ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন – Environmental Movements in India

Rate this post

ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন – Environmental Movements in India: আজ ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে পরিবেশ রক্ষার্থে ভারতে সংঘটিত সমস্ত আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে। প্রাইমারি টেট ও অন্যান্য পরীক্ষায় পরিবেশ বিজ্ঞানের অংশ হিসাবে পরিবেশ আন্দোলন থেকে প্রশ্ন আসে; যেমন:- চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? মেধা পাটেকর কোন আন্দোলনের নেত্রী ছিলেন? ইত্যাদি।

ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন – Environmental Movements in India

বিষ্ণই আন্দোলন

  • সাল: ১৭৩০।
  • স্থান: খেজারলি, মারওয়ার এলাকা, রাজস্থান।
  • নেতৃত্ব: অমৃতা দেবী।
  • তথ্য: রাজার নতুন প্রাসাদ তৈরির জন্য পবিত্র গাছ কাটা বন্ধের উদ্দেশ্যেই এই আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে অংশ নেওয়া ৩৬৩ জন মানুষ মারা গিয়েছিল সৈন্যদের হাতে।

চিপকো আন্দোলন

  • সাল: ১৯৭৩।
  • স্থান: উত্তরাখন্ডের চামোলি এবং পরে তেহরি গাড়ওয়াল জেলা।
  • নেতৃত্ব: সুন্দরলাল বহুগুণা, চন্ডি প্রসাদ ভট্ট, গৌরী দেবী, সুদেষ্ণা দেবী।
  • তথ্য: ঠিকাদারদের হাত থেকে হিমালয়ের পাদদেশে গাছগুলিকে বাঁচানোই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য।

সাইলেন্ট ভ্যালি আন্দোলন

  • সাল: ১৯৭৮।
  • স্থান: পালাকর, কেরালা।
  • নেতৃত্ব: কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, কবি সুগাথা কুমারী প্রমুখ।
  • তথ্য: চিরহরিৎ সাইলেন্ট ভ্যালি অঞ্চলের গাছ কেটে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রতিবাদেই ।এই আন্দোলনের সূচনা হয়।

জঙ্গল বাঁচাও আন্দোলন

  • সাল: ১৯৮২।
  • স্থান: বিহারের সিংভুম জেলা।
  • নেতৃত্ব: স্থানীয় উপজাতিরা।
  • তথ্য: শাল গাছের জঙ্গল কাটা বন্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন।

আপ্পিকো আন্দোলন

  • সাল: ১৯৮৩।
  • স্থান: উত্তর কান্নাডা, শিমোগো জেলা, কর্নাটক।
  • নেতৃত্ব: পান্ডুরঙ্গ হেগড়ে।
  • তথ্য: প্রাকৃতিক জঙ্গল রক্ষার উদ্দেশ্যেই এই আন্দোলন সংঘটিত হয়েছিল।

নর্মদা বাঁচাও আন্দোলন

  • সাল: ১৯৮৫।
  • স্থান: গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র।
  • নেতৃত্ব: মেধা পাটেকর, বাবা আমতে, অরুন্ধতী রায়।
  • তথ্য: নর্মদা নদীতে বাঁধ তৈরির ফলে গৃহহীন পরিবার গুলির পুনর্বাসনের দাবিতেই এই আন্দোলন শুরু হয়েছিল।

তেহরি বাঁধ সংঘাত

  • সাল: ১৯৯০।
  • স্থান: উত্তরাখন্ডের তেহরি জেলার ভাগীরথী নদী।
  • নেতৃত্ব: সুন্দরলাল বহুগুনা।
  • তথ্য:তেহরি বাঁধ নির্মান বন্ধ করার জন্যই এই মুভমেন্ট।

ভারতের পরিবেশ আন্দোলন প্রশ্ন ও উত্তর

What Do the forest bear? Soil, Water And Pure Air-এটি কোন আন্দোলনের শ্লোগান?

  • চিপকো আন্দোলন
  • আপ্পিকো আন্দোলন
  • সাইলেন্ট ভ্যালি বাঁচাও আন্দোলন
  • বিশ্নোই আন্দোলন

উত্তর : চিপকো আন্দোলন


‘চিপকো’ শব্দটির অর্থ হল-

  • আটকে রাখা
  • জড়িয়ে ধরা
  • ছেড়ে দেওয়া
  • কোনটিই নয়

উত্তর : জড়িয়ে ধরা


সাইলেন্ট ভ্যালি বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল?

