বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি

Rate this post

বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি: একটি স্নায়ু নিউরনের অ্যাক্সনের একগুচ্ছ বদ্ধ বান্ডিল,যা প্রান্তীয় স্নায়ু তন্ত্রের অংশ। এর মধ্য দিয়ে প্রান্তীয় অঙ্গে তড়িৎ-রাসায়নিক সংকেত আদান-প্রদান হয়।

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, অনুরূপ গঠনকে নিউরাল ট্র্যাক্ট বলে। নিউরনকে কখনও কখনও স্নায়ু কোষ বলা হলেও এটি পুরোপুরি সঠিক নয়, যেহেতু অনেক নিউরনই স্নায়ু গঠন করে না, আবার স্নায়ুতে অ-নিউরন কোষ যেমন সোয়ান কোষ থাকে, যা অ্যাক্সনকে মায়েলিনে আবৃত করে রাখে।

প্রতিটি স্নায়ু রজ্জুর ন্যায় গঠন, যাতে অনেক অ্যাক্সন বা স্নায়ু তন্তু (nerve fibre) থাকে। একটি স্নায়ুর মধ্যে প্রতিটি অ্যাক্সন যোজক কলার একটি স্তর দ্বারা আবৃত থাকে, যাকে এন্ডোনিউরিয়াম বলে।এরকম অনেকগুলো অ্যাক্সন মিলে নার্ভ ফ্যাসিকল করে। প্রতিটি ফ্যাসিকল যোজক কলার একটি স্তর দ্বারা আবৃত থাকে, যাকে পেরিনিউরিয়াম বলে। শেষে, সমস্ত স্নায়ু যোজক কলার আরেকটি স্তর দ্বারা আবৃত থাকে, যাকে এপিনিউরিয়াম বলে।

বিভিন্ন স্নায়ুর কাজ ও প্রকৃতি

নংস্নায়ুর নামপ্রকৃতিকাজ
অকুলোমোটরচেষ্টীয়অক্ষিগোলাকের সঞ্চালন
অডিটরীসংবেদীশ্রবণ ও ভারসাম্য রাখা
অপটিকসংবেদীদর্শন
অলফ্যাক্টরিসংবেদীঘ্রাণ
অ্যাবডুসেন্সচেষ্টীয়অক্ষিগোলকের সঞ্চালন
গ্লসোফ্যারিঞ্জিয়ালমিশ্রস্বাদগ্রহণ ও জিহ্‌বার সঞ্চালন
ট্রকলিয়ারচেষ্টীয়অক্ষিগোলকের সঞ্চালন
ট্রাইজেমিনালমিশ্রনেত্রপল্লব, ওষ্ঠ ও চোয়ালের সঞ্চালনে সহায়তা, চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতি গ্রহণ
ফেসিয়ালমিশ্রমুখবিবরের সঞ্চালন, লালা ও অশ্রু ক্ষরণ, আস্বাদন ও ত্বকের অনুভূতিতে সহায়তা
১০ভেগাসমিশ্রহৃদযন্ত্র, ফুসফুস, পাকস্থলী ও স্বরনালীর সঞ্চালন এবং নানা প্রকার অনুভূতি গ্রহণ
১১স্পাইনাল অ্যাকসেস্‌রিচেষ্টীয়মাথা ও কাঁধের সঞ্চালন
১২হাইপোগ্লোসালচেষ্টীয়জিহবার বিচলন

Leave a Comment