পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ তালিকা – Famous Island Of The World: চারিদিকে জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলা হয়। নিকটবর্তী একাধিক দ্বীপের গুচ্ছকে দ্বীপপুঞ্জ বলা হয়। দ্বীপ প্রধানত দুই রকমের হয়—মহাদেশীয় দ্বীপ এবং মহাসাগরীয় দ্বীপ।এছাড়া কৃত্রিম দ্বীপও রয়েছে। মহাদেশীয় দ্বীপ হল মহাদেশের কোনো অংশ সমুদ্রের পানিতে ডুবে গিয়ে কিছু অংশ যদি স্থল দেখা যায় সেটা।আর মহাসাগরেরর মাঝে, স্থলের সংযোগ নাই এমন দ্বীপ হল মহাসাগরীয় দ্বীপ। দ্বীপ শব্দটির উৎপত্তি হলো “দুই দিকে অপ (পানি) যার”, অর্থাৎ চতুর্দিকে পানি বা জল বেষ্টিত ভূখণ্ড হতে।
নানাভাবে দ্বীপ সৃষ্টি হতে পারে, যেমন পলি সঞ্চিত হয়ে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে, অথবা প্রবাল সঞ্চিত হয়ে। অস্ট্রেলিয়া মহাদেশকে অনেক সময় বিশ্বের বৃহত্তম দ্বীপ বলা হয়। এর পরেই রয়েছে গ্রিনল্যান্ড। বাংলাদেশের সেন্ট মার্টিন্স দ্বীপ একটি প্রবাল দ্বীপ। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা দ্বীপ।
পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ তালিকা – Famous Island Of The World
নং | দ্বীপ সমূহ | অবস্থান |
---|---|---|
১ | অস্ট্রেলিয়া | ভারত মহাসাগর |
২ | আইসল্যান্ড | উত্তর আটলান্টিক মহাসাগর |
৩ | আবু মুসা দ্বীপ | পারস্য উপসাগর |
৪ | এলসমিয়ার | কানাডা |
৫ | কিউবা | ক্যারিবিয়ান সাগর |
৬ | গ্রীনল্যান্ড | সুমেরু সাগর |
৭ | গ্রেট ব্রিটেন | আটলান্টিক মহাসাগর |
৮ | জাফনা দ্বীপ | শ্রীলঙ্কা |
৯ | জাভা | ভারত মহাসাগর |
১০ | ডেভন | বাফিন উপসাগর, কানাডা |
১১ | তাসমানিয়া | অস্ট্রেলিয়ার দক্ষিনে |
১২ | নিউ গিনি | পশ্চিম প্রশান্ত মহাসাগর |
১৩ | নিউফাউন্ডল্যান্ড | উত্তর আটলান্টিক |
১৪ | বর্নিও | দক্ষিন-পূর্ব এশিয়া |
১৫ | বাফিন | সুমেরু মহাসাগর |
১৬ | ব্যাংকস | সুমেরু মহাসাগর |
১৭ | ভিক্টোরিয়া | কানাডা আর্কটিক |
১৮ | মরিশাস | ভারত মহাসাগর |
১৯ | মাজুলি | ব্রহ্মপুত্র নদ, আসাম |
২০ | মাদাগাস্কার | ভারত মহাসাগর |
২১ | মালদ্বীপ | আরব সাগর |
২২ | মালাগাছি রিপাবলিক | ভারত মহাসাগর |
২৩ | মিন্দানাও দ্বীপ | পশ্চিম-মধ্য প্রশান্ত মহাসাগর |
২৪ | ম্যানিটোলিন | গ্রেট লেকস, কানাডা |
২৫ | লুজোন | প্রশান্ত মহাসাগর |
২৬ | শ্রীলঙ্কা | ভারত মহাসাগর |
২৭ | সুমাত্রা | উত্তর-পূর্ব ভারত মহাসাগর |
২৮ | সুলাওয়েসি | প্রশান্ত মহাসাগর |
২৯ | সেন্ট হেলেনা | আটলান্টিক মহাসাগর |
৩০ | হনসু | উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর |
৩১ | হোক্কাইডো | জাপান |