পরিবেশ বিদ্যা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর – Environmental Studies Question And Answer In Bengali

Rate this post

পরিবেশ বিদ্যা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর – Environmental Studies Question And Answer In Bengali:

  1. ইউট্রোফিকেশন কাকে বলে?

উত্তর: অতিমাত্রায় পরিপোষক দূষণ অর্থাৎ ঘনবসতিযুক্ত অঞ্চল থেকে নির্গত বর্জ্য জলে প্রচুর পরিমাণে ডিটারজেন্ট ও সাবান থেকে ফসফেট এবং কৃষি জমি ও শহরের নর্দমা থেকে আসা জলে নাইট্রেট, সালফার জাতীয় রাসায়নিক পদার্থ জলাশয়, হ্রদ ও পুকুরের জলে মিশে শৈবাল ও অ্যালগিজাতীয় জলজ উদ্ভিদের অস্বাভাবিক হারে বৃদ্ধি ঘটে, পরে এগুলি মরে পচতে থাকে এবং জলাশয়ের তলদেশে জমা হয়ে জলাশয় ক্রমশ ভরাট হয় ও জল দূষণ ঘটে এবং অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়, একে ইউট্রোফিকেশন বলে (Eutrophication)।

  1. BOD কী?

উত্তর: BOD কথাটির অর্থ হল Biological Oxygen Demand বা জৈবিক অক্সিজেন চাহিদা।
হ্রদ, পুকুর ও জলাশয়ে অতিমাত্রায় পরিপোষক দূষণের ফলে শৈবাল ও অ্যালগিজাতীয় জলজ উদ্ভিদের অস্বাভাবিক হারে জন্মায়। এইসব উদ্ভিদের মৃত্যুর পর সেগুলির পচন ঘটাতে ব্যাকটেরিয়া জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে, ফলে তখন জলজ উদ্ভিদ ও প্রাণীদের প্রয়োজনে অক্সিজেনের ঘাটতি হয়, অর্থাৎ জলজ উদ্ভিদ ও প্রাণী দের সালোকসংশ্লেষ ও শ্বাস প্রশ্বাস চালানোর জন্য অক্সিজেনের যে চাহিদা তা হল BOD. এর দ্বারা জল দূষণের মাত্রা নির্ধারণ করা হয়।

  1. মিনামাটা রোগ কাকে বলে?

উত্তর: জাপানের মিনামাটা উপসাগরে 1932 সাল থেকে একটি রং কারখানার পারদ দূষণের জন্য সামুদ্রিক মাছের দেহে পারদ কেন্দ্রীভূত হয়। উপসাগরের উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দা গ্রহণ সংক্রমিত মাছ খেয়ে এক দুরারোগ্য ব্যাধির আক্রান্ত হয় এবং তাদের মধ্যে অনেকের মৃত্যু হয় ও অনেকে বিকলাঙ্গ হয়ে যায়, একে মিনামাটা রোগ বলে (Minamata Disease)।

  1. ইটাই ইটাই বা আউচ আউচ রোগ কাকে বলে?

উত্তর: জলে ক্যাডমিয়ামের পরিমাণ বৃদ্ধি পেলে এবং সেই জল ব্যবহারের মানুষের শরীরের অত্যাধিক ক্যাডমিয়ামের সঞ্চয়ের জন্য যে রোগ সৃষ্টি হয় তাতে অস্থি ভঙ্গুর হয়ে যায় এবং অস্থিমজ্জায় সমস্যা ঘটে, একেই ইটাই ইটাই বা আউচ আউচ রোগ বলে (Itai Itai Disease)।
1968 সালে জাপানের জিন্টুস নদীর ক্যাডমিয়াম মিশ্রিত দূষিত জল ধান চাষে ব্যবহারের ফলে সেখানকার বাসিন্দাদের শরীরে ভাতের মাধ্যমে ক্যাডমিয়াম সঞ্চিত হয়। ফলে উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, হাড় ভঙ্গুর ও ফুট হতে থাকে এবং উঠে দাঁড়াতে ও বসতে গেলে অস্থিসন্ধিতে অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয়।

  1. সবুজ বিপ্লব কাকে বলে?

