আবগারি কনস্টেবল প্রশ্ন ও উত্তর – Excise Constable Questions and Answers

Rate this post

আবগারি কনস্টেবল প্রশ্ন ও উত্তর – Excise Constable Questions and Answers: আজ আবগারি কনস্টেবল প্রশ্ন ও উত্তরটি উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর। Excise Constable Questions and Answers গুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

আবগারি কনস্টেবল প্রশ্ন ও উত্তর – Excise Constable Questions and Answers

০১) ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?

উত্তর.  শঙ্খ ঘোষ

০২) যাযাবর কার ছদ্মনাম ?

উত্তর. বিনয় মুখোপাধ্যায় 

০৩) World NGO Day কবে পালন করা হয় ?

উত্তর. 27 শে ফেব্রুয়ারি 

০৪) Yellow Card শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর. ফুটবল   

০৫) বিহারের রাজধানীর নাম কি ?

উত্তর. পাটনা  

০৬) কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাক টিকিট চালু করেন ?

উত্তর. লর্ড ডালহৌসি 

০৭) ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?

উত্তর. মাদাম কামা

০৮) CNG এর ফুল ফর্ম কি ?

উত্তর. কম্প্রেসড ন্যাচারাল গ্যাস 

০৯) লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?

উত্তর. কাভারাত্তি  

১০) জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর এর উল্লেখ রয়েছে ?

উত্তর. ২৪  

১১) কোন ভারতীয় কোম্পানি বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির প্লেট স্থাপন করতে চলেছে ?

উত্তর. ওমেগা সিকি

১২) সম্প্রতি কোন শহর ‘কার্বন ওয়াচ’ লাঞ্চ করেছেন ?

উত্তর. চন্ডিগড়  

১৩) বিশ্ব জল দিবস কবে পালন করা হয় ?

উত্তর. 22 শে মার্চ  

১৪) গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. শ্রীগুপ্ত   

১৫) ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তরীয় ?

উত্তর. তিন  

১৬)  ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানার সঙ্গে যুক্ত রয়েছে ?  

উত্তর.  ৫ 

১৭)  ‘দ্য স্পিরিট অফ ইসলাম’ এর রচয়িতা কে ?

উত্তর.  সৈয়দ আমীর আলী 

১৮) বিশ্বের মধ্যে কোনটি সবচেয়ে উন্নত মানের কয়লা ?

উত্তর.  অ্যানথ্রাসাইট 

১৯) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর -জেনারেল কে ছিলেন ?

উত্তর. চার্লস জন ক্যানিং 

২০) কৃষ্ণ মৃত্তিকা এর অপর নাম কি ?

উত্তর.  রেগুর 

২১) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ?

উত্তর.  আর্যভট্ট 

২২) মানুষের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ রয়েছে ?

উত্তর.  4 

২৩) হার্দিক পান্ডিয়া কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর.  ক্রিকেট 

২৪) পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে ?

উত্তর.  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 

২৫) ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হল ? 

উত্তর. মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার

২৬) বাংলার প্রথম সংবাদ পত্রের নাম কি ?

উত্তর.   সমাচার দর্পণ  

২৭) কোন ধরনের নৃত্যের সঙ্গে যামিনী কৃষ্ণমূর্তি যুক্ত ?

উত্তর.  ভরতনাট্যম নৃত্য  

২৮) ডেনমার্কের রাজধানীর নাম কি ?

উত্তর.  কোপেনহেগেন   

২৯) কোন দেশের সরকারি নথি বা ঘোষণাপত্রের নাম অরেঞ্জ বুক ?

উত্তর.  নেদারল্যান্ড 

৩০) অর্থনীতির জনক কাকে বলা হয় ?

উত্তর.  অ্যাডাম স্মিথ  

৩১) ‘ভারতের মেকিয়াভেলি’ কাকে বলা হয় ?

উত্তর.  চাণক্য

৩২) নিচের মধ্যে কোন শহরটি রূপনারায়ন নদীর তীরে অবস্থিত ?

উত্তর.   তমলুক 

৩৩) লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে ?

উত্তর.  দক্ষিণ 24 পরগনা 

৩৪) শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?

উত্তর.  বাঁকুড়া  

৩৫) বীরভূম জেলার সদর শহর এর নাম কি ?

উত্তর.  সিউড়ি  

৩৬) HIV এর ফুল ফর্ম কি ?

উত্তর.   Human immunodeficiency viruses 

৩৭) নিচের মধ্যে কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া ?

উত্তর.  কেঁচো  

৩৮) নীললোহিত কার ছদ্মনাম  ?

উত্তর. সুনিল গঙ্গোপাধ্যায়  

৩৯) বেসিনের সন্ধি কত সালে হয়েছিল ?

উত্তর. ১৮০২  

৪০) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?

উত্তর.  আমেদাবাদ

৪১) মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি ?

উত্তর.  ভোপাল

৪২) ‘পরিণীতা’ উপন্যাস কে রচনা করেন ?

উত্তর.  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়  

৪৩) অনুপম গোখলে কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর.   দাবা   

৪৪) ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি ?

উত্তর.  রাজস্থান 

৪৫) জার্মানির মুদ্রার নাম কি ?

উত্তর.  ইউরো 

৪৬) সার্ক এ কতগুলো সদস্য দেশ রয়েছে ?

উত্তর.  ৮ 

৪৭) IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর. ওয়াশিংটন, ডি. সি.

৪৮) আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় ?

উত্তর. চার্লস ব্যাবেজ  

৪৯) বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় ?

উত্তর. 24 শে মার্চ 

৫০) আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর. ১৮৭৫ 

Leave a Comment