ধর্ম ও ধর্মীয় মতবাদের প্রবর্তক PDF – Founder of Religious Doctrine: আজ বিভিন্ন ধর্ম ও মতবাদের প্রবর্তক তালিকাটি শেয়ার করছি, যেটিতে ভারতের বিভিন্ন ধর্ম ও ধর্মীয় মতবাদের প্রতিষ্ঠাতাদের নামের লিস্ট বাংলায় দেওয়া আছে। ইতিহাস ও জিকের অংশ হিসাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ও ক্যুইজে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা কে? দীন-ই-ইলাহীর প্রতিষ্ঠাতা কে? ইত্যাদি।
ধর্ম ও ধর্মীয় মতবাদের প্রবর্তক PDF – Founder of Religious Doctrine
০১) শিখ ধর্ম : গুরু নানক
০২) বৌদ্ধ ধর্ম : গৌতম বুদ্ধ
০৩) জৈন ধর্ম : ঋষভনাথ, মহাবীর
০৪) ইসলাম ধর্ম : হযরত মহম্মদ
০৫) হিন্দু ধর্ম : আর্যজাতি
০৬) বৈষ্ণব ধর্ম : চৈতন্যদেব
০৭) অদ্বৈতবাদ : শংকরাচার্য
০৮) কর্মবাদ : গৌতম বুদ্ধ
০৯) অবিনশ্বর বাদ : গার্গয়ন
১০) পঞ্চ মহোদয় : মহাবীর
১১) সর্বেশ্বরবাদ : বাবর
১২) দ্বৈতবাদ : বল্লভাচার্য
১৩) অজ্ঞাতাবাদ : দীর্ঘতমা
১৪) চতুর্যম সম্বর : পার্শ্বনাথ
১৫) দিন-ই-ইলাহী : আকবর
১৬) কালবাদ : অসমর্যন
ধর্ম ও ধর্মীয় মতবাদের প্রবর্তক
ধর্ম – মতবাদ | প্রতিষ্ঠাতা |
---|---|
বৌদ্ধ ধর্ম | গৌতম বুদ্ধ |
জৈন ধর্ম | ঋষভনাথ |
বৈষ্ণব ধর্ম | চৈতন্যদেব |
শিখ ধর্ম | গুরুনানক |
আজিবক ধর্ম | মংখলি পুত্ত |
কালবাদ | অঘমর্ষণ |
অজ্ঞেয়তাবাদ | দীর্ঘতমা |
সর্বেশ্বরবাদ | বাধ্বর |
পঞ্চ মহোদ্বয় | মহাবীর |
প্রতিত্যসমুৎ পাদবাদ | গৌতম বুদ্ধ |
কর্মবাদ | গৌতম বুদ্ধ |
চতুর্যাম সম্বর | পার্শ্বনাথ |
অবিনশ্বরবাদ | গার্গ্যায়ন |
প্রজ্ঞাত্মনবাদ | প্রতর্দন |
অদ্বৈতবাদ | শঙ্করাচার্য |
দ্বৈতবাদ | বল্লভাচার্য |
দীন-ই-ইলাহী | আকবর |