বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত তালিকা – Formula of Acids

Rate this post

বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত তালিকা – Formula of Acids: আজ বিভিন্ন অ্যাসিডের সংকেত তালিকা PDF টি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য কয়েকটি অ্যাসিডের নাম ও সংকেত দেওয়া হলো। রসায়নের অন্যতম একটি অধ্যায় হিসাবে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অধিক রয়েছে। যেমন:- হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কী? সালফিউরিক অ্যাসিডের সংকেত কী? ইত্যাদি।

যে সমস্ত যৌগ জলে দ্রবীভূত হয়ে H+ আয়ন (বা H3O+ আয়ন) তৈরী করে এবং ক্ষারকের সাথে বিক্রিয়ার লবণ ও জল উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে।

বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত তালিকা

নংঅ্যাসিডসংকেত
অলিক অ্যাসিডC18H34O2
স্টিয়ারিক অ্যাসিডC18H36O2
পাইরুভিক অ্যাসিডC3H4O3
টারটারিক অ্যাসিডC4H6O6
গুকোনিক অ্যাসিডC6H12O7
কার্বলিক অ্যাসিডC6H6O
সাইট্রিক অ্যাসিডC6H8O7
ল্যাকটিক অ্যাসিডCH3CH(OH)COOH
অ্যাসিটিক অ্যাসিডCH3COOH
১০কার্বনিক অ্যাসিডH2CO3
১১সিলিকিক অ্যাসিডH2SiO3
১২সালফিউরাস অ্যাসিডH2SO3
১৩সালফিউরিক অ্যাসিডH2SO4
১৪বোরিক অ্যাসিডH3BO3
১৫ফসফরাস অ্যাসিডH3PO3
১৬ফসফরিক অ্যাসিডH3PO4
১৭হাইড্রোব্রোমিক অ্যাসিডHBr
১৮হাইড্রো ক্লোরিক অ্যাসিডHCl
১৯হাইপো ক্লোরাস অ্যাসিডHClO
২০ক্লোরিক অ্যাসিডHClO3
২১পারক্লোরিক অ্যাসিডHClO4
২২সায়ানিক অ্যাসিডHCNO
২৩ফরমিক অ্যাসিডHCOOH
২৪হাইড্রো আয়োডিক অ্যাসিডHI
২৫নাইট্রাস অ্যাসিডHNO2
২৬নাইট্রিক অ্যাসিডHNO3
২৭পামিটিক অ্যাসিডHNO3
২৮অক্সালিক অ্যাসিডHOOC-COOH
২৯হাইড্রোজোয়িক অ্যাসিডN3H

Leave a Comment