | বরাভয় |
৬৯৩ | আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা | বরাভয় |
৬৯৪ | আপনার বর্ণ বা রং লুকায় যে | বর্ণচোরা |
৬৯৫ | যার প্রকৃত বর্ণ ধরা যায় না | বর্ণচোরা |
৬৯৬ | ক্রমশ বর্ধিত হচ্ছে যা | বর্ধিষ্ণু |
৬৯৭ | যা ক্রমশ বর্ধিত হচ্ছে | বর্ধিষ্ণু |
৬৯৮ | ছাদের উপরিস্থিত ঘর | বলভি, চিলেকোঠা |
৬৯৯ | ক্ষুদ্র জাতীয় বক | বলাক |
৭০০ | ক্ষুদ্র জাতীয় বক | বলাক |
৭০১ | উড়ন্ত পাখির ঝাঁক | বলাকা |
৭০২ | অনেক দেখেছে যে | বহুদর্শী |
৭০৩ | ঘটা করে আরম্ভ | বহ্বারম্ভ |
৭০৪ | যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে | বা অধিবিন্না |
৭০৫ | ঈশ্বরের জন্য ব্যাকুল সাধক গায়ক | বাউল |
৭০৬ | ক্ষুদ্র বাগান | বাগিচা |
৭০৭ | যিনি বক্তৃতা দানে পটু | বাগ্মী |
৭০৮ | একের কথা অপরকে বলে বেড়ায় যে | বাবদূক |
৭০৯ | যে গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালােবাসে | বারমুখাে |
৭১০ | গৃহের বাইরে রাত্রিযাপন করতে ভালবাসে যে | বারমুখো |
৭১১ | যে নারী বার (সমূহ) গামিনী | বারাঙ্গনা |
৭১২ | যে নারী শিশুসন্তানসহ বিধবা | বালপুত্রিকা |
৭১৩ | একের পরিবর্তে আরেক | বিকল্প |
৭১৪ | যা বিক্রয় করার যােগ্য | বিক্রেয় |
৭১৫ | বিশেষ খ্যাতি আছে যার | বিখ্যাত |
৭১৬ | বিজয় লাভের ইচ্ছা | বিজিগীষা |
৭১৭ | যে নারী আনন্দ দান করে | বিনােদিনী |
৭১৮ | আনন্দ দান করে যে নারী | বিনোদিনী |
৭১৯ | ক্ষুদ্র চিহ্ন | বিন্দু |
৭২০ | ক্ষুদ্র চিহ্ন | বিন্দু |
৭২১ | প্রবেশ করার ইচ্ছা | বিবক্ষা |
৭২২ | বাস করার ইচ্ছা | বিবৎসা |
৭২৩ | যা শল্য-ব্যথা দূরীকৃত করে | বিশল্যকরণী |
৭২৪ | বিশ্বজনের হিতকর | বিশ্বজনীন |
৭২৫ | যে নারীর সহবাসে মৃত্যু হয় | বিষকন্যকা |
৭২৬ | ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল | বিসর্পী |
৭২৭ | ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল | বিসর্পী |
৭২৮ | আকাশে গমন করে যে | বিহগ, বিহঙ্গ |
৭২৯ | বিহায়সে (আকাশ) বিচরণ করে যে | বিহগ/বিহঙ্গ |
৭৩০ | কামনা দূর হয়েছে যার | বীতকাম |
৭৩১ | কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে | বীতশ্রদ্ধ |
৭৩২ | যে নারী বীর সন্তান প্রসব করে | বীরপ্রসূ |
৭৩৩ | পুরুষের কর্ণভূষণ | বীরবৌলি |
৭৩৪ | যে নারীর স্বামী ও পুত্র জীবিত | বীরা বা পুরন্ধ্রী |
৭৩৫ | যে নারী বীর | বীরাঙ্গনা |
৭৩৬ | কুকুরের ডাক | বুক্কন |
৭৩৭ | কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বা প্রবচনাদি প্রয়োগ | বুনি |
৭৩৮ | ভােজন করার ইচ্ছা | বুভুক্ষা |
৭৩৯ | হাতির ডাক | বৃংহণ বা বৃংহিত |
৭৪০ | টাইমের বাইরে | বেটাইম |
৭৪১ | ঠিক নয় যা | বেঠিক |
