কোন ঐতিহাসিক পর্যটক কার আমলে ভারতে আসেন – ভারতে আগত বিদেশী পর্যটক: আজ ভারতে আগত বিদেশী পর্যটকদের তালিকা PDটি শেয়ার করছি ,যেটিতে বিভিন্ন বাইরের দেশ থেকে তথা বিদেশ থেকে ভারতে আসা সমস্ত পর্যটকদের সম্পূর্ণ তথ্য বিশদ ভাবে উপস্থাপন করা হয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায়। কারণ এই ইতিহাসের এই অধ্যায় থেকে প্রায়শই প্রশ্ন এসেই থাকে, যেমন:- কার রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন? চীনা পরিব্রাজক ফা হিয়েন কার আমলে ভারতে আসেন? ইত্যাদি।
কোন ঐতিহাসিক পর্যটক কার আমলে ভারতে আসেন – ভারতে আগত বিদেশী পর্যটক
নং | পর্যটক | আমল |
---|---|---|
১ | হিউয়েন সাং | হর্ষবর্ধন |
২ | পিটার মুণ্ডি | শাহজাহান |
৩ | বার্নিয়ে | শাহজাহান |
৪ | তেভানিয়ে | শাহজাহান |
৫ | ইবন বতুতা | মহম্মদ বিন-তুঘলক |
৬ | দেইমাকস | বিন্দুসার |
৭ | নিকোলো কন্টি | প্রথম দেবরায় |
৮ | আব্দুর রজ্জাক | দ্বিতীয় দেবরায় |
৯ | ফা-হিয়েন | দ্বিতীয় চন্দ্রগুপ্ত |
১০ | টমাস রো | জাহাঙ্গীর |
১১ | উইলিয়াম হকিন্স | জাহাঙ্গীর |
১২ | ফ্রান্সিসকো পেলসার্ট | জাহাঙ্গীর |
১৩ | মেগাস্থিনিস | চন্দ্রগুপ্ত মৌর্য |
১৪ | ডোমিনিগো পেজ | কৃষ্ণদেব রায় |
১৫ | মানুচি | ঔরঙ্গজেব |
১৬ | স্যার উইলিয়াম নোরিস | ঔরঙ্গজেব |