বিভিন্ন ভারতীয় ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল: আজ ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল ও সদর দপ্তর তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে ভারতের উল্লেখযোগ্য ব্যাঙ্কের স্থাপন সাল ও হেড কোয়ার্টার গুলি দেওয়া হয়েছে বাংলায়। সরকারি ও বেসরকারী চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসবেই। যেমন:- ভারতীয় স্টেট ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? HDFC Bank কত সালে প্রতিষ্ঠিত হয়? ইত্যাদি।
বিভিন্ন ভারতীয় ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল – Founding Year and Headquarter of Indian Bank
ব্যাঙ্ক প্রতিষ্ঠাকাল ব্যাঙ্ক অব হিন্দুস্থান ১৭৭০ ব্যাঙ্ক অব বেঙ্গল ১৮০৬ ব্যাঙ্ক অব বোম্বাই ১৮৪০ ব্যাঙ্ক অব মাদ্রাজ ১৮৪৩ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১৮৯৪ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১৯৩৫ ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১৯৫৫ ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১৯৬৪ ন্যাশনাল ব্যাঙ্ক ফোর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ১৯৮২ EXIM ব্যাঙ্ক ১৯৮২ ইন্ড্রাস্ট্রিয়াল রিকনস্ট্রাকসন ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১৯৮৫ ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক ১৯৮৮ স্মল ইন্ড্রাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ১৯৯০ এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক ১৯৯২ নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ১৯৯৫
Founding Year and Headquarter of Indian Bank
ব্যাঙ্ক প্রতিষ্ঠা সাল হেড কোয়ার্টার SBI ১লা জুলাই, ১৯৫৫ মুম্বাই HDFC Bank আগস্ট, ১৯৯৪ মুম্বাই Axis Bank ১৯৯৩ মুম্বাই ICICI Bank ১৯৯৪ ভাদোদরা Bank of Baroda ২০শে জুলাই, ১৯০৮ ভাদোদরা Bank of India ৭ই সেপ্টেম্বর, ১৯০৬ মুম্বাই Bandhan Bank ২০১৫ কলকাতা IDFC FIRST Bank অক্টোবর, ২০১৫ মুম্বাই Kotak Mahindra Bank ফেব্রুয়ারী, ২০০৩ মুম্বাই Yes Bank ২০০৪ মুম্বাই Punjab National Bank ১৯শে মে, ১৮৯৪ নিউ দিল্লি IndusInd Bank এপ্রিল, ১৯৯৪ মুম্বাই IDBI Bank জুলাই, ১৯৬৪ মুম্বাই Central Bank of India ২১শে ডিসেম্বর, ১৯১১ মুম্বাই Canara Bank ১লা জুলাই, ১৯০৬ বেঙ্গালুরু UCO Bank ৬ই জানুয়ারী, ১৯৪৩ কলকাতা RBL Bank আগস্ট, ১৯৪৩ মুম্বাই Indian Overseas Bank ১০ই ফেব্রুয়ারী, ১৯৩৭ চেন্নাই Union Bank of India ১১ই নভেম্বর, ১৯১৯ মুম্বাই J&K Bank ১লা অক্টোবর, ১৯৩৮ শ্রীনগর Equitas Small Finance Bank ২০০৭ চেন্নাই