৭৪২ | তাল ঠিক নেই যার | বেতাল |
৭৪৩ | কিছুতে পরোয়া নেই যার | বেপরোয়া |
৭৪৪ | আদব কায়দা জানেনা যে | বেয়াদব |
৭৪৫ | খরচের হিসাব নেই যার | বেহিসাবি, অমিতব্যয়ী |
৭৪৬ | ডিঙ্গি বাইবার দাঁড় | বৈঠা |
৭৪৭ | যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় | ব্যয়বহুল |
৭৪৮ | সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল | ব্রাহ্মমুহূর্ত |
৭৪৯ | ক্ষুদ্র মৃৎপাত্র | ভঁড় |
৭৫০ | ক্ষুদ্র মৃৎপাত্র | ভাঁড় |
৭৫১ | যেখানে মৃতজন্তু ফেলা হয় | ভাগাড় / উপশল্য |
৭৫২ | ভুজের সাহায্যে (এঁকে বেঁকে) চলে যে | ভুজগ/ভুজঙ্গ(স) |
৭৫৩ | যা পূর্বে ছিল এখন নেই | ভূতপূর্ব |
৭৫৪ | ডালের আগা | মগডাল |
৭৫৫ | হাতের কজি | মণিবন্ধ |
৭৫৬ | চাঁদোয়া ঢাকা স্থান | মণ্ডপ |
৭৫৭ | হাতের তৃতীয় আঙুল | মধ্যমা |
৭৫৮ | দিনের মধ্য ভাগ | মধ্যাহ্ন |
৭৫৯ | গম্ভীর ধ্বনি | মন্দ্র |
৭৬০ | গম্ভীর ধ্বনি | মন্দ্র |
৭৬১ | যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মে | মরণােত্তরজাতক |
৭৬২ | শুকনাে পাতার শব্দ | মর্মর |
৭৬৩ | যা মর্ম স্পর্শ করে | মর্মস্পর্শী |
৭৬৪ | টাকা ধার দেওয়ার কাজ | মহাজনী |
৭৬৫ | অতি উচ্চ ধ্বনি | মহানাদ |
৭৬৬ | রাত্রির মধ্যভাগ | মহানিশা |
৭৬৭ | অতি উজ্জ্বল ও ফর্সা নারী | মহাশ্বেতা |
৭৬৮ | বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা | মাধুকরী/মধুকরী |
৭৬৯ | আয় অনুসারে ব্যয় করে যে | মিতব্যয়ী |
৭৭০ | অধিক ব্যয় করেন না যিনি | মিতব্যয়ী |
৭৭১ | অল্প কথা বলে যে | মিতভাষী |
৭৭২ | ঝিনুকের গর্ভজাত রত্ন | মুক্তা |
৭৭৩ | মুক্তি পেতে ইচ্ছা | মুমুক্ষা |
৭৭৪ | মৃতের মতাে অবস্থা যার | মুমূর্ষ |
৭৭৫ | পদ্মের উঁটা বা নাল | মৃণাল |
৭৭৬ | পদ্মের ঝাড় বা মৃণালসমূহ | মৃণালিনী |
৭৭৭ | যে নারীর সন্তান বাঁচে না | মৃতবৎসা |
৭৭৮ | মৃত্তিকার দ্বারা নির্মিত | মৃন্ময় |
৭৭৯ | নারীর কোমরবেষ্টনিভূষণ | মেখলা |
৭৮০ | ইষ্টকে অতিক্রম না করে | যথেষ্ট |
৭৮১ | যে রূপ ইচ্ছা | যদৃচ্ছা |
৭৮২ | ঋত্বিকের বৃত্তি | যাজন |
৭৮৩ | একই সময়ে | যুগপৎ |
৭৮৪ | এক যুগের পর আরেক যুগ | যুগান্তর |
৭৮৫ | যুদ্ধে স্থির থাকেন যিনি | যুধিষ্ঠির |
৭৮৬ | পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব | রজত জয়ন্তী |
৭৮৭ | কনুই থেকে মুষ্টিবদ্ধ পর্যন্ত পরিমাণ | রত্নি |
৭৮৮ | ক্ষুদ্র রথ | রথার্ভক |
৭৮৯ | যে রব শুনে এসেছে | রবাহুত |
৭৯০ | নারীর কটিভূষণ | রশনা |
৭৯১ | কপালে আঁকা তিলক | রসকলি |
৭৯২ | কৃষ্ণপক্ষের প্রতিপদ যুক্ত চাঁদ | রাকা |
৭৯৩ | গরু চরায় যে | রাখাল |
৭৯৪ | ক্ষুদ্র রাজা | রাজড়া |
