পরিবেশ বিদ‍্যা পেডাগজি প্রশ্ন উত্তর PDF – EVS Pedagogy MCQ Bengali

Rate this post

পরিবেশ বিদ‍্যা পেডাগজি প্রশ্ন উত্তর PDF – EVS Pedagogy MCQ Bengali: আজ আপনাদের পরিবেশ বিদ‍্যা পেডাগজি প্রশ্ন উত্তর PDF টি প্রদান করলাম। যেটিতে পরিবেশ শিক্ষণ বিদ্যা বা পরিবেশ বিদ্যা পেডাগগি বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলি আপনাদের প্রাইমারি টেট, সিটেট পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

পরিবেশ বিদ‍্যা পেডাগজি প্রশ্ন উত্তর PDF – EVS Pedagogy MCQ Bengali

১. পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় আছে?

 (a) ২০৬ টি ✓✓

(b) ২০২ টি

(c) ৩০৬ টি 

(d) ৪০২ টি

২. জলের কোন শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব?

(a) তরঙ্গশক্তি ✓✓

(b) তাপশক্তি

(c) (a) ও (b) দুটোই 

(d) কোনোটিই নয়

৩. পৃথিবীতে ভূতাপশক্তি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে —

(a) আমেরিকা যুক্তরাষ্ট্র ✓✓

(b) ইন্দোনেশিয়া

(c) ভারত 

(d) মেক্সিকো

৪. পুস্তা কি?

(a) তৃণভূমি ✓✓

(b) বনভূমি 

(c) স্থানীয় বায়ু 

(d) ঘূর্ণিঝড়

৫. ডিডিটি-র প্রভাবে পাখির ডিম —

(a) ভঙ্গুর হয়ে যায় ✓✓

(b) খুব শক্ত হয়ে যায়

(c) লাল হয়ে যায় 

(d) কোনোটিই নয়

৬. উপক্রান্তীয় বনাঞ্চল দেখা যায় —

(a) উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতে ✓✓

(b) মধ্য ভারতে

(c) পূর্ব ভারতে 

(d) পশ্চিম ভারতে

৭. নীচের কোনটি পুনর্ভব শক্তি নয়?

(a) প্রাকৃতিক গ্যাস ✓✓

(b) জৈব গ্যাস

(c) সৌরশক্তি 

(d) বায়ুশক্তি

৮. পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হল —

(a) নীলতিমি ✓✓

(b) স্পার্ম তিমি

(c) হাম্পব্যাক তিমি 

(d) হাঙর

৯. পূরণ সম্পদ হল —

(a) সামুদ্রিক মৎস্য ✓✓

(b) কয়লা

(c) সোনা 

(d) লোহা

১০. নিচের কোনটি অজৈব সম্পদ?

(a) জল ✓✓

(b) মৃত্তিকা 

(c) অরণ্য 

(d) মানুষ

১১. শিম্পাঞ্জি সর্বাধিক পাওয়া যায় কোন মহাদেশে?

(a) আফ্রিকা ✓✓

(b) উত্তর আমেরিকা

(c) দক্ষিণ আমেরিকা 

(d) অস্ট্রেলিয়া

১২. কার্বন-ডাই-অক্সাইড ও জল হল পরিবেশের —

(a) প্রাকৃতিক উপাদান ✓✓

(b) জৈব উপাদান

(c) সজীব উপাদান 

(d) সামাজিক উপাদান

১৩. নিচের কোনটি লেনটিক বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে?