  • উত্তরাখণ্ডের গাড়ওয়াল জেলা
  • কর্ণাটকের সিরসি অঞ্চলে
  • পলক্কড়, কেরালা
  • মাড়োয়ার প্রদেশ, রাজস্থান

উত্তর : পলক্কড়, কেরালা


পাণ্ডুরাও হেগড়ে কোন আন্দোলনের সাথে যুক্ত?

  • চিপকো আন্দোলন
  • আপ্পিকো আন্দোলন
  • সাইলেন্ট ভ্যালি বাঁচাও আন্দোলন
  • বিশ্নোই আন্দোলন

উত্তর : আপ্পিকো আন্দোলন


অমৃতা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত?

  • চিপকো আন্দোলন
  • আপ্পিকো আন্দোলন
  • সাইলেন্ট ভ্যালি বাঁচাও আন্দোলন
  • বিশ্নোই আন্দোলন

উত্তর : বিশ্নোই আন্দোলন


বিশ্নোই আন্দোলন (অষ্টাদশ শতক) কোথায় হয়েছিল?

  • উত্তরাখণ্ডের গাড়ওয়াল জেলা
  • কর্ণাটকের সিরসি অঞ্চলে
  • পলক্কড়, কেরালা
  • মাড়োয়ার প্রদেশ, রাজস্থান

উত্তর : মাড়োয়ার প্রদেশ, রাজস্থান


মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত?

  • চিপকো আন্দোলন
  • আপ্পিকো আন্দোলন
  • নর্মদা বাঁচাও আন্দোলন
  • কোনটিই নয়

উত্তর : নর্মদা বাঁচাও আন্দোলন


নিম্নের কে চিপকো আন্দোলনের সাথে যুক্ত নয়?

  • চণ্ডীপ্রসাদ ভাট
  • সরলা বেন
  • অরুন্ধুতী রায়
  • মীরা বেন

উত্তর : অরুন্ধুতী রায়


মিট্টি বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল?

  • ঝাড়খণ্ডের সিংভূম জেলা
  • ওড়িশার বালেস্বর
  • মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদ
  • কোনটিই নয়

উত্তর : মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদ


বালিয়াপাল আন্দোলন কোথায় হয়েছিল?

  • ঝাড়খণ্ডের সিংভূম জেলা
  • ওড়িশার বালেস্বর
  • মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদ
  • কোনটিই নয়

উত্তর : ওড়িশার বালেস্বর


জঙ্গল বাঁচাও আন্দোলন (১৯৮২) কোথায় হয়েছিল?

  • ঝাড়খণ্ডের সিংভূম জেলা
  • ওড়িশার বালেস্বর
  • মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদ
  • কোনটিই নয়

উত্তর : ঝাড়খণ্ডের সিংভূম জেলা


নিম্নের কে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত নয়?

  • মেধা পাটেকর
  • বাবা আমতে
  • অরুন্ধুতী রায়
  • সুন্দরলাল বহুগুণা

উত্তর : সুন্দরলাল বহুগুণা


চিপকো আন্দোলন (১৯৭৩) কোথায় হয়েছিল?

  • উত্তরাখণ্ডের গাড়ওয়াল জেলা
  • কর্ণাটকের সিরসি অঞ্চলে
  • পলক্কড়, কেরালা
  • মাড়োয়ার প্রদেশ, রাজস্থান

উত্তর : উত্তরাখণ্ডের গাড়ওয়াল জেলা


সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সাথে যুক্ত?

  • চিপকো আন্দোলন
  • আপ্পিকো আন্দোলন
  • সাইলেন্ট ভ্যালি বাঁচাও আন্দোলন
  • বিশ্নোই আন্দোলন

উত্তর : চিপকো আন্দোলন


আপ্পিকো আন্দোলন কোথায় হয়েছিল?

  • উত্তরাখণ্ডের গাড়ওয়াল জেলা
  • কর্ণাটকের সিরসি অঞ্চলে
  • পলক্কড়, কেরালা
  • মাড়োয়ার প্রদেশ, রাজস্থান

উত্তর : কর্ণাটকের সিরসি অঞ্চলে


কবি সুগাথা কুমারী কোন আন্দোলনের সাথে যুক্ত?

  • চিপকো আন্দোলন
  • আপ্পিকো আন্দোলন
  • সাইলেন্ট ভ্যালি বাঁচাও আন্দোলন
  • বিশ্নোই আন্দোলন

উত্তর : সাইলেন্ট ভ্যালি বাঁচাও আন্দোলন

Leave a Comment