পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা তালিকা – First Cabinet of West Bengal

Rate this post

পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা তালিকা – First Cabinet of West Bengal: আজ পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে পশ্চিমবঙ্গে গঠিত প্রথম মন্ত্রীসভার মন্ত্রীদের নাম ও ভারপ্রাপ্ত দপ্তরের লিস্ট দেওয়া হলো। জিকে এবং ইতিহাসের বিষয় হিসাবে বিভিন্ন পরীক্ষাতে এপি অংশ প্রশ্ন আসতে প্রায়ই দেখা যায়। যেমন:- পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন? ইত্যাদি।

পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা তালিকা – First Cabinet of West Bengal

নংমন্ত্রকমন্ত্রী
মুখ্যমন্ত্রীড. প্রফুল্ল চন্দ্র ঘোষ
স্পিকারঈশ্বর চন্দ্র জালাল
স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষাদপ্তরড. প্রফুল্ল চন্দ্র ঘোষ
অর্থমন্ত্রীযাদবেন্দ্রনাথ পাঁজা
স্বাস্থ্যমন্ত্রীবিমলচন্দ্র সিনহা
বাণিজ্য, শ্রম ও শিক্ষামন্ত্রীসুরেশচন্দ্র ব্যানার্জি
ভূমি ও ভূমিরাজস্ব মন্ত্রীকালিদাস মুখার্জি
কৃষি, বন ও মৎস্য মন্ত্রীহেমচন্দ্র নস্কর
সমবায় ঋণ ও ত্রাণ মন্ত্রীকমলকৃষ্ণ রায়
১০সেচ, পূর্ত, গৃহনির্মাণ ও জলপথ মন্ত্রীনিকুঞ্জবিহারী মাইতি
১১অসামরিক সরবরাহ মন্ত্রীরাধানাথ দাস
১২বিচার ও আইনমন্ত্রীমোহিনীমোহন বর্মণ

Leave a Comment