Geographical Thought SAQ In Bengali

Rate this post

Geographical Thought SAQ In Bengali:

১. কে ‘ Unity in Diversity’ ধারনাটি প্রদান করেন?

উত্তর – কার্ল রিটার

২. ‘Geography is concerned with the description and explanation of the areal differentiation of the earth’s surface’ উক্তি টির প্রবক্তা কে?

উত্তর – রিচার্ড হার্টশোন

৩. সম্ভাবনাবাদের (Possibilism) স্রষ্টা কে?

উত্তর – ভিদাল ডে লা ব্লাশে

৪. কোন মতবাদের মতে প্রাকৃতিক অবস্থা মানুষের জীবযাত্রার মানকে নিয়ন্ত্রন করে?

উত্তর – নিয়ন্ত্রন বাদ

৫. ই.সি.সেমপেল কোন দেশের অধিবাসী?

উত্তর – আমেরিকা

৬. কে ‘Chorography’ শব্দটি ব্যবহার করেন?

উত্তর – হামবোল্ড

৭. নব-নিয়ন্ত্রনবাদের স্রষ্টা কাকে বলা হয়?

উত্তর – জি. টেলর কে

৮. ‘Stop and Go” ধারনার প্রবক্তাকে?

উত্তর – জি. টেলর কে

৯. ‘All history must be treated geographically and all geography must be treated
historically’ উক্তটি কার?

উত্তর – হেরোডোটাস

১০. কার মতে জলবায়ু মানুষের জীবনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে?

উত্তর – হান্টিংটন

১১. কোন ভৌগোলিক প্রথম নিরক্ষরেখার দৈর্ঘ্য নির্নয় করেন?

উত্তর- অ্যানাক্সিমাণ্ডার

১২. হার্টশোন তার “Perspective on the Nature of Geography” বই টি কোন ভৌগোলিকের কাজের প্রতিক্রিয়ায় লিখেছেন?

উত্তর – স্কিফার

১৩. পরিবেশগত নিয়ন্ত্রন বাদের প্রবক্তা কে?

উত্তর – ই.সি.সেমপেল

১৪. ঐতিহাসিক ঘটনাকে ভূগোলে অন্তর্ভুক্তি করনে কার ভূমিকা প্রধান?

উত্তর – হেরোডোটাস

১৫. ঐতিহাসিক ভূগোলের স্রষ্টা কে ?

উত্তর – ইবন বতুতা

১৬. “There are no necessities but everywhere possibilities.” উক্তিটি কার?

উত্তর – লুসিয়ান ফেব্রির

১৭. পৃথিবী পৃষ্টের আঞ্চলিক বৈষম্য অন্য কী নামে পরিচিত?

উত্তর – কোরোলজি (Chorology) বা দৈশিক ভূগোল

১৮. ভূগোল হচ্ছে “Spatial organisation” নিয়ে আলোচনা – এইমতবাদটি দেন?

উত্তর – ব্রায়ান বেরি (Brian Berry)

১৯. “Guide to Geography” বইটির লেখক কে?

উত্তর – টলেমি

২০. টপোফিলিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর – ই-ফু-চুয়ান

২১. Terrestrial Unity ধারনাটি কে ব্যাখ্যা করেন ?

উত্তর – ভিদাল ডে লা ব্লাশে

২২. আমেরিকায় সাংস্কৃতিক ভূগোলের বিকাশে কার ভূমিকা উল্লেখযোগ্য?

উত্তর – কার্ল ও সয়ার

২৩. কে পৃথিবীর অক্ষাংশ নির্নয় করেন?

উত্তর – এরাটোস্থেনিস

২৪. আধুনিক ভূগোলের স্রষ্টা কাদের বলা হয়?

উত্তর – হামবোল্ড ও রিটার কে

২৫. ‘‘Quantitative revolution’’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর – ইয়ান বারটন

২৬. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে স্কুলের মূল বিষয় বস্তু কী?

উত্তর –সাংস্কৃতিক ভূগোল

২৭. প্রগতি মূলক ভূগোলের (radical geography) আলোচনার মূল বিষয় কী?

উত্তর – আর্থ-সামাজিক বৈষম্যতা

২৮. কসমস গ্রন্থটি কার লেখা?

উত্তর – হামবোল্ড

২৯. আরোহী পদ্ধতির সমর্থক কে ছিলেন?

উত্তর – অ্যারিস্টটল

৩০. অবরোহী পদ্ধতির সমর্থক কে ছিলেন?

