বিভিন্ন কৃষিজ পণ্য উৎপাদনে প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাজ্য

Rate this post

বিভিন্ন কৃষিজ পণ্য উৎপাদনে প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাজ্য: ভারতে কৃষির ইতিহাস সুপ্রাচীন। প্রায় দশ হাজার বছর আগে এই ভূখণ্ডে কৃষিকাজের সূচনা হয়। বর্তমানে ভারত কৃষি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানের অধিকারী। ২০০৭ সালের হিসেব অনুযায়ী, দেশের জিডিপি-তে কৃষি এবং বনবিদ্যা, কাষ্ঠশিল্প ইত্যাদি কৃষি-সহায়ক ক্ষেত্রগুলির অবদান ১৬.৬ শতাংশ। ভারতের মোট শ্রমশক্তির ৫২ শতাংশই এই ক্ষেত্রে নিযুক্ত। জিডিপি-তে কৃষিক্ষেত্রের অবদান বর্তমানে অনেকটা কমলেও, এই ক্ষেত্র আজও ভারতের বৃহত্তম অর্থনৈতিক ক্ষেত্র এবং দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী।

দুগ্ধ, কাজুবাদাম, নারকেল, চা,পাট, আদা, হরিদ্রা ও কালো মরিচ,আম, লেবু,পেঁপে,ফুলকপি , উৎপাদনে ভারতের স্থান বিশ্বে প্রথম। কফি উৎপাদনে ভারতের স্থান বিশ্বে ষষ্ঠ। গবাদি পশুর সংখ্যার হিসেবেও ভারতের স্থান বিশ্বে প্রথম (২৮১,০০০,০০০)। গম, ধান, আখ, চিনাবাদাম,পেঁয়াজ ও অন্তর্দেশীয় মৎস্য উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়। তামাক উৎপাদনে ভারতের স্থান বিশ্বে তৃতীয়। বিশ্বের মোট উৎপাদিত ফলের ১০ শতাংশ ভারতে উৎপাদিত হয়। কলা ও সাপোটা উৎপাদনে ভারতের স্থান বিশ্বে প্রথম।

বিভিন্ন কৃষিজ পণ্য উৎপাদনে প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাজ্য

ফসলের নামপ্রথমদ্বিতীয়তৃতীয়
আঁখউত্তরপ্রদেশমধ্যপ্রদেশমহারাষ্ট্র
কফিকর্ণাটককেরালাতামিলনাড়ু
গমউত্তরপ্রদেশপাঞ্জাবহরিয়ানা
চাঅসমপশ্চিমবঙ্গহিমাচল প্রদেশ
তামাকগুজরাটআন্দ্রপ্রদেশকর্ণাটক
তুলামহারাষ্ট্রগুজরাটআন্দ্রপ্রদেশ
তৈলবীজমধ্যপ্রদেশমহারাষ্ট্রগুজরাট
ধানপশ্চিমবঙ্গপাঞ্জাবউত্তরপ্রদেশ
পশমকর্ণাটকজম্মু ও কাশ্মীরআন্দ্রপ্রদেশ
পাটপশ্চিমবঙ্গবিহারঅসম
বাজরারাজস্থানগুজরাটমহারাষ্ট্র
বাদামগুজরাটতামিলনাড়ুঅন্ধ্রপ্রদেশ
ভুট্টামধ্যপ্রদেশঅন্ধ্রপ্রদেশকর্ণাটক
রবারকেরালাতামিলনাড়ুকর্ণাটক
সরিষারাজস্থানউত্তরপরেশহরিয়ানা
ডালমধ্যপ্রদেশমহারাষ্ট্রউত্তরপ্রদেশ
সয়াবিনমধ্যপ্রদেশমহারাষ্ট্ররাজস্থান
সূর্যমুখীকর্ণাটকঅন্ধ্রপ্রদেশমহারাষ্ট্র

Leave a Comment