পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা তালিকা: আজকের পোস্টে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
বিভিন্ন চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আইএএস ছিলেন ? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা তালিকা – পশ্চিমবঙ্গের প্রথম মহিলা
নং | ক্ষেত্র | প্রথম মহিলা |
---|---|---|
১ | প্রথম মহিলা মুখ্যমন্ত্রী | মমতা বন্দ্যোপাধ্যায় |
২ | প্রথম শহীদ | মাতঙ্গিনী হাজরা |
৩ | প্রথম আই. এ. এস | রমা মজুমদার |
৪ | প্রথম একাডেমী পুরস্কার | মৈত্রেয়ী দেবী |
৫ | প্রথম এভারেস্ট আহরণ | ক্যাপ্টেন শিপ্রা মজুমদার |
৬ | প্রথম এম. এ | চন্দ্রমুখী বসু |
৭ | প্রথম কমার্শিয়াল পাইলট | দূর্বা বন্দ্যোপাধ্যায় |
৮ | প্রথম জেলা শাসক | রানু ঘোষ |
৯ | প্রথম জ্ঞানপীঠ পুরস্কার | আশাপূর্ণা দেবী |
১০ | প্রথম ডি.এস. সি | অসীমা চট্টোপাধ্যায় |
১১ | প্রথম দক্ষিণ মেরু যাত্রী | সুদীপ্তা সেনগুপ্ত |
১২ | প্রথম প্যারাসুট অবতরণকারী | গীতা চন্দ্ |
১৩ | প্রথম রাজ্যপাল | পদ্মজা নাইডু |
১৪ | প্রথম লেনিন শান্তি পুরস্কার | অরুনা আসফ আলি |
১৫ | প্রথম নোবেল জয়ী মহিলা | মাদার টেরিজা |
১৬ | প্রথম মহিলা ডাক্তার (ফিজিশিয়ান) | কাদম্বিনী গাঙ্গুলি |