বিভিন্ন রাজ্যের চিত্রকলা তালিকা PDF – চিত্র শৈলী: আজ বিভিন্ন রাজ্যের চিত্র কলা তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত লোক চিত্র শৈলীর নামের তালিকা দেওয়া হয়েছে। যেকোনো চাকরীর পরীক্ষাতে জিকে বা সাধারণ জ্ঞানের অংশ হিসাবে চিত্র শিল্প থেকে প্রশ্ন আসে। যেমন:- মধুবনী কোন রাজ্যের চিত্রকলা? কলমকারি কোন রাজ্যের চিত্র শৈলী? ইত্যাদি।
বিভিন্ন রাজ্যের চিত্রকলা তালিকা PDF
চিত্রকলা | রাজ্য |
---|---|
কালীঘাট পটচিত্র | পশ্চিমবঙ্গ |
পটচিত্র | ওড়িশা |
মধুবনী চিত্রকলা | বিহার |
নির্মল চিত্রকলা | তেলেঙ্গানা |
পিঙ্গুলি চিত্রকলা | মহারাষ্ট্র |
কলমকারি চিত্রকলা | অন্ধ্রপ্রদেশ |
থাংকা চিত্রকলা | অরুণাচল প্রদেশ |
রোগান চিত্রকলা | গুজরাট |
বাশলি চিত্র | জম্মু ও কাশ্মীর |
গঞ্জিফা চিত্রকলা | কর্ণাটক |
আইপন চিত্রকলা | উত্তরাখণ্ড |
থাংকা চিত্রকলা | সিকিম |
কালামেঝুথু চিত্রকলা | কেরালা |
পিচওয়াই চিত্রকলা | রাজস্থান |
তিব্বতি ও থাংকা চিত্রকলা | লাদাখ |
কাংরা চিত্রকলা | হিমাচল প্রদেশ |
সহরাই চিত্রকলা | ঝাড়খণ্ড |
সানঝি চিত্রকলা | উত্তরপ্রদেশ |
ডোকরা চিত্রকলা | ছত্তিশগড় |
গণ্ড চিত্রকলা | মধ্যপ্রদেশ |
তাঞ্জর চিত্রকলা | তামিলনাড়ু |