বিভিন্ন গভর্নর জেনারেলের আমলের উল্লেখযোগ্য ঘটনা: আজ বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ব্রিটিশ গভর্নরদের সময়কালে গুরুত্বপূর্ণ ঘটনাবলী আছে। ভারতের ইতিহাসের বিষয় হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- কার আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়? কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে রেলপথের সূচনা হয়? ইত্যাদি।
বিভিন্ন গভর্নর জেনারেলের আমলের উল্লেখযোগ্য ঘটনা
নং | গভর্নর জেনারেল | উল্লেখযোগ্য ঘটনা |
---|---|---|
১ | ওয়ারেন হেস্টিংস | আমিনী কমিশন |
২ | লর্ড আরউইন | সাইমন কমিশন |
৩ | লর্ড আরউইন | পূর্ণ স্বরাজের দাবী |
৪ | লর্ড আরউইন | প্রথম গোল টেবিল বৈঠক |
৫ | লর্ড আরউইন | গান্ধী-আরউইন চুক্তি |
৬ | লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক | সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ |
৭ | লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক | ভারতে ইংরেজি শিক্ষার সূচনা |
৮ | লর্ড ওয়াভেল | নৌ বিদ্রোহ |
৯ | লর্ড ওয়াভেল | ক্যাবিনেট মিশন |
১০ | লর্ড ওয়েলিংটন | দ্বিতীয় গোল টেবিল বৈঠক |
১১ | লর্ড ওয়েলিংটন | পুণা চুক্তি |
১২ | লর্ড ওয়েলিংটন | ভারত শাসন আইন |
১৩ | লর্ড ওয়েলেসলি | অধীনতামূলক মিত্রতা নীতি |
১৪ | লর্ড কর্ণওয়ালিস | চিরস্থায়ী বন্দোবস্ত |
১৫ | লর্ড কর্ণওয়ালিস | সিভিল সার্ভিস প্রণয়ন |
১৬ | লর্ড কার্জন | বঙ্গভঙ্গ |
১৭ | লর্ড ক্যানিং | সিপাহী বিদ্রোহ |
১৮ | লর্ড ক্যানিং | মহারাণীর ঘোষণাপত্র |
১৯ | লর্ড চেমসফোর্ড | রাওলাট আইন |
২০ | লর্ড চেমসফোর্ড | জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড |
২১ | লর্ড চেমসফোর্ড | খিলাফত আন্দোলন |
২২ | লর্ড চেমসফোর্ড | অসহযোগ আন্দোলন |
২৩ | লর্ড ডাফরিন | জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা |
২৪ | লর্ড ডালহৌসি | স্বত্ববিলোপ নীতি |
২৫ | লর্ড ডালহৌসি | ভারতে রেলপথের সূচনা |
২৬ | লর্ড ডালহৌসি | টেলিগ্রাফ ও ডাকবিভাগের সূচনা |
২৭ | লর্ড ডালহৌসি | সাঁওতাল বিদ্রোহ |
২৮ | লর্ড ডালহৌসি | হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন |
২৯ | লর্ড দ্বিতীয় মিন্টো | ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠা |
৩০ | লর্ড দ্বিতীয় মিন্টো | কংগ্রেসে ভাঙন |
৩১ | লর্ড দ্বিতীয় মিন্টো | মর্লে-মিন্টো সংস্কার |
৩২ | লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ | বঙ্গভঙ্গ রদ |
৩৩ | লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ | ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তর |
৩৪ | লর্ড মাউন্টব্যাটেন | ভারতীয় স্বাধীনতা আইন |
৩৫ | লর্ড মাউন্টব্যাটেন | ভারত বিভাজন |
৩৬ | লর্ড রিপন | ফ্যাক্টরি আইন |
৩৭ | লর্ড রিপন | দেশীয় সংবাদপত্র আইন বাতিল |
৩৮ | লর্ড রিপন | স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুত্রপাত |
৩৯ | লর্ড লিটন | দেশীয় সংবাদপত্র আইন |
৪০ | লর্ড লিনলিথগো | ফরওয়ার্ড ব্লক গঠন |
৪১ | লর্ড লিনলিথগো | ক্রিপস মিশন |
৪২ | লর্ড লিনলিথগো | ভারত ছাড়ো আন্দোলন |
বিভিন্ন গভর্নর জেনারেলের আমলের উল্লেখযোগ্য ঘটনা প্রশ্ন ও উত্তর
Q. কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে রেলপথের সূচনা হয় ?
Ans: লর্ড ডালহৌসি
Q. কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয় ?
Ans: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Q. দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?
Ans: লর্ড রিপন
Q. কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তর করা হয় ?
Ans: লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ
Q. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল ?
Ans: লর্ড কর্ণওয়ালিস
Q. চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন ?
Ans: লর্ড কর্ণওয়ালিস
Q. কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয় ?
Ans: লর্ড ডালহৌসি
Q. দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন ?
Ans: লর্ড লিটন