৭৯৫ | যে নারী সুন্দরী | রামা |
৭৯৬ | গাধার ডাক | রাসভ |
৭৯৭ | রাহ বা রাস্তায় ডাকাতি | রাহাজানি |
৭৯৮ | যে ক্রমাগত রােদন করছে | রােরুদ্যমান |
৭৯৯ | উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন | রিকথ |
৮০০ | রমণের ইচ্ছা | রিরংসা |
৮০১ | রেশম দিয়ে নির্মিত | রেশমি |
৮০২ | ঈষৎ রুগ্ন | রোগাটে |
৮০৩ | আকাশ ও পৃথিবীর অন্তরাল | রোদসী |
৮০৪ | ক্ষুদ্র লতা | লতিকারুকার |
৮০৫ | প্রাণ ওষ্ঠাগত হবার মতাে অবস্থা | লবেজান |
৮০৬ | জাহাজের খালাসী/td> | লস্কর, লশকর |
৮০৭ | নারীর লীলাময়ী নৃত্য | লাস্য |
৮০৮ | লাভ করার ইচ্ছা | লিপ্সা |
৮০৯ | চেটে খেতে হয় যা | লেহ্য |
৮১০ | যা চেটে খাবার যােগ্য | লেহ্য |
৮১১ | মােরগের ডাক | শকুনিবাদ |
৮১২ | একশত জনকে বধ করতে পারে যে অস্ত্র | শতঘ্নী |
৮১৩ | শত্রুকে হত্যা করেন যিনি | শত্রুঘ্ন |
৮১৪ | কচি ঘাসে ঢাকা বা তৃণাবৃত ভূমি | শাদ্বল |
৮১৫ | তৃণাচ্ছাদিত ভূমি | শাল |
৮১৬ | অলঙ্কারের শব্দ বা ধ্বনি | শিঞ্জন |
৮১৭ | অলঙ্কারের ধ্বনি | শিঞ্জন |
৮১৮ | কাচের তৈরি বাড়ি | শিশমহল |
৮১৯ | কাচের তৈরি বাড়ি | শিশমহল |
৮২০ | ঠাণ্ডায় পীড়িত | শীতার্ত |
৮২১ | ঠাণ্ডা ও গরম | শীতোষ্ণ |
৮২২ | যে নারীর হাসি কুটিলতাবর্জিত | শুচিস্মিতা |
৮২৩ | সেবা করার ইচ্ছা | শুশ্রুষা |
৮২৪ | যে নারীর নখ শূৰ্পের (কুলা) মত | শূর্পণখা |
৮২৫ | যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ | শ্বাপদসংকুল |
৮২৬ | একবার শুনলেই যার মনে থাকে | শ্রুতিধর |
৮২৭ | যে শুনেই মনে রাখতে পারে | শ্রুতিধর |
৮২৮ | ছয় আনন যার | ষড়ানন |
৮২৯ | ছয় মাস পর পর ঘটে | ষাণ্মাসিক |
৮৩০ | মাসের শেষ দিন | সংক্রান্তি |
৮৩১ | একান্ত গুপ্ত | সংগুপ্ত |
৮৩২ | যে মেঘে প্রচুর বৃষ্টি হয় | সংবর্ত |
৮৩৩ | আমৃত্যু যুদ্ধ করে যে | সংশপ্তক |
৮৩৪ | কাজ করার শক্তি আছে যার | সক্ষম |
৮৩৫ | এক গোত্র যার | সগোত্র |
৮৩৬ | জ্ঞানের সঙ্গে বিদ্যমান | সজ্ঞান |
৮৩৭ | একই গুরুর শিষ্য | সতীর্থ |
৮৩৮ | ত্বরার সঙ্গে | সত্বর |
৮৩৯ | চতুর্দশপদী কবিতা | সনেট |
৮৪০ | (যে পুরুষ) পত্নী সহ বর্তমান | সপত্নীক |
৮৪১ | উভয় হাত সমান চলে যার | সব্যসাচী |
৮৪২ | চালচলনের উৎকর্ষ | সভ্যতা |
৮৪৩ | একই কালে বর্তমান | সমকালীন |
৮৪৪ | অক্ষির সমীপে বা সম্মুখে | সমক্ষ |
৮৪৫ | একই সময়ে বর্তমান | সমসাময়িক |
৮৪৬ | একসঙ্গে শব্দ করা বা কথা বলা | সমস্বরে |
৮৪৭ | একত্রে অবস্থান | সমাবেশ |
৮৪৮ | পুরুষের কটিবন্ধ | সরাসন |
৮৪৯ | সরােবরে জন্যে যা | সরােজ |
৮৫০ | গোবরে জন্মে যা | সরোজ |
৮৫১ | সব কিছু সহ্য করেন যিনি | সর্বংসহা |
৮৫২ | যে সর্বত্র গমন করে | সর্বগ |
