পরিবেশ শিক্ষণ বিদ্যা MCQ PDF – Environmental Science Pedagogy MCQ in Bengali: আজ আপনাদের পরিবেশ শিক্ষণ বিদ্যা MCQ PDF টি প্রদান করলাম। যেটিতে পরিবেশ শিক্ষণ বিদ্যা বা পরিবেশ বিদ্যা পেডাগগি বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলি আপনাদের প্রাইমারি টেট, সিটেট পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
পরিবেশ শিক্ষণ বিদ্যা MCQ PDF – Environmental Science Pedagogy MCQ in Bengali
১. কোন প্রাণীর চোখের রেটিনায় ক্যাপিটাম লুসিডাম থাকার কারণে মানুষ অপেক্ষা রাতে ছয়গুণ বেশি দেখতে পায়?
(a) বাঘ ✓✓
(b) হরিণ
(c) পেঁচা
(d) সিংহ
২. কৃষিকাজ ও জীবনধারণের জন্য প্রয়োজন —
(a) মিঠা জল ✓✓
(b) দূষিত মিঠা জল
(c) নোনা জল
(d) কোনোটিই নয়
৩. পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য দ্বারা আবৃত?
(a) 7% ✓✓
(b) 4%
(c) 20%
(d) 10%
৪. সমুদ্রের বধূ কোন দেশকে বলা হয়?
(a) গ্রেট ব্রিটেন ✓✓
(b) নিউজিল্যান্ড
(c) নেদারল্যান্ড
(d) স্কটল্যান্ড
৫. পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য বর্তমান —
(a) দার্জিলিং জেলায়
(b) জলপাইগুড়ি জেলায়
(c) (a) এবং (b) দু’জায়গাতেই ✓✓
(d) (a) এবং (b) কোনোটিতেই নয়
৬. মানুষের নিঃশ্বাস-বায়ুতে অক্সিজেনের পরিমাণ হল:
(a) 15.7% ✓✓
(b) 9.1%
(c) 10.9%
(d) 20.06%
৭. আমরা মাথা ঘুরিয়ে এদিকে-ওদিকে দেখতে পাই কোন সন্ধির জন্য?
(a) পিভট সন্ধি ✓✓
(b) সকেট সন্ধি
(c) স্যাডল সন্ধি
(d) হিঞ্জ সন্ধি
৮. সাব অ্যালপাইন হল একধরনের —
(a) বনাঞ্চল ✓✓
(b) ভূমিরূপ
(c) মৃত্তিকা
(d) মরু অঞ্চল
৯. নীচের কোনটি ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নয়?
(a) সার্নিয়া ✓✓
(b) নারোরা
(c) তারাপুর
(d) কৈগা
১০. পরিযায়ী পাখি কাদের বলে?
(a) যারা শীতপ্রধান দেশ থেকে আমাদের দেশে আসে ✓✓
(b) যারা গ্রীষ্মপ্রধান দেশ থেকে আমাদের দেশে আসে
(c) যারা আমাদের দেশ থেকে শীতপ্রধান দেশে যায়
(d) যারা আমাদের দেশ থেকে আরও উষ্ণ কোনো অঞ্চলে যায়
১১. জীবভর নেই —
(a) ধাতুতে ✓✓
(b) শহরের জঞ্জালে
(c) নর্দমার নিষ্কাশিত আবর্জনায়
(d) পুকুরের জলে
১২. ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
(a) পাঞ্জাবে ✓✓
(b) হিমাচল প্রদেশে
(c) কেরালায়
(d) তামিলনাড়ুতে
১৩. পাস্কাল কিসের একক?
(a) চাপ ✓✓
(b) তাপ
(c) বল
(d) ত্বরণ
১৪. বৃষ্টিপাত হল একটি —
(a) প্রাকৃতিক ঘটনা ✓✓
(b) সামাজিক ঘটনা
(c) রাজনৈতিক ঘটনা
(d) অর্থনৈতিক ঘটনা
১৫. নীচের কোনটি ব্যক্তিগত সম্পদ নয়?
