সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

5/5 - (1 vote)

১)ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উঃ সুচেতা কৃপালিনী।

২)1969 খ্রিষ্টাব্দে ভারতের কয়টি ব্যাঙ্ককে জাতীয়করণ করা হয়?

উঃ 14টি।

৩)ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া কবে ভারত সাম্রাজ্ঞী ঘোষিত হন?

উঃ 1877 খ্রীঃ।

৪)অগ্নিযুগের কোন বিপ্লবীকে পরবর্তী জীবনে ডাকাতির মামলায় দীর্ঘদিন কারান্তড়ালে কাটাতে হয়েছিল?

উঃ অনন্ত সিং।

৫) লৌহ ইস্পাতে কত শতাংশ কার্বন থাকে?

উঃ 0.15-1.50%।

৬)“India Divided” গ্রন্থটি কে রচনা করেন?

উঃ রাজেন্দ্র প্রসাদ।

৭) ইজরায়েলের মুদ্রার নাম কি?

উঃ শেকেল।

৮) মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার?

উঃ তৃতীয় শ্রেণীর লিভার।

৯)‘সানমা’ কোন দেশের বিমান সংস্থার নাম?

উঃ কোস্টারিকা।

১০)কোন যন্ত্র শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে?

উঃ মাইক্রোফোন।

১১)বিগ-ব্যাঙ তত্ত্বের প্রবক্তা কে?

উঃ এডউইন হাবল।

১২)ভারত আজ পর্যন্ত অলিম্পিক হকিতে মোট কটি সোনা জিতেছে?

উঃ 8 (আট) টি।

১৩)সি.জি.এস. পদ্ধতিতে কাজের পরম একক কি?

উঃ আর্গ।

১৪)ভারতের একমাত্র কোন আধা সামরিক বাহিনীতে একটি সম্পূর্ণ মহিলা ব্যাটেলিয়ন আছে?

উঃ CRPF।

১৫)ই-মেল (E-Mail) কে আবিষ্কার করেন?

উঃ রে টমিলসন।

১৬) কলিং বেলে শক্তির কি ধরনের রূপান্তর ঘটে?

উঃ প্রথমে তড়িৎ শক্তির চৌম্বক শক্তিতে এবং পরে চৌম্বক শক্তির শব্দ শক্তিতে।

১৭) কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়?

উঃ সুইজারল্যান্ড।

১৮) পৃথিবীর বৃহত্তম মহাকাব্যের নাম কি?

উঃ মহাভারত।

১৯)কলকাতার প্রথম স্থায়ী পেশাদারী থিয়েটার মঞ্চের নাম কি?

উঃ ন্যাশনাল থিয়েটার।

২০) কোন পর্বত শৃঙ্গের আগে নাম ছিল পিক-15?

উঃ মাউন্ট এভারেস্ট।

২১) কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়?

উঃ অ্যাড্রিনালিন হরমোন।

২২)হিন্দু পুরাণ অনুসারে কাকে হত্যা করার জন্য দধীচি অস্থি দান করেছিলেন?

উঃ বৃত্রাসুর।

২৩)ফুলের কোন অংশ পরিবর্তিত হয়ে ফলে পরিণত হয়?

উঃ ডিম্বাশয়।

২৪)1905 খ্রিস্টাব্দে বিভক্ত বাংলা আবার কবে সংযুক্ত হয়?

উঃ 1911 খ্রীঃ।

২৫)পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়টি কেন্দ্রীয় সরকারের অধীনে?

উঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

২৬)বর্ণান্ধ ব্যক্তিরা কোন দুটি রঙের পার্থক্য নির্ণয় করতে পারেনা?

উঃ লাল ও সবুজ।

২৭)পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখতে পাওয়া যায়?

উঃ জলদাপাড়া অভয়ারণ্য।

২৮)পর্যায় সারণিতে অবস্থিত পরমাণুগুলির ব্যাসার্ধ কখন ক্রমশ কমতে থাকে?

উঃ পর্যায় বরাবর ডানদিকে এবং শ্রেণী বরাবর উপরের দিকে গেলে।

২৯) টেলিভিশন কে আবিষ্কার করেন?

উঃ জন লোগি বেয়ার্ড।

৩০)তাপ ও তড়িৎ এর সুপরিবাহী অধাতুর নাম কী?

উঃ গ্রাফাইট।

৩১)কোন শহরকে ভারতের মূলধনের রাজধানী বলা হয়?

উঃ মুম্বাই।

৩২)বাংলাদেশে প্রথম তুর্কি আক্রমণের নায়ক কে ছিলেন?

