ভারতের বিভিন্ন ব্যাংকের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর: আজ ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে ভারতের উল্লেখযোগ্য ব্যাঙ্কের স্থাপন সাল ও হেড কোয়ার্টার গুলি দেওয়া হয়েছে বাংলায়। সরকারি ও বেসরকারী চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসবেই। যেমন:- ভারতীয় স্টেট ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? HDFC Bank কত সালে প্রতিষ্ঠিত হয়? ইত্যাদি।
ভারতের বিভিন্ন ব্যাংকের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর
নং | ব্যাঙ্ক | প্রতিষ্ঠা সাল | সদর দপ্তর |
---|---|---|---|
১ | Bandhan Bank | ২০১৫ | কলকাতা |
২ | UCO Bank | ৬ই জানুয়ারী, ১৯৪৩ | কলকাতা |
৩ | Indian Overseas Bank | ১০ই ফেব্রুয়ারী, ১৯৩৭ | চেন্নাই |
৪ | Equitas Small Finance Bank | ২০০৭ | চেন্নাই |
৫ | Punjab National Bank | ১৯শে মে, ১৮৯৪ | নিউ দিল্লি |
৬ | Canara Bank | ১লা জুলাই, ১৯০৬ | বেঙ্গালুরু |
৭ | ICICI Bank | ১৯৯৪ | ভাদোদরা |
৮ | Bank of Baroda | ২০শে জুলাই, ১৯০৮ | ভাদোদরা |
৯ | SBI | ১লা জুলাই, ১৯৫৫ | মুম্বাই |
১০ | HDFC Bank | আগস্ট, ১৯৯৪ | মুম্বাই |
১১ | Axis Bank | ১৯৯৩ | মুম্বাই |
১২ | Bank of India | ৭ই সেপ্টেম্বর, ১৯০৬ | মুম্বাই |
১৩ | IDFC FIRST Bank | অক্টোবর, ২০১৫ | মুম্বাই |
১৪ | Kotak Mahindra Bank | ফেব্রুয়ারী, ২০০৩ | মুম্বাই |
১৫ | Yes Bank | ২০০৪ | মুম্বাই |
১৬ | IndusInd Bank | এপ্রিল, ১৯৯৪ | মুম্বাই |
১৭ | IDBI Bank | জুলাই, ১৯৬৪ | মুম্বাই |
১৮ | Central Bank of India | ২১শে ডিসেম্বর, ১৯১১ | মুম্বাই |
১৯ | RBL Bank | আগস্ট, ১৯৪৩ | মুম্বাই |
২০ | Union Bank of India | ১১ই নভেম্বর, ১৯১৯ | মুম্বাই |
২১ | J&K Bank | ১লা অক্টোবর, ১৯৩৮ | শ্রীনগর |