ভূগোল জিকে প্রশ্ন উত্তর – Geography GK in Bengali

Rate this post

ভূগোল জিকে প্রশ্ন উত্তর – Geography GK in Bengali:

  1. ভারতের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?
    উত্তর: মেঘালয়ের মৌসিনরামে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয়।
  2. কোন শহর ভারতের প্রথম স্মার্ট সিটি?
    উত্তর: দিল্লিতে ভারতের প্রথম স্মার্ট সিটি।
  3. ভারতের সাক্ষরতার হার কোন রাজ্যে সর্বাধিক?
    উত্তর: কেরালায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি।
  4. তিস্তা নদীর উৎস কী?
    উত্তর: জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে।
  5. কোন ঋতুতে বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য দেখা যায়?
    উত্তর: বর্ষার শেষে বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য দেখা যায়।
  6. পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত কোথায় সংযুক্ত হয়েছে?
    উত্তর: নীলগিরি পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত সংযুক্ত হয়েছে।
  7. কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সর্বাধিক সীমারেখা বিস্তৃত রয়েছে?
    উত্তর: বাংলাদেশের সাথে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমারেখা বিস্তৃত রয়েছে।
  8. মেঘালয়ের উচ্চতম অংশটির নাম কি?
    উত্তর: শিলং পাহাড় হল মেঘালয়ের উচ্চতম অংশ।
  9. হলদিয়া বন্দরের প্রধান আমদানিকৃত দ্রব্য কী?
    উত্তর: হলদিয়া বন্দরের প্রধান আমদানিকৃত দ্রব্য হল অপরিস্রুত খনিজ তেল।
  10. ‘মৌসুমী’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
    উত্তর: ‘মৌসুমী’ কথাটি প্রথম ব্যবহার করেন মিশরের নাবিক হিপলাস।
  11. গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিমাটিকে কী বলে?
    উত্তর: গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিমাটিকে ভাঙ্গর বলা হয়।
  12. কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?
    উত্তর: সিসমোগ্রাফের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়।
  13. কোন জাতীয় কয়লা ভারতে সর্বাধিক পাওয়া যায়?
    উত্তর: বিটুমিনাস জাতীয় কয়লা ভারতের সর্বাধিক পাওয়া যায়।
  14. ভারতের GDP-তে কোন ক্ষেত্রর সবচেয়ে বেশি অংশ রয়েছে?
    উত্তর: ভারতের GDP-তে পরিষেবা ক্ষেত্রর সবচেয়ে বেশি অংশ রয়েছে।
  15. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
    উত্তর: লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত।
  16. পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়?
    উত্তর: জলদাপাড়া অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার দেখা যায়।
  17. পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়?
    উত্তর: পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়।
  18. নর্মদা নদীর উৎপত্তি কোথায়?
    উত্তর: অমরকন্টক মালভূমি থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে।
  19. ব্রহ্মপুত্রের মাজুলি নদী দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত?
    উত্তর: মাজুলী নদী দ্বীপটি অসম রাজ্যে অবস্থিত সোশ্যাল 19 তারিখ।
  20. উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম কি?
    উত্তর: রায়ডাক হল উত্তরবঙ্গের পূর্বতম নদী।
  1. পশ্চিমবঙ্গের কোন সময় ঝড়বৃষ্টির আশঙ্কা খুব বেশি?
    উত্তর: এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা খুব বেশি।
  2. আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত?
    উত্তর: আয়তনে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম।
  3. ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক?
    উত্তর: উত্তরপ্রদেশে আখের উৎপাদন সর্বাধিক।
  4. পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে?
    উত্তর: পশ্চিমবঙ্গের 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে।
  5. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
    উত্তর: দার্জিলিংয়ের সান্দাকফু হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ।
  6. ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উত্তোলিত হয়?
    উত্তর: ছত্রিশগড়ে ভারতের সর্বাধিক কয়লা উত্তোলিত হয়।
  7. কোন বছর বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়?
    উত্তর: 1971 সালে বাংলাদেশে রাষ্ট্র তৈরি হয়।
  8. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মের নাম কি?
    উত্তর: উত্তরপ্রদেশের গোরক্ষপুর জংশনের প্লাটফর্ম হল পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মে।
  9. কোন রাজ্যে সর্বাধিক পাট চাষ হয়?
    উত্তর: পশ্চিমবঙ্গে সর্বাধিক পাট চাষ হয়।
  10. ভারতের কোথায় সবুজ বিপ্লবের সর্বাধিক প্রভাব দেখা যায়?
    উত্তর: পাঞ্জাব ও হরিয়ানায় সবুজ বিপ্লবের সর্বাধিক প্রভাব দেখা যায়।
  11. হিরাকুঁদ নদী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত?
    উত্তর: হিরাকুঁদ নদী পরিকল্পনা মহানদী নদীর ওপর অবস্থিত।
  12. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি?
    উত্তর:রাজস্থানের সম্বর হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ।
  13. কাশ্মীর উপত্যকায় কোন নদী প্রবাহিত হয়েছে?
    উত্তর: কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদী প্রবাহিত হয়েছে।
  14. ভারতের কোথায় মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে?
    উত্তর: রাজস্থানের যোধপুরে ভারতের মরু মৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে।
  15. ভারতে বনসংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়েছে?
    উত্তর: ভারতে বনসংরক্ষণ আইন 1980 সালে প্রণয়ন করা হয়েছে।
  16. পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কোন অরণ্য দেখা যায়?
    উত্তর: পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিৎ অরণ্য দেখা যায়।
  17. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
    উত্তর: তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়।
  18. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক পাট চাষ হয়?
    উত্তর: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সর্বাধিক পাট চাষ হয়।
  19. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?
    উত্তর: পুরুলিয়া হয় পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা।
  20. পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?
    উত্তর: পশ্চিমবঙ্গের প্রধান নদী হল ভাগীরথী-হুগলি নদী।
  1. হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম?
    উত্তর: হেক্টর প্রতি চা উৎপাদনে অসম প্রথম স্থান অধিকার করে।
  2. ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?
    উত্তর: মহারাষ্ট্রের নাগপুরে ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে।
  3. কলকাতায় কবে প্রথম মেট্রোরেল চালু হয়?
    উত্তর: 1884 সালে 24 অক্টোবর কলকাতায় প্রথম মেট্রোরেল চালু হয়।
  4. লাম্বা বায়ুশক্তি কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
    উত্তর: লাম্বা বায়ুশক্তি কেন্দ্র গুজরাটে অবস্থিত।
  5. রৌরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
    উত্তর: রৌরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্র ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত।
  6. বীরভূম জেলার সদর শহর এর নাম কী?
    উত্তর: বীরভূম জেলার সদর শহর হল সিউড়ি।
  7. মুকুটমণিপুর কোন জেলায় অবস্থিত?
    উত্তর: মুকুটমণিপুর পর্যটনকেন্দ্র বাঁকুড়া জেলায় অবস্থিত।
  8. ভারতের জনবিরল রাজ্য কোনটি?
    উত্তর: সিকিম হয় ভারতের জনবিরল রাজ্য।
  9. রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
    উত্তর: রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত।
  10. ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোন দ্বীপে রয়েছে?
    উত্তর: ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণ অংশে অবস্থিত।

Leave a Comment