বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর তালিকা: আজ বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তালিকা PDF টি আপনাদের সঙ্গে বাংলায় শেয়ার করছি, যেটিতে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নামের তালিকা দেওয়া আছে। পরীক্ষাতে এই মহিলা মুখ্যমন্ত্রী থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? ইত্যাদি।
বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর তালিকা – First Female Chief Minister Of Indian States
নং | রাজ্য | প্রথম মহিলা মুখ্যমন্ত্রী |
---|---|---|
১ | আসাম | সৈয়দা আনোয়ারা তৈমূর |
২ | উড়িষ্যা | নন্দিনী সতপথী |
৩ | উত্তর প্রদেশ | সুচেতা কৃপালিনী |
৪ | গুজরাট | আনন্দীবেন প্যাটেল |
৫ | গোয়া | শশীকলা কাকোড়কর |
৬ | জম্মু ও কাশ্মীর | মেহবূবা মুফতি |
৭ | তামিলনাড়ু | জনকী রামচন্দ্রন |
৮ | দমন ও দিউ | শশীকলা কাকোড়কর |
৯ | দিল্লি | সুষমা স্বরাজ |
১০ | পশ্চিমবঙ্গ | মমতা ব্যানার্জি |
১১ | পাঞ্জাব | রাজিন্দর কাউর ভাট্টাল |
১২ | বিহার | রাবড়ি দেবী |
১৩ | মধ্যপ্রদেশ | উমা ভারতী |
১৪ | রাজস্থান | বসুন্ধরা রাজে |