(a) হ্রদ ✓✓

(b) সমুদ্র

(c) নদনদী 

(d) তৃণভূমি

১৪. ডিপথেরিয়া রোগের জন্য দায়ী প্রাণীটি হল —

(a) বিড়াল ✓✓

(b) কুকুর

(c) খরগোশ 

(d) ইঁদুর

১৫. আদিকালে মানুষের খাদ্য ছিল —

(a) ফলমূল ✓✓

(b) দুধভাত

(c) ডালরুটি 

(d) পোলাও মিষ্টি

১৬. অমিল উপাদানটিকে বাছাই করুন —

(a) জীবাণু ✓✓

(b) জল 

(c) কার্বন-ডাই-অক্সাইড 

(d) সৌরশক্তি

১৭. মধুমালাই অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(a) তামিলনাড়ু ✓✓

(b) অন্ধ্রপ্রদেশ

(c) তেলেঙ্গানা 

(d) কর্ণাটক

১৮. সিমেন্ট তৈরির জন্য প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় —

(a) পাথরের গুঁড়ো ✓✓

(b) কাচের গুঁড়ো

(c) কাঠের গুঁড়ো 

(d) খড়ের গুঁড়ো

১৯. নদীর মিষ্টি জলের বদলে সমুদ্রের নোনা জলে যেসব মাছ ডিম পাড়ে তাদের কী বলে?

 (a) ক্যাটাড্রোমাস মাছ ✓✓

(b) ডেমার্সাল মাছ

(c) পিলেজিক মাছ 

(d) অ্যানাড্রোমাস মাছ

২০. রেগুর কোন মৃত্তিকার অপর নাম?

(a) কৃষ্ণ মৃত্তিকা ✓✓

(b) লোহিত মৃত্তিকা

(c) পডসল মৃত্তিকা 

(d) চারনোজেম মৃত্তিকা

২১. বর্তমানে সভ্যতার উন্নতির মূলে রয়েছে —

(a) বিদ্যুৎ ✓✓

(b) রাস্তাঘাট 

(c) কলকারখানা 

(d) ঘরবাড়ি

২২. ভারতের কোনটি বৃহত্তম কয়লাখনি অঞ্চল?

 (a) রানিগঞ্জ ✓✓

(b) বোকারো 

(c) ঝরিয়া 

(d) কোবরা

২৩. চা চাষের জন্য নিচের কোন মৃত্তিকা অধিক উপযোগী? 

(a) লোহিত ✓✓

(b) পডসল 

(c) চারনোজেম 

(d) সিরোজেম

২৪. স্নায়ুতন্ত্রের ক্ষতি করে এমন ধাতু হল —

(a) ইমারতি দ্রব্য ✓✓

(b) অ্যাসিড

(c) সবজির অবশিষ্টাংশ 

(d) শুকনো ফুল

২৫. নিচের কোনটি ভূমি ব্যবহারের প্রাকৃতিক নিয়ন্ত্রণ?

(a) মাটি ✓✓

(b) মানুষের পেশা

(c) কাজের বিশেষণীকরণ 

(d) মজুরি

২৬. পাইনা, উইলো প্রভৃতি কোন প্রকৃতির উদ্ভিদ?

(a) সরলবর্গীয় ✓✓

(b) পর্ণমোচী

(c) চিরহরিৎ

(d) লবণাম্বু

২৭. ছাত্র-ছাত্রীর ব্যক্তিগত বিকাশ ও আত্মসচেতনায় সহায়তার উদ্দেশ্যে যে শিক্ষণ মডেলটি অনুসৃত হয়, সেটি হল —

(a) অনির্দেশিত শিক্ষণ মডেল ✓✓

(b) প্রত্যক্ষ প্রশিক্ষণ মডেল

(c) অপারেন্ট অনুবর্তন মডেল 

(d) চরিত্রাভিনয় মডেল

২৮. ‘ইকোসিস্টেম’ নামটি প্রথম প্রচলন করেন —

 (a) ট্যান্সলে ✓✓

(b) ওডাম 

(c) লিডেম্যান 

(d) আর্নেস্ট হেকলে

২৯. ভারতের কোন রাজ্যে সর্বাধিক পর্তুগিজ কলোনি আছে?

 (a) গোয়া ✓✓

(b) মহারাষ্ট্র 

(c) গুজরাট 

(d) কর্ণাটক

৩০. পরিবেশ শিক্ষার ক্ষেত্রে সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয় —

(a) একক অভীক্ষা গ্রহণের পর ✓✓

(b) বার্ষিক পরীক্ষার পর

(c) সঠিক মূল্যায়নের পর 

(d) কোনোটিই নয়

Leave a Comment