উত্তর: উচ্চফলনশীল বীজ, কীটনাশক, আধুনিক যন্ত্রপাতি, রাসায়নিক সার, জলসেচ ও উন্নত পরিকাঠামো সাহায্যে বিশ্বব্যাপী, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে কৃষিজ ফসলের উৎপাদনের অভাবনীয় বৃদ্ধিকে সবুজ বিপ্লব বলে (Green Revolution)।

  1. নীল বিপ্লব কাকে বলে?

উত্তর: মাছ এবং সামুদ্রিক খাদ্যসামগ্রীর উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে উন্নত মৎস্য প্রজনন, আহরণ, প্রক্রিয়াকরণ ও বিপণন ব্যবস্থার ফলে অল্প সময়ে অভ্যন্তরীণ ও সামুদ্রিক মৎস্য উৎপাদনে যে বৈপ্লবিক বা অভাবনীয় উন্নয়ন ঘটে, তাকে নীল বিপ্লব বলে (Blue Revolution)।

  1. সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে?

উত্তর: অর্থসামাজিক ও পরিবেশগত অবস্থার উন্নতি সাধনের জন্য পতিত জমি বা অব্যবহৃত জমিতে অথবা সরকারি ফাঁকা জমিতে অর্থনৈতিক দিক থেকে দুর্বল শ্রেণীর মানুষের সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিকে সমাজভিত্তিক বনসৃজন বলে (Social Forestry)।

  1. সজীব আগাছানাশক কাকে বলে?

উত্তর: কিছু শস‍্য যেমন সূর্যমুখী, মিলেট ও বার্লি তাদের মধ্যে থাকা এক ধরনের রাসায়নিকের সাহায্যে তাদের কাছাকাছি কোনরকম আগাছা জন্মাতে দেয় না। সেই কারণে এই ধরনের শস্য যদি শস্যাবর্তনের অঙ্গ হিসাবে চাষ করা হয়, তবে সেখানে অবাঞ্ছিত আগাছা জন্মাতে পারে না। সেই কারণে এদের সজীব আগাছানাশক বলে।

  1. সায়নোব্যাকটেরিয়া কাকে বলে?

উত্তর: প্রাচীনতম কোশীয় অনুজীব যারা মিথোজীবী পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে এবং সালোকসংশ্লেষে সক্ষম নীলাভ সবুজ শৈবালকে সায়নোব্যাকটেরিয়া বলে (Cyanobacteria)।

  1. পুনর্নবীকরণ (Recycle) কাকে বলে?

উত্তর: বর্জ্য পদার্থকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে নতুনভাবে ব্যবহারের উপযোগী দ্রব্য তৈরি করাকে পুনর্নবীকরণ (Recycle) বলে।

  1. আবাসস্থল বিভাজন কাকে বলে?

উত্তর: আধুনিক সভ্যতায় কৃষিক্ষেত্রে বিস্তৃতি, নগরায়ন ও শিল্পায়নের জন্য জীব বৈচিত্র্য সম্মৃদ্ধ বিস্তীর্ণ অঞ্চল গুলি সংকুচিত হয়ে ক্ষুদ্র এলাকায় পরিণত হয়েছে‌, একে আবাসস্থল বিভাজন বলে।
যেমন- উত্তরবঙ্গে হাতি অধ্যুষিত বনভূমির চা বাগানের রূপান্তরিত হওয়ার জন্য হাতের বাসস্থান সংকুচিত হয়েছে। এর ফলে হাতিরা প্রায় কৃষিক্ষেত্রে হানা দিতে বাধ্য হচ্ছে এবং হাতি বনাম মানুষের সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।

  1. সবুজ সার বা গ্রিন ম্যানিওর কাকে বলে?