৮৫৩ | সকলের জন্য হিতকর বা মঙ্গলজনক | সর্বজনীন |
৮৫৪ | যার সর্বস্ব হারিয়ে গেছে | সর্বহারা, হৃতসর্বস্ব |
৮৫৫ | একই সঙ্গে বসবাস | সহবাস |
৮৫৬ | স্বামীর চিতায় পুড়ে মরা | সহমরণ |
৮৫৭ | একই মাতার উদরে জাত যে | সহােদর |
৮৫৮ | একই মাতার উদরে জাত বা একই মায়ের সন্তান | সহোদর |
৮৫৯ | যে নারী সাগরে বিচরণ করে | সাগরিকা |
৮৬০ | অশ্বের চালক | সাদী |
৮৬১ | আমার তুল্য | সাদৃশ |
৮৬২ | আনন্দের সঙ্গে বর্তমান | সানন্দ |
৮৬৩ | তরল অথচ গাঢ় | সান্দ্র |
৮৬৪ | সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত | সাবন |
৮৬৫ | অল্প সময়ের জন্য | সাময়িক |
৮৬৬ | দিনের সায় (অবসান) ভাগ | সায়াহ্ন |
৮৬৭ | ক্ষুদ্র নদী | সারণি |
৮৬৮ | একশত পঞ্চাশ বছর | সার্ধশতবর্ষ |
৮৬৯ | সৃষ্টি করার ইচ্ছা | সিসৃক্ষা |
৮৭০ | অতিশয় উচ্চ | সুউচ্চ, অত্যুচ্চ |
৮৭১ | যে পুরুষের চেহারা দেখতে সুন্দর | সুদর্শন |
৮৭২ | ঘুমিয়ে আছে যা | সুপ্ত |
৮৭৩ | পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব | সুবর্ণ জয়ন্তী |
৮৭৪ | অতিশয় রমণীয় | সুরম্য |
৮৭৫ | ঈষৎ হাস্যযুক্তা | সুস্মিতা |
৮৭৬ | অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত (কুমারীদের) | সেঁজুতি |
৮৭৭ | রাত্রিকালীন যুদ্ধ | সৌপ্তিক |
৮৭৮ | গ্রন্থাদির অধ্যায় | স্কন্দ |
৮৭৯ | সৈনিকদলের বিশ্রাম শিবির | স্কন্দাবার |
৮৮০ | স্তন্য পান করে যে | স্তন্যপায়ী |
৮৮১ | তৃণাদির আঁটি বা গোছা | স্তম্ব |
৮৮২ | (যে পুরুষ) স্ত্রীর বশীভূত | স্ত্রৈণ |
৮৮৩ | আগুনের ফুলকি | স্ফুলিঙ্গ |
৮৮৪ | যে নারী স্বয়ং পতি বরণ করে | স্বয়ংবরা |
৮৮৫ | স্বাদ গ্রহণ করা হয়েছে এমন | স্বাদিত |
৮৮৬ | যা নিজের দ্বারা অর্জিত | স্বােপার্জিত |
৮৮৭ | ইচ্ছামত কাজ বা আচরণ করে যে | স্বেচ্ছাচারী |
৮৮৮ | স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে | স্বৈরাচারী |
৮৮৯ | স্মরণের যােগ্য | স্মরণাই |
৮৯০ | ঈষৎ হাস্য | স্মিত |
৮৯১ | হরেক রকম বলে যে | হরবােলা |
৮৯২ | হাতির পিঠে আরােহী বসার স্থান | হাওদা |
৮৯৩ | ঘরের অভাব | হা-ঘর |
৮৯৪ | যে রােগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত | হাতুড়ে |
৮৯৫ | গরুর ডাক | হাম্বা |
৮৯৬ | আভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন ও বিভ্রান্তিকর | হিংটিংছট |
৮৯৭ | হিত ইচ্ছা করে যে | হিতৈষী |
৮৯৮ | ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব | হীরক জয়ন্তী |
৮৯৯ | বীরের গর্জন | হুঙ্কার |
৯০০ | হেমন্তকালে উৎপন্ন ফসল | হৈমন্তিক |
৯০১ | পেঁচা বা উলুকের ডাক | হ্যাকার |
৯০২ | চারদিকে স্থল যার | হ্রদ |
৯০৩ | অশ্বের ডাক | হ্রেষা |