ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য

Rate this post

ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য: লোকনৃত্য কোনো জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ নৃত্য। এ নৃত্য বিশেষ কোনো নরগোষ্ঠী, অঞ্চল বা উপজাতীয় সংস্কৃতির ওপর ভিত্তি করে উদ্ভূত ও বিকশিত। এর সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জীবিকা নির্বাহ, সামাজিক রীতিনীতি ও ধর্মীয় সংস্কারের একটা গভীর সম্পর্ক থাকে। বাংলাদেশে সুদূর অতীত থেকে নৌকা বাওয়া, মাছ ধরা, ফসল কাটা, বিবাহ ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে লোকনৃত্যের উদ্ভব ও চর্চা হয়ে আসছে।

ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য

রাজ্যলোকনৃত্য সমূহ
অন্ধ্রপ্রদেশকুচিপুড়ি
অরুণাচল প্রদেশচালো
পপির
অসমবিহু
খেল গোপাল
রাসলীলা
উত্তরপ্রদেশনৌটঙ্কি
রাসলীলা
কাজরী
চাপেলি
উত্তরাখণ্ডকাজরী
রাসলীলা
চাপেলি
ওড়িশাওডিশি
সাভারি
ছৌ
ঘুমারা
কর্ণাটকযক্ষগণ
হাত্তারি
সুগি
কুনিথা
কেরালাকথাকলি
মোহিনীনাট্টম
কাইকোটিকালি
গুজরাটগর্বা
ডান্ডিয়া রাস
টিপ্পানি
গোয়াতালগাদি
মান্ডো
ছত্রিশগড়পন্থি
জম্মু ও কাশ্মীররাউত
হিকাত
দামালি
ঝাড়খণ্ডছৌ
সরহুল
তামিলনাড়ুভরতনাট্যম
কুমি
কলাট্টম
ত্রিপুরাহোজাগিরি
নাগাল্যান্ডরংমা
বাম্বু
পশ্চিমবঙ্গছৌ,
বাউল
কাঁথি
কীর্তন
যাত্রা
গম্ভীরা
পাঞ্জাবভাংরা
গিদ্দা
বিহারযাতা যতিন
ঝিঝিয়া
কাজারি
মণিপুররাসলীলা
মণিপুরী
মধ্যপ্রদেশমাটকি
আদা
ফুলপতি
মহারাষ্ট্রতামাশা
লেজিন
গাফা
দাহিকলা
লোভানি
মিজোরামখুয়াল্লাম
চেরাউ
মেঘালয়লহো
রাজস্থানঘুমার
চক্রী
গাঙ্গোর
ঝুমা
ঝুলন লীলা
সিকিমসিকমারি
খুকুরি
হিমাচল প্রদেশঝোড়া
ঝালি
ছাড়ি
নাটি 

Leave a Comment