উত্তর: শিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন ছোলা, মসুর, কালোমুগ,বরবটি ও ধঞ্চে ইত্যাদিকে সজীব অবস্থায় তার কাণ্ড, পাতা, শিকড়সহ মাটিতে ভালো করে মিশিয়ে দিলে কিছুদিনের মধ্যে মাটিতে যে সার তৈরি হয়, তাকে সবুজ সার বা গ্রিন ম‍্যানিওর বলে।

  1. শস্যপর্যায় কাকে বলে?

উত্তর: জমির উর্বরতা বজায় রাখতে একটি জমিতে বারবার একই ফসল চাষ না করে, সারা বছর ধরে বিভিন্ন ফসলের পর্যায়ক্রমিক চাষ করাকে শস্যপর্যায় বলা হয় (Crop Rotation)।

  1. মাটির উর্বরতা কাকে বলে?

উত্তর: মাটির পুষ্টিমৌল যা গাছের উৎপাদিকা শক্তিকে নিয়ন্ত্রণ করে, এই পুষ্টিমৌলের পর্যাপ্ত পরিমান ও সঠিক অনুপাতে উপস্থিতিকে মাটির উর্বরতা বলে‌ (Soil fertility)।

  1. মাটির উৎপাদনশীলতা কাকে বলে?

উত্তর: মাটির ভৌত-রাসায়নিক বৈশিষ্ট্য, মাটির পরিচর্যা, জলবায়ু ও জৈবিক প্রক্রিয়া ওপর নির্ভর করে কোন মাটির শস্য উৎপাদনের ক্ষমতাকে সেই মাটির উৎপাদনশীলতা বলে (Soil Productivity)।

  1. ল্যাটেরাইট মাটি কাকে বলে?

উত্তর: গ্রীষ্মপ্রধান উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে মৃত্তিকার উপরে স্তর থেকে সিলিকা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম প্রকৃতি পদার্থ অপসারিত হয়, আয়রন অক্সাইড যুক্ত লাল বর্ণের যে মাটি সৃষ্টি হয় তাকে ল্যাটেরাইট মাটি বলে (Laterite Soil)।

  1. কালিফর্ম কাকে বলে?

উত্তর: পানীয় জলের পরিবেশ মানের একটি সূচক বা ব্যাকটেরিয়া হল কালিফর্ম। কালিফর্ম ব্যাকটেরিয়া জলে বেশি হলে তা পানের অযোগ্য বলে গণ্য হয়।

  1. অ্যালুভিয়াল মাটি কাকে বলে?

উত্তর: নদীবাহিত পলি, বালি, কাদা নদীর দু’পাশে প্লাবনভূমিতে সঞ্চিত হয়ে যে উর্বর মৃত্তিকা সৃষ্টি করে তাকে পলিমাটি বা অ্যালুভিয়াল মাটি বলে (Alluvial Soil)।

  1. ব‍্যাডল‍্যান্ড কাকে বলে?

উত্তর: বৃক্ষহীন শুষ্ক অঞ্চলে রিল, গ‍্যালি ও র‍্যাভাইন ক্ষয়ের মাধ্যমে যে ক্ষয়প্রাপ্ত অনুর্বর ভূ-ভাগের সৃষ্টি হয়, তাকে বদভূমি বা ব্যাডল‍্যান্ড বলে (Badlands)।

  1. আলফা বৈচিত্র্য কাকে বলে?

উত্তর: কোন একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে, একেই আলফা বৈচিত্র্য বলা হয় (Alpha Diversity)।
যেমন- সুন্দরবনের একটি দ্বীপের জীবগোষ্ঠীর বৈচিত্র্য হল আলফা বৈচিত্র্য।

  1. বিটা বৈচিত্র্য কাকে বলে?

