পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা তালিকা – পশ্চিমবঙ্গের প্রথম মহিলা

Rate this post

পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা তালিকা: আজকের পোস্টে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

বিভিন্ন চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আইএএস ছিলেন ? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা তালিকা – পশ্চিমবঙ্গের প্রথম মহিলা

নংক্ষেত্রপ্রথম মহিলা
 প্রথম মহিলা মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়
প্রথম শহীদমাতঙ্গিনী হাজরা
প্রথম আই. এ. এসরমা মজুমদার
প্রথম একাডেমী পুরস্কার মৈত্রেয়ী দেবী
প্রথম এভারেস্ট আহরণক্যাপ্টেন শিপ্রা মজুমদার
প্রথম এম. এচন্দ্রমুখী বসু
প্রথম কমার্শিয়াল পাইলটদূর্বা বন্দ্যোপাধ্যায়
প্রথম জেলা শাসকরানু ঘোষ
প্রথম জ্ঞানপীঠ পুরস্কারআশাপূর্ণা দেবী
১০প্রথম ডি.এস. সিঅসীমা চট্টোপাধ্যায়
১১প্রথম দক্ষিণ মেরু যাত্রীসুদীপ্তা সেনগুপ্ত
১২প্রথম প্যারাসুট অবতরণকারীগীতা চন্দ্
১৩প্রথম রাজ্যপালপদ্মজা নাইডু
১৪প্রথম লেনিন শান্তি পুরস্কারঅরুনা আসফ আলি
১৫প্রথম নোবেল জয়ী মহিলামাদার টেরিজা
১৬প্রথম মহিলা ডাক্তার (ফিজিশিয়ান)কাদম্বিনী গাঙ্গুলি

Leave a Comment