উঃ বখতিয়ার খিলজি।

৩৩) ভারতের বৃহত্তম লোহার খনি কোথায় অবস্থিত?

উঃ ঝাড়খণ্ডের চিড়িয়া।

৩৪) দ্রোণাচার্য পুরস্কার কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?

উঃ ক্রীড়া প্রশিক্ষণ।

৩৫) সুন্দরবন অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়?

উঃ হ্যালোফাইট।

৩৬)ভারতে কত সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান শুরু হয়েছে?

উঃ 1965 খ্রীঃ।

৩৭) লাক্ষাদ্বীপের অধিবাসীদের প্রধান কথ্য ভাষা কি?

উঃ মালয়ালম।

৩৮) কোন খেলার মূল মন্ত্র ‘Ever Onward’?

উঃ এশিয়ান গেম।

৩৯)মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকতে পারে?

উঃ ভিটামিন-A।

৪০)ভারতের কোন রাজ্যে গরমপানি অভয়ারণ্য অবস্থিত?

উঃ অসম।

৪১) অলিম্পিক খেলার প্রতীক চিহ্নে যে পাঁচটি বৃত্ত আছে তার মধ্যে নীল রংটি কোন মহাদেশকে বোঝায়?

উঃ ইউরোপ।

৪২)কোন দুটি বস্তুর গলানো মিশ্রণকে সালফার লিভার বলে?

উঃ পটাশিয়াম কার্বনেট ও সালফার।

৪৩) কোন উদ্ভিদদের মূলে ভেলামেন থাকে?

উঃ রাস্না।

৪৪)এক্স রে কে আবিষ্কার করেন?

উঃ রন্টজেন।

৪৫)DDT কোন কাজে ব্যবহৃত হয়?

উঃ কীটনাশক।

৪৬)গ্রীনিচের সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত?

উঃ 5 ঘন্টা 30 মিনিট।

৪৭)মানব শরীরের কোন অঙ্গে গ্লোমেরুলাস পাওয়া যায়?

উঃ বৃক্ক বা কিডনি।

৪৮)ভারতের সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিন ব্যবধান থাকতে পারে?

উঃ 6 মাস।

৪৯) টাইপ রাইটার কে আবিষ্কার করেন?

উঃ শোলেজ।

৫০)ভারতে অর্থবর্ষ কত তারিখ শুরু হয়?

উঃ 1লা এপ্রিল।

৫১)কোন দেশকে ওয়ার্কশপ অফ দা ওয়ার্ল্ড বলা হয়?

উঃ ইংল্যান্ড।

৫২)স্যার থমাস রো কোন মুঘল সম্রাটের রাজ দরবারে এসেছিলেন?

উঃ জাহাঙ্গীর।

৫৩) কোন হরমোনের স্বল্প ক্ষরণের কারণে ডায়াবেটিস রোগ হয়?

উঃ ইনসুলিন।

৫৪)ভারতের প্রথম বৈদ্যুতিন ট্রেন ডেকান কুইন কোন দুটি স্টেশনের মধ্যে চলেছিল?

উঃ কল্যাণ ও পুনে।

৫৫) কোন পাত্রে নাইট্রিক অ্যাসিড রাখা হয়?

উঃ ক্রোমিয়াম নির্মিত পাত্রে।

৫৬) রেডিও কে আবিষ্কার করেন?

উঃ মার্কনি।

৫৭)একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহে মোট রক্তের গড় পরিমাণ কত?

উঃ 5 লিটার।

৫৮)ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?

উঃ ফাতিমা. এম বিবি।

৫৯)মহাত্মা গান্ধী ভারতের কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন?

উঃ বিহারের চম্পারণ।

৬০) বাংলা সাহিত্যে কাকে মৈথিলী কোকিল বলা হয়?

উঃ বিদ্যাপতি।

৬১)ভারত কবে রাষ্ট্রসঙ্ঘের সদস্যপদ গ্রহণ করে?

উঃ 1945 খ্রীঃ

৬২)ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন?

উঃ রাষ্ট্রপতি।

৬৩)ভারতের বর্তমান জাতীয় পতাকা কবে ভারতীয় সংবিধান সভা কর্তৃক স্বীকৃতি পায়?

উঃ 1947 খ্রিস্টাব্দের 22শে জুলাই।

৬৪) বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

উঃ ফুটবল।

৬৫)ম্যালেরিয়া রোগে মানব শরীরের কোন দুটি অঙ্গ আক্রান্ত হয়?

উঃ প্লীহা ও যকৃৎ।

৬৬)ভারতের প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন?