উত্তর: একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ করা যায়, তাকে বিটা বৈচিত্র্য বলে(Beta Diversity)।
যেমন- সুন্দরবনের পাশাপাশি দুটি দ্বীপের জীবগোষ্ঠীর বৈচিত্র্য হল বিটা বৈচিত্র্য।

  1. গামা বৈচিত্র্য কাকে বলে?

উত্তর: একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব-প্রজাতির সামগ্রিক বৈচিত্র্য হল গামা বৈচিত্র্য (Gamma Diversity)।
যেমন- সমগ্র সুন্দরবনের বিভিন্ন দ্বীপের সকল জীবগোষ্ঠীর বৈচিত্র্য হল গামা বৈচিত্র্য।

  1. ডেল্টা বৈচিত্র্য কাকে বলে?

উত্তর: গামা বৈচিএ্যের চেয়েও বিস্তৃত ও ব্যাপক জীববৈচিত্র্যকে ডেল্টা বৈচিত্র্য বলে‌ (Delta Diversity)।

  1. ঝুম চাষ কাকে বলে?

উত্তর: উত্তর-পূর্ব ভারতের পার্বত্য রাজ্যগুলিতে বসবাসকারী খাসি, নাগা, চাকমা ও মিজো প্রভৃতি যাযাবর উপজাতির মানুষ যে প্রাচীন ও অনুন্নত কৃষি পদ্ধতিতে অরণ্যচ্ছেদন দহনের সাহায্যে কৃষিজমি প্রস্তুত করে প্রধানত মিলেট জাতীয় শস্য উৎপাদন করে তাকে ঝুম চাষ বলে (JhumCultivation)।

  1. জৈব সার বা ম্যানিওর কাকে বলে?

উত্তর: গৃহস্থালির বর্জ্য, তরিতরকারি ও ফলের খোসা, গৃহপালিত পশু পাখির মলমূত্র, শুকনো পাতা, ঘাস এবং কচুরিপানা প্রভৃতি বর্জ্যপদার্থকে উপযুক্ত জীবাণুর সাহায্যে আংশিকভাবে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে জৈব সার বা ম‍্যানিওর বলে। যেমন– সবুজ সার, খামারজাত সার ও কম্পোস্ট ইত্যাদি (Organic Fertilizer)।

  1. জৈব ভূরাসায়নিক চক্র কাকে বলে?

উত্তর: জীবের প্রয়োজনীয় রাসায়নিক উপাদান যথা- অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন প্রভৃতি বিভিন্ন জৈব ও অজৈব পদার্থের মধ্য দিয়ে চক্রাকারে আবর্তনকে জৈব ভূ-রাসায়নিক চক্র বলে (BiogeochemicalCycle)।

  1. সংরক্ষিত অরণ্য কাকে বলে?

উত্তর: যে সকল অরণ্যাঞ্চলে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র বা অঞ্চল ব্যতীত পশুচারণ, প্রাণী শিকার ও বনজ সম্পদ সংগ্রহ প্রভৃতি সমস্ত প্রকার কার্যকলাপ নিষিদ্ধ থাকে তাকে সংরক্ষিত অরণ্য বলে (Reserved Forest)।

  1. সুরক্ষিত অরণ্য কাকে বলে?

উত্তর: যে সমস্ত অরণ্যাঞ্চলে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র ব্যতীত অরন্যের বাকি অংশে জনসাধারণের অবাধ চলাচলের অধিকার থাকে সেই সমস্ত অরণ্যকে সুরক্ষিত অরণ্য বলে (ProtectedForest)।

  1. ইকোট্যুরিজম কাকে বলে?

উত্তর: যখন অরণ্যাঞ্চলে স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও তাদের আয়ের একটি অংশ সংশ্লিষ্ট অঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণে ব‍্যয় করার উদ্দেশ্যে পরিবেশ, গাছপালা, পাখি ও জীবজন্তুর কোনো প্রকার ক্ষতি না করে যে পর্যটন শিল্প গড়ে ওঠে তাকে ইকোট্যুরিজম বলে (Ecotourism)।

  1. জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে?

