জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর
◩ দক্ষিন ভারতের কালো মাটির অপর নাম কী – রেগুর
◩ পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি – গ্রেট ব্যারিয়ার রিফ
◩ ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কয়টি – ৯টি
◩ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কী – কিউসেক
◩ গঙ্গোইকোন্ড উপাধী নেন কে – প্রথম রাজেন্দ্র চোল
◩ পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী – পামীর মালভূমি
◩ সৌরজগতে লাল গ্রহ হিসাবে পরিচিত কোনটি – মঙ্গল গ্রহ
◩ মহামল্ল উপাধী নেন কে – প্রথম নরসিংহবর্মন
◩ ইউগ্লিনার গমন অঙ্গের নাম কী – ফ্ল্যাজেলা
◩ কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় – ধান
◩ পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় – স্টকহোম
◩ ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় – আলেকজান্ডার কানিংহাম
◩ জেরপথ্যালমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় – ভিটামিন ‘এ’
◩ মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত – জেনেভা
◩ ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন – লর্ড লিনলিথগো
◩ বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন – সত্যেন্দ্রনাথ বসু (১৯৪৮)
◩ অলিম্পিকের বলয় গুলির রং কী কী – নীল, হলুদ, কালো, সবুজ ও লাল
◩ ভারতে আসার সমুদ্র পথ কে আবিস্কার করেছিলেন – ভাস্কো দা গামা
◩ স্যার টমাস রো ভারতে আসেন কার আমলে – জাহাঙ্গীরের আমলে
◩ আল্ট্রাসোনিক শব্দতরঙ্গ শুনতে পায় কোন প্রাণী – বাদুড়
◩ মানব ফুসফুসের আবরণীর নাম কী – প্লুরা
◩ থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের কোন রোগ হয় – ক্রেটিনিজম
◩ গ্রাফাইট ও হীরা কোন পদার্থের রূপভেদ – কার্বন
◩ আলেকজান্দ্রিয়া কোন নদীর তীরে অবস্থিত – নীল নদ
◩ পোল্ডারভূমি কোথায় দেখা যায় – নেদারল্যান্ড
◩ কোন দেশকে ‘প্রভাত শান্তির দেশ’ বলা হয় – কোরিয়া
◩ বাসন্তী দেবী ও সুনীতি দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন – অসহযোগ আন্দোলন
◩ ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয় – প্রস্তাবনা অংশটিকে
◩ শিল্পবিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন – অগাস্ত ব্লাংকি (১৮৩৮)
◩ সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল – কৃষিকাৰ্য
◩ ওলিয়ামের রাসায়নিক নাম কী – পাইরো সালফিউরিক অ্যাসিড
◩ বিদ্যাসাগর সারা বাংলায় কয়টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন – ৩৫ টি
◩ ভারতের কোন রাজ্যের পুরানো নাম নেফা – অরুনাচলপ্রদেশ
◩ ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে – ইন্দিরা গান্ধী
◩ সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম কী – কুইপার বেল্ট