ভূগোল মডেল প্রশ্ন উত্তর – Geography Model Question Answer in Bengali

Rate this post

ভূগোল মডেল প্রশ্ন উত্তর – Geography Model Question Answer in Bengali: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভূগোল মডেল প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Geography Model Question Answer in Bengali PDF

নিচে ভূগোল মডেল প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। Geography Model Question Answer in Bengali PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভূগোল মডেল প্রশ্ন উত্তর

১) বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত ?

উঃ শতকরা ১ ভাগ।

২) বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কি কি ?

উঃ ২ প্রকার।
১) পরম আদ্রতা।
২) আপেক্ষিক আর্দ্রতা।

৩) বায়ুমণ্ডলের স্তর কয়টি ?

উঃ ৬ টি।

৪) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?

উঃ শুক্র।

৫) শুক্র গ্রহের অপর নাম কি ?

উঃ শুকতারা বা সন্ধ্যাতারা।

৬) কোন গ্রহে বায়ুমণ্ডল নেই ?

উঃ বুধ।

৭) সূর্য থেকে বুধের দূরত্ব কত ?

উঃ ৫.৮ কোটি কি.মি।

৮) কোনটি সবচেয়ে বড়ো গ্রহ ?

উঃ বৃহস্পতি।

৯) পর্বত কয় প্রকার ?

উঃ ৪ প্রকার।

১০) সূর্য কোন বর্ণের ?

উঃ হলুদ।

১১) উল্কার অপর নাম কি ?

উঃ ছুটন্ত তাঁরা।

১২) ছায়াপথ কোন আকাশে দেখা যায় ?

উঃ উত্তর-দক্ষিণ।

১৩) হ্যালির ধুমকেতু কে আবিষ্কার করেন ?
উঃ এডমন্ড হ্যালি।

১৪) ধুমকেতুর ইংরেজি নাম কী ?
উঃ Comet .

১৫) গ্রহের নিজস্ব কী নেই ?
উঃ আলো ও তাপ।

১৬) পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি ?
উঃ চাঁদ।

১৭) প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কী ?
উঃ মারিয়ানা ট্রেঞ্চ। ( গভীরতা ১১,০৩৩ মিঃ )।

১৮) সূর্য কী ?
উঃ নক্ষত্র।

১৯) মহাকাশে অসংখ্য কী রয়েছে ?
উঃ জ্যোতিষ্ক।

২০) পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি ?
উঃ আর্কটিক বা উত্তর মহাসাগর। ( ১ কোটি ৫০ লক্ষ বর্গ কিঃ মিঃ )।

২১) পৃথিবীর সর্বাধিক দীপ রাষ্ট্র কোনটি ?
উঃ ইন্দ্রোনেশিয়া।

২২) পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি ?
উঃ চিলি।

২৩) আয়তনে পৃথিবীর বড়ো দেশ কোনটি ?
উঃ রাশিয়া।

২৪) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ?
উঃ ওশেনিয়া।

২৫) কোন শহরকে পৃথিবীর ‘ রাসায়নিক রাজধানী ‘ বলা হয় ?
উঃ উইলসিংটন।

২৬) ভারতের কোথায় বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পের কারখানা গড়ে উঠেছে ?
উঃ সুরাট।

২৭) কোন শিল্পকে ‘ শিল্প দানব ‘ বলা হয় ?
উঃ পেট্রো — রসায়ন শিল্পকে।

২৮) কোন কৃষিজ ফসলের অপর নাম মারুয়া ?
উঃ রাগি।

২৯) দাক্ষিণাত্যে বাজাদা কী নামে পরিচিত ?
উঃ কুম্বু।

৩০) কিউবা কী উৎপাদনে বিশ্ব খ্যাত ?
উঃ ইক্ষু উৎপাদনে।

৩১) ‘ জাহাজ মহল ‘ কোথায় অবস্থিত ?
উঃ উদয়পুরে।

৩২) ভারতের জাতীয় বাণী কোনটি ?
উঃ সত্যমেব জয়তে।

৩৩) ভারতের কোন রাজ্যকে ‘ মণির দেশ ‘ ও ‘ ক্ষুদ্র স্বর্গ ‘ বলা হয় ?
উঃ মণিপুর।

৩৪) ” কচ্ছ ” শব্দের অর্থ কী ?
উঃ জলাময় দেশ।

৩৫) ” Sky River ” নামে কোন নদী পরিচিত ?
উঃ ব্রহ্মপুত্র।

৩৬) জম্মু কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ তাওয়াই।

৩৭) অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কেরালার কোলাম জেলাতে।

৩৮) বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
উঃ প্রশান্ত মহাসাগরে।

৩৯) বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায় ?
উঃ মরু অঞ্চলে।

৪০) উত্তর গোলার্ধের ” মেরুজ্যোতি ” কে কী বলে ?
উঃ আরোরা বেরিয়ালিস।

৪১) আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয় ?
উঃ 2 রা ফেব্রুয়ারি।

