পরিবেশ ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর:
1. নাতিশীতোষ্ণ তৃনভূমি আফ্রিকায় যে নামে পরিচিত
ক. ডাউনস
খ. ভেল্ড
গ. স্টেপ
ঘ. প্রেইরি
উত্তর – ভেল্ড
2. Biological diversity শব্দটি প্রথম ব্যবহার করেন
ক. ওয়াটসন
খ. ওডাম
গ. হেকেল
ঘ. উইলসন
উত্তর – উইলসন
3. কোন প্রকারের মৃত্তিকায় জৈব পদার্থের পরিমান সব থেকে বেশি
ক. ল্যাটরাইট
খ. পার্বত্য মৃত্তিকা
গ. পডজল মৃত্তিকা
ঘ. চারনোজেম মৃত্তিকা
উত্তর – চারনোজেম মৃত্তিকা
4. বাস্তুতন্ত্রে হোমিওস্ট্যাটিস বলতে বোঝায়
ক. প্রাকৃতিক ভারসাম্য
খ. ক্রমায়ন
গ. শক্তির স্থানান্তর
ঘ. ট্রপিক লেভেল
উত্তর -প্রাকৃতিক ভারসাম্য
5. কালো রেগুর মৃত্তিকায় থাকে
ক. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
খ. লোহা ও অ্যালুমিনিয়াম যৌগ
গ. ব্রোমিয়াম লবন
ঘ. লোহা ও ম্যাঙ্গানিজ যৌগ
উত্তর – লোহা ও ম্যাঙ্গানিজ যৌগ
6. বাস্তুতন্ত্রে বিয়োজকদের বলা হয়
ক. সাপ্রোট্রপস
খ. অটোট্রপস
গ. সেরে
ঘ. বায়োটোপ
উত্তর – সাপ্রোট্রপস
7. সিমলিপাল জাতীয় উদ্যানটি অবস্থিত
ক. মধ্য প্রদেশ
খ. ওড়িশা
গ. রাজস্থান
ঘ. মেঘালয়
উত্তর – ওড়িশা
8. যে মৃত্তিকা টি শীতল জলবায়ু অঞ্চলে দেখা যায়
ক. টেরারোসা
খ. পডজল
গ. চারনোজেম
ঘ. রেগোসল
9. যে পরিবর্তনশীল এলাকায় বাস্তুতন্ত্রে দুই ধরণের বাস্তুতন্ত্র এসে মিলিত হয়, তাকে বলে
ক. বায়োটোপ
খ. বায়োটাইট
গ. ইকোটোন
ঘ. ইকোটোপ
উত্তর – ইকোটোন
10. নিম্নলিখিত কোণ বর্গের মৃত্তিকায় কর্দমকনার পরিমান সব থেকে বেশি
ক. এন্টিসল
খ. ভার্টিসল
গ. স্পেডোসল
ঘ. ইনসেপ্টিসল
উত্তর – ভার্টিসল
11. সমগ্র পৃথিবীতে Biodiversity Hotspot এর সংখ্যা
ক. ২০ টি
খ. ৩৪ টি
গ. ৩০ টি
ঘ. ৩৫ টি
উত্তর – ৩৫ টি
12. যাদব পায়েং নিম্নলিখিত কোন ধরণের পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত
ক. জলাভূমি সংরক্ষন
খ. মৃত্তিকা সংরক্ষন
গ. হিমবাহ সংরক্ষন
ঘ. অরণ্য সংরক্ষন
উত্তর – অরণ্য সংরক্ষন
13. রাষ্ট্রপুঞ্জ কত সালকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ হিসাবে ঘোষিত করে
ক. ২০০৯
খ. ২০১০
গ. ২০১১
ঘ. ২০১২
উত্তর – ২০১০
14. নিরক্ষীয় অঞ্চলের গুরুত্বপূর্ন মৃত্তিকা হল
ক. ল্যাটেরাইট মৃত্তিকা
খ. পলল মৃত্তিকা
গ. লোহিত মৃত্তিকা
ঘ. পডজল মৃত্তিকা
উত্তর – ল্যাটেরাইট মৃত্তিকা
15. UNESO দ্বারা MAB প্রতিষ্ঠিত হয়
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৮১ সালে
উত্তর – ১৯৭১ সালে
16. রেড ডেটা বুকে কত ধরণের ক্যাটেগরির কথা বলা হয়েহে
ক. ৭ ধরনের
খ. ৮ ধরণের
গ. ৯ ধরণের
