বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম – Excretory Organs of Animals: শক্তি এবং বৃদ্ধির প্রয়োজনে জীব (উদ্ভিদ এবং প্রাণী) খাদ্য গ্রহণ করে। খাদ্যদ্রব্যগুলোর পরিপাক এবং বিপাক এর কালে কিছু অপ্রয়োজনীয় পদার্থ সৃষ্টি করে। অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর বস্তুগুলো একটি বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নিষ্কাষিত হয়। প্রক্রিয়াটির নাম রেচন।
নিঃসরণ বা বহিঃষ্করণ এবং রেচন এক নয় । নিঃসরণে বস্তুসমূহ কোষ নির্গত হওয়ার পর নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। রেচন প্রক্রিয়ায় নিষ্কাষিত বস্তুগুলোকে বলা হয় রেচন পদার্থ। রেচন পদার্থগুলো সাধারণত ক্ষারীয় হয়। রেচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী অঙ্গগুলোকে বলা হয় রেচন অঙ্গ।
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম – Excretory Organs of Animals
নং | প্রাণীর নাম | রেচন অঙ্গ |
---|---|---|
১ | অ্যামিবা | সংকোচী গহ্বর |
২ | অ্যাম্ফিঅক্সাস | সোলোনোসাইট |
৩ | অ্যাসকারিস | রেনেট কোষ |
৪ | আরশোলা | ম্যালপিজিয়ান নালিকা |
৫ | কাঁকড়া বিছে | কক্সাল গ্রন্থি |
৬ | কেঁচো | নেফ্রিডিয়া |
৭ | গঙ্গা ফড়িং | ম্যালপিজিয়ান নালিকা |
৮ | চিংড়ি | সবুজ গ্রন্থি |
৯ | জোঁক | নেফ্রিডিয়া |
১০ | ঝিনুক | কেবারের অঙ্গ |
১১ | তারামাছ | অ্যামিবোসাইট কোষ |
১২ | পাখি | ফুসফুস, মেটানেফ্রস |
১৩ | প্লানেরিয়া | ফ্লেম কোষ |
১৪ | ফিতাকৃমি | ফ্লেম কোষ |
১৫ | ব্যাঙ | ফুসফুস, মেগোনেফ্রস |
১৬ | মাকড়শা | কক্সাল গ্রন্থি |
১৭ | মাছ | ফুলকা |
১৮ | মানুষ | ফুসফুস, ত্বক, যকৃৎ, বৃক্ক |
১৯ | শামুক | বোজেনাসের অঙ্গ |
২০ | সরীসৃপ | ফুসফুস, মেটানেফ্রস, বহিঃকঙ্কাল নির্মোচন |
২১ | স্পঞ্জ | দেহতল |
২২ | হাইড্রা | দেহতল |