বিভিন্ন রোগের ইংরেজি প্রতিশব্দ – English synonyms for various diseases: রোগ/ব্যাধি/অসুস্থতা হল কোন জীবের দেহের (বা মনের) কোনো অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি। রোগের বীপরীত বা সুস্বাস্থ্য মানে শুধু নির্দিষ্ট কোন রোগের অভাবই নয়, বরং নীরোগ অটুট ভাল স্বাস্থ্যের সঙ্গে উৎকৃষ্ট জীবনযাপনের অন্য সব উপাদান (যেমন আনন্দময় কর্মসংস্থান, মনঃসংযোগ ইত্যাদি যেগুলিকে কোয়ালিটি অফ লাইফ বা জীবন উৎকর্ষের মাত্রা দ্বারা পরিমাপের চেষ্টা হয়েছে) নিয়েই সুস্বাস্থ্য।
যে ব্যক্তি বা জীব রোগ দ্বারা আক্রান্ত হয়েছে সে হল রোগী বা অসুস্থ। চিকিৎসা শাস্ত্রে নানা রোগের, বাহ্যিক উপসর্গ বা সিম্প্টম এবং রোগ নির্ধারণের লক্ষণ বা সাইন ইত্যাদি দ্বারা রোগ নির্ণয় বা ডায়াগনোসিস, রোগের উৎপত্তির কারণ বা ইটিওলজি, রোগের দ্বারা সংঘটিত দেহবিকার বা প্যাথলজি, রোগনিরাময় বা ট্রিটমেন্ট, ও সুস্থ মানুষের রোগ হওয়া থেকে পরিত্রাণের উপায় বা প্রোফাইল্যাক্সিস,রোগপ্রতিরোধ ইত্যাদি চর্চা হয়ে থাকে।
যখন কোন বিশেষ রোগের উপসর্গ কেবল মৃদু, পুরোমাত্রায় হয়নি বা সব উপসর্গের প্রকোপ পূর্ণাঙ্গমাত্রায় প্রকাশিত হয়নি তখন এই অবস্থাকে বলে সাবক্লিনিকাল রোগ বা ডিজিজ। কোন রোগের কারণ হতে পারে শরীরের বাইরে থেকে আসা সংক্রামক কীটাণু/বীজাণু/জীবাণু অথবা শরীরের ভিতরের কোন কিছুর অভাব (যেমনঃ ভিটামিনের অভাব, ইমিউনিটির অভাব বা ইমিউনোডেফিসিয়েন্সি ) অথবা অসংগতি(যেমনঃ অতিপ্রতিক্রিয়া (অ্যালার্জি) বা অস্বাভাবিকতা যেমন অটোইমিউন রোগ (যাতে আমাদের নিজেদের ইমিউনিটি বা অনাক্রম্যতা আমাদেরই শরীরের কোন অংশকে আক্রমণ করে) ইত্যাদি।
বিভিন্ন রোগের ইংরেজি প্রতিশব্দ – English synonyms for various diseases
নং | রোগের ইংরেজি নাম | রোগের ইংরেজি উচ্চারণ | রোগ |
---|---|---|---|
1 | Asthma | অ্যাজমা | হাঁপানি |
2 | Black Fever | ব্ল্যাক ফিভার | কালাজ্বর. |
3 | Bandage | ব্যান্ডেজ | পট্টি |
4 | Boil | বয়েল | ফোঁড়া |
5 | Cancer | ক্যান্সার | কাউট রোগ |
6 | Cold | কোল্ড | সর্দি |
7 | Cough | কফ | কাঁশি |
8 | Constipation | কনস্টিপেশন | কোষ্ঠকাঠিন্য |
9 | Cramp | ক্র্যাম্প | খিলধরা |
10 | Convulsion | কোনভালসন | খিঁচুনি |
11 | Diabetes | ডায়াবেটিস | বহুমূত্র |
12 | Dysentery | ডিসেন্ট্রি | আমাশয় |
13 | Fever | ফিভার | জ্বর |
14 | Gripe | গ্রাইফ | পেট ব্যথা |
15 | Goitre | গয়টার | গলগন্ড |
16 | Headache | হেডঅ্যাক | মাথা ব্যথা |
17 | Jaundice | জন্ডিস | পান্ডুরোগ |
18 | Leprosy | লেপ্রসি | কুষ্ঠ |
19 | Malaria | ম্যালেরিয়া | ম্যালেরিয়া |
20 | Medicine | মেডিসিন | ঔষধ |
21 | Pain | পেইন | ব্যথা |
22 | Patient | পেশেন্ট | রোগী |
23 | Piles | পাইলস | অর্শ |
24 | Pill | পিল | বড়ি |
25 | Small Pox | স্মল পক্স | গুটি বসন্ত |
26 | Tetanus | টিট্যানাস | ধনুষ্টংকার |
27 | Toothache | টুথঅ্যাক | দাঁত ব্যথা |
28 | Treatment | ট্রিটমেন্ট | চিকিৎসা |
29 | Tumour | টিউমার | টিউমার |
30 | Typhoid | টাইফয়েড | টাইফয়েড |
31 | Ulcer | আলসার | ক্ষত |
32 | Worm | ওয়ার্ম | কৃমি |