বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তাদের স্রষ্টা তালিকা: বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়। খ্রিষ্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত বৌদ্ধ দোহা-সংকলন চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী আরও তিনটি গ্রন্থের সঙ্গে চর্যাগানগুলো নিয়ে সম্পাদিত গ্রন্থের নাম দেন ” হাজার বছরের পুরনো বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা “।
মধ্যযুগীয় বাংলা সাহিত্য ছিল কাব্যপ্রধান। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম ও বাংলার লৌকিক ধর্মবিশ্বাসগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই সময়কার বাংলা সাহিত্য। ইসলামি ধর্মসাহিত্য,পীরসাহিত্য,বাউল পদাবলি,পবিত্র কুরআনের বঙ্গানুবাদ,মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলি, শাক্তপদাবলি, বৈষ্ণব সন্তজীবনী, রামায়ণ, মহাভারত ও ভাগবতের বঙ্গানুবাদ, নাথসাহিত্য ইত্যাদি ছিল এই সাহিত্যের মূল বিষয়। বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত হয় খ্রিষ্টীয় অষ্টাদশ শতাব্দীতে। ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণের যুগে কলকাতা শহরকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা হয়। এই সময় থেকে ধর্মীয় বিষয়বস্তুর বদলে মানুষ, মানবতাবাদ ও মানব-মনস্তত্ত্ব বাংলা সাহিত্যের প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর বাংলা সাহিত্যও দুটি ধারায় বিভক্ত হয়: ঢাকা-কেন্দ্রিক বাংলাদেশের সাহিত্য ও কলকাতা-কেন্দ্রিক পশ্চিমবঙ্গের সাহিত্য। বর্তমানে বাংলা সাহিত্য বিশ্বের একটি অন্যতম, সমৃদ্ধ সাহিত্যধারা হিসেবে পরিগণিত হয়ে থাকে।
বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তাদের স্রষ্টা তালিকা – Famous Characters In Bengali Literature
নং | চরিত্র | স্রস্টা |
---|---|---|
১ | হিরু ডাকাত | অমরেন্দ্র চক্রবর্তী |
২ | পিনডি দা | আশুতোষ মুখোপাধ্যায় |
৩ | গুপি,বাঘা | উপেন্দ্রকিশোর রায়চৌধুরী |
৪ | শকুন্তলা | কালিদাস |
৫ | ব্রজদা | গৌরকিশোর ঘোষ |
৬ | শঙ্কু মহারাজ | জ্যোতির্ময় ঘোষ দস্তিদার |
৭ | দিনু | তারাশংকর বন্দ্যোপাধ্যায় |
৮ | ডমরু | ত্রৈলােক্যনাথ মুখোপাধ্যায় |
৯ | তোরাপ | দীনবন্ধু মিত্র |
১০ | টেনিদা | নারায়ণ গঙ্গোপাধ্যায় |
১১ | হাবলু | নারায়ণ গঙ্গোপাধ্যায় |
১২ | কিরীটি | নিহাররঞ্জন গুপ্ত |
১৩ | ঘনাদা | প্রেমেন্দ্র মিত্র |
১৪ | অপু/দূর্গা | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
১৫ | শংকর,অ্যালভারেজ | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় |
১৬ | ঋজুদা | বুদ্ধদেব গুহ |
১৭ | কোনি | মতি নন্দী |
১৮ | ফটিক | রবীন্দ্রনাথ ঠাকুর |
১৯ | বলাই | রবীন্দ্রনাথ ঠাকুর |
২০ | গোরা | রবীন্দ্রনাথ ঠাকুর |
২১ | চাটুজ্জ্যে মশাই | রাজশেখর বসু |
২২ | জটাধর বক্সী | রাজশেখর বসু |
২৩ | বিরিঞ্চিবাবা | রাজশেখর বসু |
২৪ | পটলা | শক্তিপদ রাজগুরু |
২৫ | ইন্দ্রনাথ/লালু | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
২৬ | বরদা | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় |
২৭ | ব্যোমকেশ,অজিত | শরদিন্দু বন্দ্যোপাধ্যায় |
২৮ | হর্ষবর্ধন,গোবর্ধন | শিবরাম চক্রবর্তী |
২৯ | পান্ডব গোয়েন্দা | ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় |
৩০ | জটায়ু | সত্যজিৎ রায় |
৩১ | ফেলুদা | সত্যজিৎ রায় |
৩২ | ফটিক চাঁদ | সত্যজিৎ রায় |
৩৩ | প্রফেসর শঙ্কু | সত্যজিৎ রায় |
৩৪ | তপসে | সত্যজিৎ রায় |
৩৫ | গোগোল | সমরেশ বসু |
৩৬ | রানার | সুকান্ত ভট্টাচার্য |
৩৭ | পাগলা দাশু | সুকুমার রায় |
৩৮ | কাকাবাবু/সন্তু | সুনীল গঙ্গোপাধ্যায় |
৩৯ | কর্নেল | সৈয়দ মুজতবা সিরাজ |
৪০ | জয়ন্ত,মানিক | হেমেন্দ্র কুমার রায় |