উঃ ক্ষিতীশ চন্দ্র নিয়োগী।

৬৭)তাপ বৃদ্ধিতে চৌম্বক পদার্থের চুম্বকত্বের কীরূপ পরিবর্তন ঘটে?

উঃ চৌম্বক পদার্থের চুম্বকত্ব লোপ পায়।

৬৮) ভারতে কবে প্রথম পঞ্চায়েতিরাজ ব্যবস্থা চালু হয়?

উঃ 1959 খ্রীঃ।

৬৯)ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

উঃ আচার্য ধন্দ কেশব কার্ভে।

৭০)সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন?

উঃ হামফ্রে বেবি।

৭১)আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যবর্তী সীমারেখার নাম কি?

উঃ 49তম প্যারালাল।

৭২)কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সংখ্যাগত মানের ব্যবধান 20°?

উঃ -15°C এবং 5°F।

৭৩)মানব হৃদপিন্ডের নিলয়ের সংকোচনের সময় রক্তবাহে সৃষ্ট সর্বোচ্চ চাপকে কি বলে?

উঃ সিস্টোলিক চাপ।

৭৪)কোন প্রাণীর রক্ত অক্সিজেন পরিবহন করতে পারে না?

উঃ আরশোলা।

৭৫)পৃথিবীর প্রথম কোন দেশ জাতীয় জনসংখ্যা কর্মসূচি গ্রহণ করে?

উঃ ভারত।

৭৬) হিমালয় পর্বতমালা কি ধরনের শিলা দ্বারা গঠিত?

উঃ পাললিক শিলা।

৭৭) হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?

উঃ নেপাল।

৭৮) সবুজ রঞ্জক যুক্ত কোন অঙ্গাণুকে কি বলা হয়?

উঃ ক্লোরোপ্লাস্ট।

৭৯) অক্সিজেন গ্যাসের কে নামকরণ করেন?

উঃ ল্যাভয়সিঁয়ে।

৮০) মানুষ কত সালে প্রথম চাঁদের বুকে পা রাখে?

উঃ 1969 খ্রীঃ

৮১)ভারতের কোন সেনাপ্রধান ‘স্প্যারো’ নামে পরিচিত?

উঃ মহারাজ রাজেন্দ্র সিং।

৮২)কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কত বছর অন্তর অনুষ্ঠিত হয়?

উঃ 2 বছর।

৮৩)বিড়াল জাতীয় কোন প্রাণীর নখ কখনো থাবার মধ্যে ঢুকে যায় না?

উঃ চিতা।

৮৪) আমাশয় রোগের প্রধান কারণ কি?

উঃ প্রোটোজোয়া সংক্রমণ।

৮৫)বনস্পতি ঘি তৈরীতে কোন গ্যাস ব্যবহৃত হয়?

উঃ হাইড্রোজেন।

৮৬)মানবদেহে রক্ত সংবহন কে আবিষ্কার করেন?

উঃ উইলিয়াম হার্ভে।

৮৭) বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ ওয়াশিংটন।

৮৮)“An Idealist View of Life” গ্রন্থটি কে রচনা করেন?

উঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।

৮৯) চির শান্তির শহর কাকে বলা হয়?

উঃ রোম‌

৯০)বছরে কয়দিন সূর্যের আলো নিরক্ষরেখার উপর লম্ব ভাবে পতিত হয়?

উঃ 2 দিন।

৯১)‘সেই সময়’ উপন্যাসটি কার লেখা?

উঃ সুনীল গঙ্গোপাধ্যায়।

৯২)ভূ-পৃষ্ঠে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত?

উঃ অ্যালুমিনিয়াম।

৯৩)বাংলাদেশের কোন শহরকে মসজিদের শহর বলা হয়?

উঃ ঢাকা।

৯৪)কোন মোগল সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন?

উঃ শাহজাহান।

৯৫)কুকি আঙ্গামি উপজাতি সম্প্রদায় ভারতের কোন রাজ্যে বসবাস করে?

উঃ মনিপুর।

৯৬) আটাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত?

উঃ চিলি।

৯৭)‘A Midsummer Night’s Dream’ নাটকটির রচয়িতা কে?

উঃ উইলিয়াম শেক্সপিয়ার।

৯৮)পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশের অংশ?

উঃ ডেনমার্ক।

৯৯)“Glimpses of World History” গ্রন্থটি কে রচনা করেন?

উঃ জহরলাল নেহরু।

১০০)গ্রেট ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃস্যার রবার্ট ওয়ালপোল।

Leave a Comment