বিভিন্ন রোগের ইংরেজি প্রতিশব্দ – English synonyms for various diseases

Rate this post

বিভিন্ন রোগের ইংরেজি প্রতিশব্দ – English synonyms for various diseases: রোগ/ব্যাধি/অসুস্থতা হল কোন জীবের দেহের (বা মনের) কোনো অস্বাভাবিকতা, অক্ষমতা বা স্বাস্থ্যহানি। রোগের বীপরীত বা সুস্বাস্থ্য মানে শুধু নির্দিষ্ট কোন রোগের অভাবই নয়, বরং নীরোগ অটুট ভাল স্বাস্থ্যের সঙ্গে উৎকৃষ্ট জীবনযাপনের অন্য সব উপাদান (যেমন আনন্দময় কর্মসংস্থান, মনঃসংযোগ ইত্যাদি যেগুলিকে কোয়ালিটি অফ লাইফ বা জীবন উৎকর্ষের মাত্রা দ্বারা পরিমাপের চেষ্টা হয়েছে) নিয়েই সুস্বাস্থ্য।

যে ব্যক্তি বা জীব রোগ দ্বারা আক্রান্ত হয়েছে সে হল রোগী বা অসুস্থ। চিকিৎসা শাস্ত্রে নানা রোগের, বাহ্যিক উপসর্গ বা সিম্প্টম এবং রোগ নির্ধারণের লক্ষণ বা সাইন ইত্যাদি দ্বারা রোগ নির্ণয় বা ডায়াগনোসিস, রোগের উৎপত্তির কারণ বা ইটিওলজি, রোগের দ্বারা সংঘটিত দেহবিকার বা প্যাথলজি, রোগনিরাময় বা ট্রিটমেন্ট, ও সুস্থ মানুষের রোগ হওয়া থেকে পরিত্রাণের উপায় বা প্রোফাইল্যাক্সিস,রোগপ্রতিরোধ ইত্যাদি চর্চা হয়ে থাকে।

যখন কোন বিশেষ রোগের উপসর্গ কেবল মৃদু, পুরোমাত্রায় হয়নি বা সব উপসর্গের প্রকোপ পূর্ণাঙ্গমাত্রায় প্রকাশিত হয়নি তখন এই অবস্থাকে বলে সাবক্লিনিকাল রোগ বা ডিজিজ। কোন রোগের কারণ হতে পারে শরীরের বাইরে থেকে আসা সংক্রামক কীটাণু/বীজাণু/জীবাণু অথবা শরীরের ভিতরের কোন কিছুর অভাব (যেমনঃ ভিটামিনের অভাব, ইমিউনিটির অভাব বা ইমিউনোডেফিসিয়েন্সি ) অথবা অসংগতি(যেমনঃ অতিপ্রতিক্রিয়া (অ্যালার্জি) বা অস্বাভাবিকতা যেমন অটোইমিউন রোগ (যাতে আমাদের নিজেদের ইমিউনিটি বা অনাক্রম্যতা আমাদেরই শরীরের কোন অংশকে আক্রমণ করে) ইত্যাদি।

বিভিন্ন রোগের ইংরেজি প্রতিশব্দ – English synonyms for various diseases

নংরোগের ইংরেজি নামরোগের ইংরেজি উচ্চারণরোগ
1Asthmaঅ্যাজমাহাঁপানি
2Black Feverব্ল্যাক ফিভারকালাজ্বর.
3Bandageব্যান্ডেজপট্টি
4Boilবয়েলফোঁড়া
5Cancerক্যান্সারকাউট রোগ
6Coldকোল্ডসর্দি
7Coughকফকাঁশি
8Constipationকনস্টিপেশনকোষ্ঠকাঠিন্য
9Crampক্র্যাম্পখিলধরা
10Convulsionকোনভালসনখিঁচুনি
11Diabetesডায়াবেটিসবহুমূত্র
12Dysenteryডিসেন্ট্রিআমাশয়
13Feverফিভারজ্বর
14Gripeগ্রাইফপেট ব্যথা
15Goitreগয়টারগলগন্ড
16Headacheহেডঅ্যাকমাথা ব্যথা
17Jaundiceজন্ডিসপান্ডুরোগ
18Leprosyলেপ্রসিকুষ্ঠ
19Malariaম্যালেরিয়াম্যালেরিয়া
20Medicineমেডিসিনঔষধ
21Painপেইনব্যথা
22Patientপেশেন্টরোগী
23Pilesপাইলসঅর্শ
24Pillপিলবড়ি
25Small Poxস্মল পক্সগুটি বসন্ত
26Tetanusটিট্যানাসধনুষ্টংকার
27Toothacheটুথঅ্যাকদাঁত ব্যথা
28Treatmentট্রিটমেন্টচিকিৎসা
29Tumourটিউমারটিউমার
30Typhoidটাইফয়েডটাইফয়েড
31Ulcerআলসারক্ষত
32Wormওয়ার্মকৃমি

Leave a Comment