বিভিন্ন কোম্পানি ও তার প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা কাল: একটি কোম্পানি হল একটি আইনি সংস্থা যা একটি ব্যবসার সঙ্গে জড়িত এবং কোম্পানিটি পরিচালনা করার জন্য একটি গোষ্ঠীর দ্বারা গঠিত হয়। বাণিজ্যিক বা শিল্প উদ্যোগ ব্যবসায়িক কার্যকলাপ থেকে লাভ উৎপাদনের জন্য প্রতিষ্ঠিত হয় কোম্পানি। এবং এই বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠাতা ও সাল রয়েছে যেগুলি নীচে দেওয়া হল।
কোম্পানি প্রতিষ্ঠাতা এমন কোন ব্যক্তি হয় যিনি নিজস্ব কোম্পানি শুরু করেন। একজন কোম্পানির প্রতিষ্ঠাতা এমন একজন ব্যক্তি যার একটি নির্দিষ্ট ব্যাবসা সম্পর্কে সুদক্ষ ধারণা থাকে। যদি কোন কোম্পানির একাধিক প্রতিষ্ঠাতা থাকে তখন তাদের সহ প্রতিষ্ঠাতা বলে। আমরা আজকে জানবো বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠাতা সম্পর্কে।
পৃথিবীর কিছু সফল এবং বিখ্যাত কোম্পানিগুলির পিছনে এমন ব্যক্তিদের হাত রয়েছে যাদের প্রতিষ্ঠাতা পিতা বলা হয়। তারাই ওই সমস্ত কোম্পানি গুলির ব্যবসা এবং ব্র্যান্ডগুলি শুরু এবং প্রতিষ্ঠা করেছে যা বছরের পর বছর এমনকি কয়েক শতাব্দী ধরে গ্রাহকদের সেবা করে চলেছে। নিচে পৃথিবীর বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠাতা তালিকা PDF সহ দেওয়া হল যেগুলি তোমাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করবে।
বিভিন্ন কোম্পানি ও তার প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা কাল
কোম্পানি | প্রতিষ্ঠাতা | প্রতিষ্ঠার সময় |
---|---|---|
Google এর প্রতিষ্ঠাতা | ল্যারি পেজ, সার্ফ ব্রিন | ১৯৯৮ সাল |
Microsoft এর প্রতিষ্ঠাতা | বিল গেটস, পল অ্যালেন | ১৯৭৫ সাল |
WhatsApp এর প্রতিষ্ঠাতা | ব্রায়ান অ্যাক্টন, জন কাউম | ২০০৯ সাল |
Telegram এর প্রতিষ্ঠাতা | পাভেল দূরভ ও নিকোলাই দূরভ | ২০১৩ সাল |
Amazon এর প্রতিষ্ঠাতা | জেফ বোজেস | ১৯৯৪ সাল |
Yahoo এর প্রতিষ্ঠাতা | ডেভিড ফিলো, জেরি ইয়াং | ১৯৯৪ সাল |
Apple এর প্রতিষ্ঠাতা | স্টিভ জবস | ১৯৭৬ সাল |
Wikipedia এর প্রতিষ্ঠাতা | জিমি ওয়েলস | ২০০১ সাল |
Motorola এর প্রতিষ্ঠাতা | পল ও জোসেফ গ্যাবলিন | ১৯২৮ সাল |
Facebook এর প্রতিষ্ঠাতা | মার্ক জুকারবার্গ | ২০০৪ সাল |
Alibaba এর প্রতিষ্ঠাতা | জ্যাক মা | ১৯৯৯ সাল |
Nokia এর প্রতিষ্ঠাতা | ফ্রেডরিক আইডেস্টাম, লিও মেসেলিন, এডুয়ার্ড পোলোন | ১৮৬৫ সাল |
Ebay এর প্রতিষ্ঠাতা | পিয়েরি ওমিডিয়ার | ১৯৯৫ সাল |
Twitter এর প্রতিষ্ঠাতা | জ্যাক ড্রস | ২০০৬ সাল |
Instagram এর প্রতিষ্ঠাতা | কেভিন সিস্ট্রোম, মাইক কারিসার | ২০১০ সাল |
YouTube এর প্রতিষ্ঠাতা | জাভেদ করিমস্টি চেন | ২০০৫ সাল |
Skype এর প্রতিষ্ঠাতা | নিক্লাস জেনস্ট্রোম ও জ্যানাস ফ্রিস | ২০০৩ সাল |
Tesla এর প্রতিষ্ঠাতা | এলন মাস্ক | ২০০৩ সাল |
Intel এর প্রতিষ্ঠাতা | গর্ডন মুর | ১৯৬৮ সাল |
Samsung এর প্রতিষ্ঠাতা | লি বাইংচু | ১৯৮৩ সাল |
Walmart এর প্রতিষ্ঠাতা | স্যাম ওয়ালটন | ১৯৬২ সাল |
Reliance এর প্রতিষ্ঠাতা | ধীরুভাই আম্বানি | ১৯৯৭ সাল |
Flipkart এর প্রতিষ্ঠাতা | শচীন বানসাল এবং বিনি বানসাল | ২০০৭ সাল |
Paytm এর প্রতিষ্ঠাতা | বিজয় শেখর শর্মা | ২০১০ সাল |
PhonePe এর প্রতিষ্ঠাতা | সমীর নিগম, রাহুল চারি, বুরজিন ইঞ্জিনিয়ার | ২০১৫ সাল |
Bharti Airtel এর প্রতিষ্ঠাতা | সুনীল ভারতী মিত্তল | ১৯৯৫ সাল |
1. Google এর প্রতিষ্ঠাতা কে ?
উ: ল্যারিপেজ সার্জ ব্রিন
2. ইউটিউব এর প্রতিষ্ঠাতা কে ?
উ: জাবেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন
3. গুগল কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উ: 1998 সালে
4. Alibaba এর প্রতিষ্ঠাতা কে ?
উ: জ্যাক মা
5. Skype এর প্রতিষ্ঠাতা কে ?
উ: নিক্লাস জেনস্ট্রোম জ্যানাস ফ্রিস
6. Intel এ প্রতিষ্ঠাতা কে ?
উ: গর্ডন মুর
7. ইন্সটাগ্ৰাম এর প্রতিষ্ঠাতা কে ?
উ: কেভিন সিস্ট্রোম, মাইক কারিসার
8. Tesla এর প্রতিষ্ঠাতা কে ?
উ: এলোন মাস্ক
9. Microsoft এর প্রতিষ্ঠাতা কে ?
উ: বিল গেটস পল অ্যালেন
10. অ্যাপেল এর প্রতিষ্ঠাতা কে ?
উ: স্টিভ জবস, স্টিভ আজনিয়াক, রানাল্ড ওয়ানে