বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম – Excretory Organs of Animals

Rate this post

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম – Excretory Organs of Animals: শক্তি এবং বৃদ্ধির প্রয়োজনে জীব (উদ্ভিদ এবং প্রাণী) খাদ্য গ্রহণ করে। খাদ্যদ্রব্যগুলোর পরিপাক এবং বিপাক এর কালে কিছু অপ্রয়োজনীয় পদার্থ সৃষ্টি করে। অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বস্তুগুলো একটি বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নিষ্কাষিত হয়। প্রক্রিয়াটির নাম রেচন।

নিঃসরণ বা বহিঃষ্করণ এবং রেচন এক নয় । নিঃসরণে বস্তুসমূহ কোষ নির্গত হওয়ার পর নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। রেচন প্রক্রিয়ায় নিষ্কাষিত বস্তুগুলোকে বলা হয় রেচন পদার্থ। রেচন পদার্থগুলো সাধারণত ক্ষারীয় হয়। রেচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী অঙ্গগুলোকে বলা হয় রেচন অঙ্গ।

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম – Excretory Organs of Animals

নংপ্রাণীর নামরেচন অঙ্গ
অ্যামিবাসংকোচী গহ্বর
অ্যাম্ফিঅক্সাসসোলোনোসাইট
অ্যাসকারিসরেনেট কোষ
আরশোলাম্যালপিজিয়ান নালিকা
কাঁকড়া বিছেকক্সাল গ্রন্থি
কেঁচোনেফ্রিডিয়া
গঙ্গা ফড়িংম্যালপিজিয়ান নালিকা
চিংড়িসবুজ গ্রন্থি
জোঁকনেফ্রিডিয়া
১০ঝিনুককেবারের অঙ্গ
১১তারামাছঅ্যামিবোসাইট কোষ
১২পাখিফুসফুস, মেটানেফ্রস
১৩প্লানেরিয়াফ্লেম কোষ
১৪ফিতাকৃমিফ্লেম কোষ
১৫ব্যাঙফুসফুস, মেগোনেফ্রস
১৬মাকড়শাকক্সাল গ্রন্থি
১৭মাছফুলকা
১৮মানুষফুসফুস, ত্বক, যকৃৎ, বৃক্ক
১৯শামুকবোজেনাসের অঙ্গ
২০সরীসৃপফুসফুস, মেটানেফ্রস, বহিঃকঙ্কাল নির্মোচন
২১স্পঞ্জদেহতল
২২হাইড্রাদেহতল

Leave a Comment