বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা – First Indian Woman: আজ বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা PDF টি শেয়ার করছি, যেটিতে ভারতের বিভিন্ন ক্ষেত্র এবং সেগুলিতে নিযুক্ত প্রথম মহিলাদের নামের তালিকা লিপিবদ্ধ করা হল। বিভিন্ন Competitive Exam-এ এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন:- ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ইত্যাদি।
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা – First Indian Woman
১ | ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি | প্রতিভা পাটিল |
২ | ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী | ইন্দিরা গান্ধী |
৩ | ভারতের প্রথম মহিলা রাজ্যপাল | সরোজিনী নাইডু |
৪ | ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী | সুচেতা কৃপালিনী |
৫ | প্রথম ভারতীয় মিসেস ওয়ার্ল্ড | অদিতি গোয়িত্রিকার |
৬ | বুকার প্রাইজ জয়ী প্রথম ভারতীয় মহিলা | অরুন্ধতী রায় |
৭ | প্রথম ভারতীয় মহিলা ডক্টরেট (বিজ্ঞান) | অসীমা চ্যাটার্জী |
৮ | ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি | অ্যানি বেসান্ত |
৯ | প্রথম ভারতীয় মহিলা বিচারপতি (হাইকোর্ট) | আন্না চান্ডি |
১০ | ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু | আরতি সাহা |
১১ | জ্ঞানপীঠ পুরষ্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা | আশাপূর্ণা দেবী |
১২ | প্রথম ভারতীয় মহিলা IAS অফিসার | ঈশা বসন্ত যোশী |
১৩ | প্রথম ভারতীয় মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট) | এম. ফতিমা বিবি |
১৪ | এশিয়ান গেমসের সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা | কমলজিৎ সাঁধু |
১৫ | ম্যাগসেসে পুরষ্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা | কমলাদেবী চ্যাটার্জী |
১৬ | অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা | কর্ণম মালেশ্বরী |
১৭ | রাজীব গান্ধী খেলরত্ন প্রাপক প্রথম ভারতীয় মহিলা | কর্নম মালেশ্বরী |
১৮ | ভারতের প্রথম মহিলা আইনজীবী | কর্নেলিয়া সোরাবজী |
১৯ | প্রথম ভারতীয় মহিলা রাজ্য পুলিশ ডি.জি | কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য্য |
২০ | ভারতের প্রথম মহিলা স্নাতক | কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু |
২১ | ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স) | কামিনী রায় |
২২ | প্রথম ভারতীয় মহিলা IPS অফিসার | কিরন বেদী |
২৩ | ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার (দাবা) | কোনেরু হাম্পি |
২৪ | মিস এশিয়া প্যাসিফিক জয়ী প্রথম ভারতীয় মহিলা | জিনাত আমন |
২৫ | প্রথম ভারতীয় মহিলা মুখ্য তথ্য কমিশনার | দীপক সাঁধু |
২৬ | মিস আর্থ খেতাব জয়ী প্রথম ভারতীয় মহিলা | নিকোল ফারিয়া |
২৭ | আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য | নীতা আম্বানি |
২৮ | অশোক চক্র প্রাপক প্রথম ভারতীয় মহিলা | নীরজা ভানোট |
২৯ | প্রথম ভারতীয় মহিলা অলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট | পি. টি. উষা |
৩০ | অলিম্পিকে রূপো জয়ী প্রথম ভারতীয় মহিলা | পি. ভি. সিন্ধু |
৩১ | প্রথম ভারতীয় মহিলা লেফটেন্যান্ট জেনারেল | পুনীতা অরোরা |
৩২ | প্রথম ভারতীয় প্রথম এভারেস্ট জয়ী মহিলা | বাচেন্দ্রী পাল |
৩৩ | রাষ্ট্রসংঘের সাধারন পরিষদের প্রথম ভারতীয় মহিলা সভাপতি | বিজয়লক্ষ্মী পন্ডিত |
৩৪ | প্রথম ভারতীয় মহিলা মুখ্য নির্বাচন কমিশনার | ভি এস রামাদেবী |
৩৫ | ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী | মমতা ব্যানার্জী |
৩৬ | ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী | মাদার টেরেসা |
৩৭ | আন্টার্কটিকাতে পদাপর্নকারী মপ্রথম ভারতীয় হিলা | মাহেল মুসা |
৩৮ | ফিল্ম ফেয়ার বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডে ভূষিত প্রথম | মীনা কুমারী |
৩৯ | প্রথম ভারতী য়মহিলা স্পিকার (লোকসভা) | মীরা কুমার |
৪০ | অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা বক্সার | মেরি কম |
৪১ | ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী | রাজকুমারী অমৃতা কৌর |
৪২ | প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড | রিতা ফারিয়া |
৪৩ | UPSC এর প্রথম ভারতীয় মহিলা চেয়ারম্যান | রোজে বেথেউ |
৪৪ | প্রথম ভারতীয় মিস ইন্টারকন্টিনেন্টাল | লারা দত্ত |
৪৫ | ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (হাইকোর্ট) | লীলা শেঠ |
৪৬ | প্রথম ভারতীয় মহিলা সেনা (স্থলবাহিনী) | শান্তি টিগ্গা |
৪৭ | ভারত রত্ন জয়ী প্রথম ভারতীয় মহিলা | শ্রীমতী ইন্দিরা গান্ধী |
৪৮ | প্রথম ভারতীয় মহিলা বিদেশমন্ত্রী | শ্রীমতী সুষমা স্বরাজ |
৪৯ | WTA (টেনিস) টাইটেল জয়ী প্রথম ভারতীয় মহিলা | সানিয়া মির্জা |
৫০ | ভারতের প্রথম মহিলা ট্রেন চালক | সুরেখা যাদব |
৫১ | প্রথম ভারতীয় মিস ইউনিভার্স | সুস্মিতা সেন |
৫২ | প্রথম ভারতীয় মহিলা পাইলট (এয়ার ফোর্স) | হরিতা কৌর দেওল |
প্রশ্নঃ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তরঃ মিসেস মিরা সাহিব ফাতিমা বিবি।
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ শ্রীমতি ইন্দিরা গান্ধী।
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ প্রতিভা সিং পাতিল।
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ সুচেতা কৃপালনী।
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
উত্তরঃ সরোজিনী নাইডু।