জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর 2024

Rate this post

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর 2024: আজ 5000+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করছি, যেটিতে খুবই গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর রয়েছে। সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তর বিভিন্ন Competitive Exam যেমন- WBCS, PSC, ICDS, Police Constable, Fire Operators, Railway Group D, NTPC, Clerkship সহ অন্যান্য পরীক্ষা গুলির প্রস্তুতিতে বিশেষ সাহায্য করবে বিশেষভাবে। 

০১) গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয় ?

উত্তর. কুষাণ

০২) টোপোগ্রাফিক ম্যাপ নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান দপ্তর কোথায় ?

উত্তর. দেরাদুন

০৩)  বরাকর কোন নদীর অন্যতম শাখানদী ?

উত্তর. দামোদর

০৪)  বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী ?

উত্তর. বনফুল

০৫)  ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায় ?

উত্তর.  ব্যাপন প্রক্রিয়ায়

০৬)  রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে ?

উত্তর.  ভিটামিন ডি

০৭)  নিউইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত  ?

উত্তর. হাডসন

০৮) কোন শহরকে ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয় ?

উত্তর.  আহমেদাবাদ

০৯) জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা (N.T.P.C) কত সালে গঠিত হয়েছে ?

উত্তর.  ১৯৭৫ সালে

১০) ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ?

উত্তর.  উত্তরপ্রদেশের গোরক্ষপুর [ ১৩৬৬.৩৩মিটার]

১১)  সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ?

উত্তর.  লিথিয়াম

১২)  ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায় ?

উত্তর.  নিউ দিল্লি

১৩)  নিউটন গতিসূত্র প্রকাশ করেন কত সালে ?

উত্তর. ১৬৮৭ সালে

১৪) ইকোসিস্টেম নামকরন কে করেন ?

উত্তর. ট্যানসলে

১৫)  শব্দের তীব্রতা মাপার একক কি ?

উত্তর.  ডেসিবল

১৬) জলে ভাসমান অণুবীক্ষনিক প্রানিদের কী বলা হয় ?

উত্তর.  জু-প্ল্যাংটন

১৭)  জলে ভাসমান অণুবীক্ষনিক উদ্ভিদের কী বলা হয় ?

উত্তর.  ফাইটোপ্ল্যাংটন

১৮)  GIS- এর পুরো নাম কি ?

উত্তর. Geographical Information System

১৯)  ওজোনস্তরের ক্ষতির জন্য প্রধান দায়ী কোন গ্যাস ?

উত্তর. ক্লোরোফ্লোরো কার্বন

২০) শব্দের গতি সর্বাপেক্ষা কম কোন মাধ্যমে ?

উত্তর.  বায়বীয় মাধ্যমে

Leave a Comment