উত্তর: যে সকল প্রাকৃতিক বাসভূমিতে সর্বাধিক সংখ্যক জীবপ্রজাতি অবলুপ্তির পথে অর্থাৎ অত্যন্ত সংকটপন্ন, সেই সমস্ত প্রাকৃতিক বাসভূমিকে জীববৈচিত্র্য হটস্পট বলে। যেমন- পশ্চিমঘাট পর্বত ভারতের একটি জীববৈচিত্র্য হটস্পট অঞ্চল (BiodiversityHotspot)।

  1. SPM কী?

উত্তর: বায়ুতে ভাসমান আণুবীক্ষণিক বস্তুকণা অর্থাৎ ধূলিকণা লবনগোলা বিষাক্ত ধোঁয়া প্রকৃতিকে একত্রে SPM বা Suspended Particulate Matter.

  1. র‍্যাগপিকার কাকে বলে?

উত্তর: যে সকল মানুষ রাস্তার ধার থেকে বা আবর্জনার স্তুপ থেকে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থগুলো সংগ্রহ করে তাদের র‍্যাগপিকার বলে।

  1. রেড ডেটা বুক কাকে বলে?

উত্তর: আন্তর্জাতিক সংস্থা IUCN (International Union for Conservation of Nature) 1964 খ্রিস্টাব্দে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি সম্ভাবনা অনুযায়ী 6 টি প্রধান শ্রেণী বিশিষ্ট একটি তালিকা পুস্তক আকারে প্রকাশ করে, একেই রেড ডেটা বুক বলা হয় (Red Data Book)।

  1. গ্রিন ডেটা বুক কাকে বলে?

উত্তর: যে পুস্তকে সংরক্ষিত ও অবলুপ্তি বিপদ থেকে মুক্ত প্রজাতির নামের তালিকা উল্লেখ থাকে, তাকে গ্রিন ডেটা বুক বলে (Green Data Book)।

  1. ব্লু ডেটা বুক কাকে বলে?

উত্তর: যে পুস্তকে সংকটময় জীবকুল যা পুনরায় স্থিতিশীল অবস্থায় পৌঁছায় তার তালিকা IUCN প্রকাশ করে তাকে ব্লু ডেটা বুক বলে (Blue Data Book)।

  1. ব্ল্যাক ডেটা বুক কাকে বলে?

উত্তর: যে পুস্তকে পরিবেশের পক্ষে ক্ষতিকারক জীবপ্রজাতির তালিকা প্রকাশ করা হয়, তাকে ব্ল্যাক ডেটা বুক বলে (Black Data Book)।

  1. মাইকোরাইজা কাকে বলে?

উত্তর: কিছু ছত্রাক আছে যারা গাছের মূলের সঙ্গে ঘনিষ্ঠতা স্থাপন করেও বেঁচে থাকে, ছত্রাক ও গাছের এই মিথোজীবী সম্বন্ধকে মাইকোরাইজা বলে (Mycorrhiza)।

  1. পানীয় জলের কাঠিন্য কাকে বলে?

উত্তর: জলে দ্রবীভূত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের লবণের পরিমাণকে পানীয় জলের কাঠিন্য বলে।
এর সর্বাধিক অনুমোদিত মাত্রা 300 মিলিগ্রাম/লিটার।

  1. অ্যাজোলা কাকে বলে?

উত্তর: নীলাভ সবুজ শৈবালের মধ্যে থাকা নাইট্রোজেন আবদ্ধ করতে পারা একধরনের মৃতজীবী ফার্ন হল অ্যাজোলা (Azolla)।

  1. ভার্মিকম্পোস্ট কাকে বলে?

উত্তর: জৈব বা অজৈব পদার্থের মধ্যে কেঁচো প্রতিপালন করে কেঁচো দ্বারা প্রস্তুত করা সারকে ভার্মিকম্পোস্ট বলে (Vermicompost)।

Leave a Comment