কোন ঐতিহাসিক পর্যটক কার আমলে ভারতে আসেন – ভারতে আগত বিদেশী পর্যটক

Rate this post

কোন ঐতিহাসিক পর্যটক কার আমলে ভারতে আসেন – ভারতে আগত বিদেশী পর্যটক: আজ ভারতে আগত বিদেশী পর্যটকদের তালিকা PDটি শেয়ার করছি ,যেটিতে বিভিন্ন বাইরের দেশ থেকে তথা বিদেশ থেকে ভারতে আসা সমস্ত পর্যটকদের সম্পূর্ণ তথ্য বিশদ ভাবে উপস্থাপন করা হয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায়। কারণ এই ইতিহাসের এই অধ্যায় থেকে প্রায়শই প্রশ্ন এসেই থাকে, যেমন:- কার রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন? চীনা পরিব্রাজক ফা হিয়েন কার আমলে ভারতে আসেন? ইত্যাদি। 

কোন ঐতিহাসিক পর্যটক কার আমলে ভারতে আসেন – ভারতে আগত বিদেশী পর্যটক

নংপর্যটকআমল
হিউয়েন সাংহর্ষবর্ধন
পিটার মুণ্ডিশাহজাহান
বার্নিয়েশাহজাহান
তেভানিয়েশাহজাহান
ইবন বতুতামহম্মদ বিন-তুঘলক
দেইমাকসবিন্দুসার
নিকোলো কন্টিপ্রথম দেবরায়
আব্দুর রজ্জাকদ্বিতীয় দেবরায়
ফা-হিয়েনদ্বিতীয় চন্দ্রগুপ্ত
১০টমাস রোজাহাঙ্গীর
১১উইলিয়াম হকিন্সজাহাঙ্গীর
১২ফ্রান্সিসকো পেলসার্টজাহাঙ্গীর
১৩মেগাস্থিনিসচন্দ্রগুপ্ত মৌর্য
১৪ডোমিনিগো পেজকৃষ্ণদেব রায়
১৫মানুচিঔরঙ্গজেব
১৬স্যার উইলিয়াম নোরিসঔরঙ্গজেব

Leave a Comment