Geography General Knowledge – ভূগোল সাধারণ জ্ঞান:
০১) শল্কমোচন কোন শিলায় বেশি দেখা যায় ?
উত্তর. গ্রানাইট
০২) চুনাপাথর অঞ্চলে কোন প্রক্রিয়া বেশি হয় ?
উত্তর. কার্বনেশন
০৩) উষ্ণ মরু অঞ্চলে কোন অববাহিকার বেশি লক্ষ্য করা যায় ?
উত্তর. যান্ত্রিক
০৪) উচ্চ পার্বত্য অঞ্চলে কোন অববাহিকা বেশি দেখা যায় ?
উত্তর. যান্ত্রিক
০৫) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
উত্তর. মঙ্গল
০৬) পাঁচমারি শৈল শহরটি কোন পাহাড়ে অবস্থিত ?
উত্তর. মহাদেব
০৭) ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি ?
উত্তর. লাদাখ মালভূমি
০৮) ভারতের প্রামাণ্য দ্রাঘিমা রেখা কোনটি ?
উত্তর. 82⁰30′ পূর্ব
০৯) মিষ্টি জলের হ্রদের নাম কি ?
উত্তর. ডাল
১০) ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?
উত্তর. রিষরা
১১) মালাবার উপকূলে অবস্থিত বন্দরটির নাম কি ?
উত্তর. পোর্ট কোচি
১২) নাসিক শহরটি কোন নদী উপত্যকায় অবস্থিত ?
উত্তর. গোদাবরী
১৩) ভারতের মিশ্র ইস্পাত শিল্প কারখানার নাম কি ?
উত্তর. সালেম
১৪) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
উত্তর. সিয়াচেন
১৫) কত সাল থেকে বনমহোৎসব প্রবর্তন করা হয় ?
উত্তর. ১৯৫০
১৬) আকরিক লোহা থেকে বিশুদ্ধ লোহা নিষ্কাশন এর জন্য কোন খনিজ ব্যবহার করা হয় ?
উত্তর. চুনাপাথর
১৭) উৎকৃষ্ট শ্রেণীর কয়লার নাম কি ?
উত্তর. অ্যানথ্রাসাইট
১৮) ভারতের সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলন হয় কোথা থেকে ?
উত্তর. বোম্বে হাই
১৯) চেন্নাই শহর কোন উপকূলে অবস্থিত ?
উত্তর. করমন্ডল উপকূল
২০) কোন নদী গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত ?
উত্তর. নর্মদা
২১) ভূত্বকের ওপরের অংশ প্রধানত কোন শিলায় গঠিত ?
উত্তর. গ্রানাইট
২২) গডউইন অস্টিন কোন পর্বতের শৃঙ্গ ?
উত্তর. কারাকোরাম
২৩) ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য রিখটার স্কেলে কটি ভাগ থাকে ?
উত্তর. 10 টি
২৪) তিলপাড়া বাঁধ কোন নদীতে অবস্থিত ?
উত্তর. ময়ূরাক্ষী
২৫) রেশম উৎপাদন/ চাষের সঙ্গে জড়িত শব্দের নাম কি ?
উত্তর. সেরিকালচার
২৬) Geological Survey of India বা ভারতীয় ভূতত্ত্ব সমীক্ষণ সংস্থা কবে স্থাপিত হয় ?
উত্তর. ১৮৫১
২৭) ONGC এর আদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর. দেরাদুন
২৮) উদীয়মান শিল্প কাকে বলে ?
উত্তর. পেট্রোরসায়ন শিল্প
২৯) ভারতে পরিবার পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয় ?
উত্তর. প্রথম
৩০) তিনবিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
উত্তর. ভারত ও বাংলাদেশ
৩১) লিংসিলা ও ইউলিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
উত্তর. ভুটান এবং তিব্বত
৩২) জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
উত্তর. শ্রীনগর ও লে
৩৩) নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত ?
উত্তর. অন্ধ্রপ্রদেশ
৩৪) বিশ্বের বৃহত্তম লৌহ খনি কোথায় অবস্থিত ?
উত্তর. বিহারের চিরিয়া
৩৫) রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
উত্তর. পশ্চিম জার্মানি
৩৬) আলফিন কমপ্লেক্স কিসের জন্য বিখ্যাত ?
উত্তর. পেট্রোকেমিক্যাল শিল্প
৩৭) নেফুদ ও রাব অল খালি মরুভূমি কোন দেশের অন্তর্গত ?
উত্তর. সৌদি আরব
৩৮) ব্ল্যাক ফরেস্ট কি ?
উত্তর. স্তুপ পর্বত
৩৯) বাণিজ্য বায়ু নামে পরিচিত কোন বায়ু ?
উত্তর. আয়ন বায়ু
৪০) কোন বায়ুর প্রভাবে মহাদেশ সমূহ পশ্চিম উপকূলে শীতকালে অধিক বৃষ্টিপাত হয় ?
উত্তর. পশ্চিমা বায়ু
৪১) বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি ?
উত্তর. সুপিরিয়র হ্রদ
৪২) ইতালির রাজধানী রোম কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর. টাইবার
৪৩) ইতালি ডেট্রয়েট বলা হয় কোন শহরকে ?
উত্তর. তুরিন
৪৪) শল্কমোচন এর অপর নাম কি ?
উত্তর. গোলাকৃতি অববাহিকার
৪৫) অববাহিকার মূলত কত প্রকার ?
উত্তর. ২