ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা – Festivals of India

Rate this post

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা – Festivals of India: আজ ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব PDF টি শেয়ার করলাম, যেটিতে ভারতের সমস্ত রাজ্যের উল্লেখযোগ্য ও বিখ্যাত উৎসব গুলির নাম দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স-এর বিষয় হিসাবে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব? পোঙ্গাল উৎসব কোন রাজ্যে পালিত হয়? ইত্যাদি।

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা – Festivals of India

রাজ্যউৎসব
অন্ধ্রপ্রদেশব্রহ্মোৎসব, শ্রী রাম নবমী, উগাদি বা তেলেগু নববর্ষ
আসামবিহু, দীপান্বিতা, কামাখ্যা মেলা ,মে-ডাম-মে-ফী, অম্বুবাচী মেলা, জোনবিল মেলা
উড়িষ্যারথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব
উত্তরপ্রদেশরামনবমী, রামলীলা, কুম্ভমেলা
উত্তরাখণ্ডগঙ্গা দুসেরা, কুম্ভমেলা
কর্নাটকহাম্পি, পাত্তাদকল, হয়্সালা, গৌরী, গনেশ চতুর্থী, কাম্বালা
কেরালাবিশু, ওনাম, তিস্ক, কুরম, নিশাগান্ধি
গুজরাটনভরাত্রি, হোলি, ঘুড়ি উৎসব, গঞ্চা
গোয়াঘুমট, গোকুল অষ্টমী, মান্দ , গোয়া কার্নিভাল, শিগমো
ছত্রিশগড়হরেলী, কুম্ভমেলা, মাদাই
জম্মু ও কাশ্মীরটিউলিপ উৎসব, লোরি, লোসার, সিন্ধু দর্শন, অমরনাথ যাত্রা
ঝাড়খন্ডছট পূজা, বন্দনা, সারহুল, রহিন
তামিলনাড়ুপোঙ্গল, জাল্লিকাট্টু,
তেলেঙ্গানাবোনালু, উগাদি, দুশেরা
ত্রিপুরাদূর্গাপূজা, গঙ্গা পূজা, গিয়ারিয়া পূজা, খেরচি পূজা, কের পুজা
দিল্লিকুতুব উৎসব, রোশেনারা, শালিমার
নাগাল্যান্ডপাখি উৎসব, হেগা উৎসব, সেক্রেনি, হর্নবিল উৎসব
পশ্চিমবঙ্গনববর্ষ, দূর্গাপূজা, দীপাবলী, দোল বা বসন্ত উৎসব
পাঞ্জাবলহরী, বৈশাখী, সাতোয়া,
বিহারছট পূজা, করম  উৎসব, পারুল
মধ্যপ্রদেশলোকরং, খাজুরাহ, কুম্ভমেলা
মনিপুরবিহু, পরাগ, সংগাই, চেইরাওবা, য়াওসাং বা হোলি, কূট উৎসব
মহারাষ্ট্রগনেশ চতুর্থী, নাগপঞ্চমী, চিকু উৎসব
মিজোরামচাপচারকূট, মিমকূট
মেঘালয়ওয়াংগালা, আহাইয়া
রাজস্থানআদিবাসী কুম্ভমেলা, ব্রজ, তিজ, মরু উৎসব
সিকিমসাগা দাবা, লোসার, চাইতা, লোসাং, তিহার
হরিয়ানাদিওয়ালি, লোহরী, বসন্ত পঞ্চমী,বৈশাখী
হিমাচলপ্রদেশহরিয়ালি, বৈশাখী, জাগরা, দুশেরা

Leave a Comment