ঘ. ১০ ধরণের
উত্তর – ৯ ধরণের
17. কর্দম মৃত্তিকার কাদা কনার ব্যাস হয়
ক. ১ মিমি
খ. ২ মিমি
গ. ১-৩ মিমি
ঘ. ০.১৫ – ২ মিমি
উত্তর – ২ মিমি
18. ভারতবর্ষে জীববৈচিত্র্য আইন পাশ হয়
ক. ২০০০ সালে
খ. ২০০৫ সালে
গ. ২০০২ সালে
ঘ. ২০০৩ সালে
উত্তর – ২০০২ সালে
19. ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় যে রাজ্যে
ক. মেঘালয়
খ. আসাম
গ. কেরালা
ঘ. উপরের সবকটি
উত্তর – উপরের সবকটি
20. সমগ্র পৃথিবীতে মেগাডাইভারসিটির দেশের সংখ্যা
ক. ৯ টি
খ. ১২ টি
গ. ১৫ টি
ঘ. ১০ টি
উত্তর – ১২ টি
21. মৃত্তিকার জলধারন ক্ষমতা নির্ভর করে
ক. গ্রথনের উপর
খ. গঠনের উপর
গ. রঙ উপর
ঘ. স্তরের উপর
উত্তর – গ্রথনের উপর
22. একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত প্রজাতির সংখ্যাকে বলা হয়
ক. প্রজাতি সাম্যতা
খ. প্রজাতি প্রাচুর্যতা
গ. প্রজাতি ধ্রুবক
ঘ. প্রজাতি স্বল্পতা
উত্তর – প্রজাতি প্রাচুর্যতা
23. মৃত্তিকার বর্ন নির্ভর করে
ক. মৃত্তিকার উপাদান দ্বারা
খ. জলনির্গমন প্রনালির দ্বারা
গ. উক্ত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের উপর
ঘ. (ক) এবং (গ) দুটোই
উত্তর – (ক) এবং (গ) দুটোই
24. বায়োডাইভারসিটি টিটি কত সালে স্বাক্ষরিত হয়
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯২ সালে
গ. ২০০১ সালে
ঘ. ২০০২ সালে
উত্তর – ১৯৯২ সালে
25. পডজলিকরন পদ্ধতি যে অঞ্চলে দেখা যায়
ক. মৌসুমি জলবায়ু অঞ্চলে
খ. চ্যাপারেল জলবায়ু অঞ্চলে
গ. সরলবর্গীয় বনভূমি অঞ্চলে
ঘ. পর্নমোচী বনভূমি অঞ্চলে
উত্তর – সরলবর্গীয় বনভূমি অঞ্চলে
26. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত
ক. উত্তর প্রদেশে
খ. মধ্যপ্রদেশে
গ. রাজস্থানে
ঘ. কেরলে
উত্তর – মধ্যপ্রদেশে
27. কৃত্রিম ভাবে সৃষ্ট মৃত্তিকাকে বলা হয়
ক. পেড
খ. ক্লড
গ. পেডন
ঘ. বর্গ
উত্তর – ক্লড
28. ভারতের কোন রাজ্যে অরন্যের পরিমান সর্বাধিক
ক. অরুনাচল প্রদেশ
খ. কর্নাটক
গ. জম্বু কাশ্মীর
ঘ. মধ্য প্রদেশ
উত্তর – মধ্য প্রদেশ
29. UNEP দ্বারা নিম্নলিখিত কোন ক্ষেত্রের জন্য “Global 500” পুরষ্কার দেওয়া হয়
ক. পরিবেশ সংরক্ষন
খ. জনসংখ্যা নিয়ন্ত্রন
গ. সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্দোলন
ঘ. AIDS প্রতিরোধ কর্মসূচি
উত্তর – পরিবেশ সংরক্ষন
30. Hockey Sticks রূপী গ্রাফের দ্বারা বোঝানো হয়
ক. জনসংখ্যা বৃদ্ধি
খ. নগরায়নের পরিমান বৃদ্ধি
গ. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
ঘ. বিশ্ব তাপমাত্রার বৃদ্ধি
উত্তর – বিশ্ব তাপমাত্রার বৃদ্ধি