উত্তর – প্লোটো

৩১. ইবন খালদুন কোন ভৌগোলিক চিন্তা ধারার বিকাশে গুরুত্ব পূর্ন ভূমিকা পালন করে?

উত্তর – মানবতাবাদী ভূগোল / Human Geography

৩২. কে ভূগোলে Chorological approach/ দৈশিক দৃষ্টিভঙ্গির এর সূচনা করে?

উত্তর – রিচার্ড হার্টশোন

৩৩. কে প্রথম পৃথিবীর ভূখণ্ডকে তিনটি প্রধান মহাদেশ – ইউরোপ, এশিয়া ও লিবিয়ায়
বিভক্ত করেন?

উত্তর – হেরোডোটাস

৩৪. “নিরক্ষরেখা একটি মহাবৃত্ত” ধারনাটি কার?

উত্তর – হিপারকাস

৩৫. কে ‘বদ্বীপ’ শব্দটি ব্যবহার করেন?

উত্তর – হেরোডোটাস

৩৬. The Orthographic and Stereographic অভিক্ষেপ কে তৈরি করেন?

উত্তর – হিপারকাস

৩৭. কে কসমোলজি কে উরানোগ্রাফি ও জিওগ্রাফিতে বিভক্ত করেন?

উত্তর – হামবোল্ড

৩৮. রিচার্ড হার্টশোনের লেখা “Nature of Geography” মূল আলোচ্য বিষয় কী?

উত্তর – আঞ্চলিক ভূগোল

৩৯. কে ভূগোল কে প্রণালী বদ্ধ ভূগোল ও আঞ্চলিক ভূগোলে ভাগ করেন?

উত্তর – ভেরেনিয়াস

৪০. মানবতাবাদী ভূগোলের স্রষ্টা কাকে বলা হয়?

উত্তর – ভিদাল কে

৪১. সম্ভাবনাবাদ শব্দটি প্রথম কে ব্যবহার কএন ?

উত্তর – ফেব্রি

৪২. মিস সেম্পেল কার শিষ্যা ছিলেন?

উত্তর – রাটজেলের

৪৩. অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থের রচয়িতা কে?

উত্তর – রাটজেল

৪৪. ভিদাল ‘সম্ভাবনাবাদ’ ধারণা টি ব্যাখ্যা করা সময় কোন গ্রন্থের দ্বারা প্রভাবিত
হয়েছিলেন?

উত্তর – র‍্যাটজেলের অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থের দ্বারা

৪৫. কে প্রথম সামাজিক বাস্তুবিদ্যায় (Social Ecology) ডারউইনবাদ ধারণা প্রয়োগ
করেন?

উত্তর – হারবার্ট স্পেনসার

৪৬. কোন দেশে প্রথম সম্ভাবনাবাদ ধারণা টি আত্মপ্রকাশ ঘটে?

উত্তর – ফ্রান্সে

৪৭. কাকে কসমোলজির জনক বলা হয়?

উত্তর – আনাক্সিমান্ডার কে

৪৮. কে প্রথম স্কেলের উপর ভিত্তি করে পৃথিবীর মানচিত্র তৈরি করেন ?

উত্তর – আনাক্সিমান্ডার

৪৯. আনাক্সিমান্ডার আবিষ্কৃত যন্ত্রের নাম কী?

উত্তর – নমন

৫০. হেকাটিয়াসের লেখা বই এর নাম কি?

উত্তর – Ges Periods [পৃথিবীর বর্ননা]

৫১. হেকাটিয়াস দ্বারা অঙ্কিত পৃথিবীর মানচিত্রের কেন্দ্রে কোন দেশ অবস্থিত?

উত্তর – গ্রিস

৫২. Black Sea এর পূর্ব নাম কী?

উত্তর – Euxine

৫৩. অস্ট্রালোব নামক যন্ত্রের আবিষ্কারক কে?

উত্তর – হিপারকাস

৫৪. কে প্রথম উল্লেখ করেন যে পৃথিবী ২৪ ঘণ্টায় নিজের চারদিকে একবার আবর্তন
করে?

উত্তর – এরাটোস্থেনিস

৫৫. Father of Geodesy কাকে বলা হয়?

উত্তর – এরাটোস্থেনিস কে

৫৬. The Ocean বইটির লেখক কে?

উত্তর – পসিডোনিয়ান

৫৭. Meteorologica বইটি কার লেখা ?

উত্তর – অ্যারিস্টটল

৫৮. কে পৃথিবীকে চ্যাপ্টা পাত্রের সাথে তুলনা করেন বলেন যে সেটি জলের জলের ওপর ভাসছে?

উত্তর – থালেস

Leave a Comment