(a) বনজ সম্পদ ✓✓
(b) জমি
(c) শিক্ষা
(d) স্বাস্থ্য
১৬. ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে হাত ধরে দেহের আনাচে কানাচে পৌঁছে দেয় কে?
(a) লোহিত রক্তকণিকা ✓✓
(b) শ্বেত রক্তকণিকা
(c) অনুচক্রিকা
(d) রক্তরস
১৭. কতকগুলি অ্যামাইনো অ্যাসিড একত্রে মিলিত হয়ে গঠন করে —
(a) প্রোটিন ✓✓
(b) কার্বোহাইড্রেট
(c) ফ্যাট
(d) গ্লিসারল
১৮. ‘কুকুর-কৃমি-বিয়োজক’ — কোন শ্রেণির খাদ্য-শৃঙ্খল?
(a) পরজীবী ✓✓
(b) শিকারি
(c) মৃতজীবী
(d) ডেট্রিটাস
১৯. ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি?
(a) গোন্ড ✓✓
(b) কিন্নর
(c) ভীল
(d) বীরহোড়
২০. ধান, গম, ভুট্টা প্রভৃতি একবীজপত্রী উদ্ভিদে দেখা যায় —
(a) গুচ্ছমূল ✓✓
(b) শাখামূল
(c) প্রশাখামূল
(d) প্রধানমূল
২১. স্থলভাগের জীবমণ্ডলকে বলে —
(a) পেডোবায়োস্ফিয়ার ✓✓
(b) বায়োস্ফিয়ার
(c) ইকোক্লাইন
(d) ইকোলজিক্যাল নিসে
২২. জৈব অভঙ্গুর বর্জ্য কোন রঙের বালতিতে ফেলতে হবে?
(a) লাল ✓✓
(b) সবুজ
(c) নীল
(d) হলুদ
২৩. একটি নির্জীব গ্যাসীয় পদার্থের মিশ্রণ হল —
(a) বায়ু ✓✓
(b) মাটি
(c) বালি
(d) শিলা
২৪. দক্ষিণ ভারতে মূলত কোন পদ্ধতিতে জলসেচ করা হয়?
(a) জলাশয় ✓✓
(b) সেচখাল
(c) পাতকুয়া
(d) গভীর নলকূপ
২৫. অ্যানথ্র্যাক্স রোগটি কোন দূষণে ছড়ায়?
(a) মৃত্তিকাদূষণ ✓✓
(b) জলদূষণ
(c) বায়ুদূষণ
(d) শব্দদূষণ
২৬. শব্দদূষণ পরিমাপের একক হল —
(a) ডেসিবেল ✓✓
(b) মেসিবেল
(c) সেন্টিবেল
(d) ডেকাবেল
২৭. ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়?
(a) ৩ ডিসেম্বর, ১৯৮৪ ✓✓
(b) ৪ ডিসেম্বর, ১৯৮৩
(c) ৫ ডিসেম্বর, ১৯৮৫
(d) ৪ ডিসেম্বর, ১৯৮৬
২৮. সর্বাধিক জীববৈচিত্র্যসম্পন্ন দেশ কোনটি?
(a) ব্রাজিল ✓✓
(b) নাইজেরিয়া
(c) কেনিয়া
(d) আলজেরিয়া
২৯. শিক্ষণের ক্ষেত্রে ‘সচেতনতা প্রশিক্ষণ মডেল’-এর প্রস্তাবক হলেন —
(a) উইলিয়াম লুজ্ ✓✓
(b) উইলিয়াম গ্ল্যামার
(c) উইলিয়াম গর্ডন
(d) কার্ক রেজার্স
৩০. একজন পরিবেশ শিক্ষকের হওয়া উচিত —
(a) কর্তব্যপরায়ণ ✓✓
(b) অধ্যবসায়শীল
(c) সময়নিষ্ঠ
(d) সৎ