6th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – General Knowledge And Current Affairs 6th July 2023

Rate this post

6th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় General Knowledge And Current Affairs 6th July 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 6th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে General Knowledge And Current Affairs 6th July 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

6th জুলাই 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – General Knowledge And Current Affairs 6th July 2023 @gksolve.in

1. ফাইনালে কুয়েতকে হারিয়ে নবম SAFF চ্যাম্পিয়নশিপ 2023 জিতলো ভারত।

2. সিনিয়র পুরুষ সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে ক্রিকেটার অজিত আগারকার কে নিযুক্ত করা হলো।

3. ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NMDC) মিনারেল ডেভেলপমেন্ট এবং এমপ্লয়ার ব্রান্ডের জন্য ASSOCHAM আওয়ার্ড জিতলো।

4. ভারতের প্রথম ‘পুলিশ ড্রোন ইউনিট’ চেন্নাইতে লঞ্চ করা হলো।

5. ভারতের জি-20 সভাপতিত্বে স্টার্টআপ20 শিখর সামিট গুরুগ্রামে শুরু হলো।

6. Rape victims মাইনোর গার্লসদের জন্য ‘মিশন বাৎসল্য’ স্কীম লঞ্চ করলো কেন্দ্রীয় সরকার।

7. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশে সাই হীরা গ্লোবাল কনভেনশন সেন্টারের উদ্বোধন করলেন।

8. ভারতীয় সংরক্ষণবিদদের কে এলেফ্যান্ট ফ্যামিলি এনভায়রনমেন্টাল আওয়ার্ড প্রদান করলো ব্রিটেন।

9. ইরান সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) পূর্ণ সদস্য হলো।

10. AIFF মেন’স ফুটবলার অফ দি ইয়ার 2022-23 আওয়ার্ড জিতলেন Lallianzuala Chhangte.

আরও পড়ুন:

Leave a Comment