Geographical Thoughts SAQ In Bengali

Rate this post

Geographical Thoughts SAQ In Bengali

১. কোন আরবীয় ভৌগোলিক টলেমির লেখা বই “Almagest” এর ভুল গুলি সংশোধন 
করেন?

উত্তর – অল ইদ্রিসি

২. কাকে আরব দেশের হেরোডেটাস বলা হয়?

উত্তর – অল মাসুদি কে

৩. আরবীয় রা নিজস্ব লেখার জন্য যে হরফ তৈরি করেন, তা কী নামে পরিচিত?

উত্তর – ক্যালিগ্রাফি

৪. কে নিখুঁত ভাবে সৌর বছর নির্নয় করেন?

উত্তর – অল বাত্তানি

৫. ইবন বতুতা রচিত গ্রন্থের নাম কি?

উত্তর – কিতাব উল-রাহেলা বা সফর নামা

৬. কোন গ্রন্থ দর্শনের বিশ্বকোষ নামে পরিচিত ?

উত্তর – ইবন বতুতার লেখা কিতাব অল সিফা

৭. কোন আরবীয় ভৌগোলিক সমুদ্র জলের রং ও সমুদ্র জলের লবনতার মধ্যে সম্পর্ক নির্নয় করেন?

উত্তর – অল মাসুদি

৮. অল বাত্তাম পৃথিবীর পরিধি কত নির্নয় করেন?

উত্তর – ২৭০০০ মাইল

৯. কে প্রথম জলবায়ু অ্যাটলাস  “কিতাব উল-অ্যাসকাল” তৈরি করেন ?

উত্তর – অল বালাখি

১০. কে প্রথম ভারতীয় মৌসুমি জলবায়ুর ব্যাখ্যা দেন?

উত্তর – অল মাসুদি এবং তিনি পৃথিবীকে ১৪ টি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেন।

১১. “Muqaddimah” বই টি কার লেখা ?

উত্তর – ইবন খালদুন

১২. “Katibul Ashkal” বই টি কার লেখা ?

উত্তর – অল বালাখি

১৩. কে প্রথম বলেন যে পৃথিবীর বেশির ভাগ ভূখন্ড নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত?

উত্তর – অল মাগদিসি (Al Maqdisi)

১৪. অল বিরুনির লেখা গ্রন্থটির নাম কী ?

উত্তর – কিতাব অল হিন্দ

১৫. ইবন বতুতা কার শাসন কালে ভারতে এসেছিলেন ?

উত্তর – মহম্মদ বিন তুঘলক

১৬. উষ্ণ-আর্দ্র জলবায়ু অঞ্চলের অধিবাসী হওয়ায় নিগ্রোদের গায়ের রঙ কালো – কে প্রথম এই ধারনাটি প্রদান করেন?

উত্তর – ইবন খালদুন

১৭. অল মাসুদির মতে নীল নদীর উৎস কী?

উত্তর – অ্যাবিসিনিয়া পর্বত  

১৮. কোন আরবীয় বিজ্ঞানী নিগ্রোদের দেহের রঙ কালো হওয়ার কারণ হিসাবে উষ্ণ ও আর্দ্র জলবায়ুকে দায়ী করেন?

উত্তর – ইবন খালদুন

১৯. আরব সাগরকে কে পৃথিবীর বৃহত্তম সাগর হিসাবে ধরে নেন ?

উত্তর – অল মাসুদি

২০. অল ওস্তাদ পদবি কাকে দেওয়া হয়েছিল?

উত্তর – অল বিরুনিকে   

Leave a Comment