৪২) কার্বন মুক্ত দেশ কোনটি ?
উঃ ভুটান।

৪৩) বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উঃ 1992 সালে।

৪৪) জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ?
উঃ ভারত মহাসাগর।

৪৫) ভারতের শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি ?
উঃ তাপীয়।

৪৬) সিঙ্গারেনী কয়লাখনি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ অন্ধ্রপ্রদেশ।

৪৭) মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্নাটক।

৪৮) ‘ বিশ্ব সমুদ্র দিবস ‘ কবে পালিত হয় ?
উঃ ৮ জুন।

৪৯) ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় নাম কি ?
উঃ দার্জিলিং -এর সিদ্রাপং।

৫০) কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত ?
উঃ ঝিলম।

৫১) ‘ দিয়ারা ‘ অঞ্চলটি বাংলার কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মালদা

৫২) তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত ?
উঃ বীরভূম।

৫৩) পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ?
উঃ বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।

৫৪) ‘ ত্রাসের নদী ‘ কাকে বলে ?
উঃ তিস্তা।

৫৫) ভারতের কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে ?
উঃ সুয়েজ খাল।

৫৬) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে ?
উঃ কেরালা।

৫৭) কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ?
উঃ বারাণসীতে।

৫৮) ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ গুজরাট।

৫৯) গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ গোরক্ষনাথ।

৬০) তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ?
উঃ জেমু।

৬১) মরু অঞ্চলের ছোট ছোট লবনাক্ত হ্রদকে বলা হয় ?
উঃ প্লায়া।

৬২) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উঃ ধূপগড়।

৬৩) পৃথিবীতে অভ্র উৎপাদনে ভারতের স্থান ?
উঃ প্রথম।

৬৪) জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত ?
উঃ চতুর্থ।

৬৫) নবীন পলিমাটিকে বলা হয় ?
উঃ খাদর।

৬৬) পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা প্রবাহিত হয়েছে ?
উঃ কর্কটক্রান্তি রেখা।

৬৭) বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ আয়নোস্তর থেকে।

৬৮) কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম ?
উঃ শনি।

৬৯) সবচেয়ে বেশি ঘনত্বের গ্রহ কোনটি ?
উঃ পৃথিবী।

৭০) পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি ?
উঃ শুক্র।

৭১) পৃথিবীর গঠনে কোন উপাদান সর্বাধিক ?
উঃ অক্সিজেন।

৭২) কোন গ্রহকে লোহিত গ্রহ বলা হয় ?
উঃ মঙ্গল।

৭৩) সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি ?
উঃ বুধ।

৭৪) ভারতে কফি উৎপাদনে কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করে ?
উঃ কর্ণাটক।

৭৫) দামোদর নদীর উৎস কোথায় ?
উঃ ছোটনাগপুর মালভূমি।

৭৬) কোন দুটি দেশের মধ্যে তিন বিঘা করিডোর অবস্থিত ?
উঃ ভারত ও বাংলাদেশ।

৭৭) আয়তনের দিক দিয়ে বিশ্বে ভারতের স্থান কত তম ?
উঃ সপ্তম।

৭৮) পারাদ্বীব বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
ওড়িশা।

৭৯) তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী ?
উঃ কৃষ্ণা।

৮০) কানাডা বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ?
উঃ ময়ূরাক্ষী।

৮১) গঙ্গার মোহনার কাছে একটি দ্বীব জেগে উঠেছে তার নাম কি ?
উঃ পূর্বাশা।

৮২) কোন শ্রেণীর শিলায় জীবাশ্ম দেখা যায় ?
উঃ পাললিক শিলায়।

৮৩) রুপান্তরিত শিলার উদাহরণ দিন ?
উঃ মার্বেল পাথর।

৮৪) কোন স্থানের সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় ?
উঃ এলাহাবাদ।

৮৫) নিরেক্ষরেখার অক্ষাংশ কত ?
উঃ 0⁰.

৮৬) পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর শীতকাল ?
উঃ মেরু অঞ্চলে।

৮৭) ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায়, তাকে বলে —
উঃ ভূ-ত্বক।

৮৮) জোয়ারের কত সময় পর ভাটা হয় ?
উঃ ৬ ঘন্টা ১৩ মিনিট।

৮৯) জলভাগের পরিমাণ বেশি —
উঃ দক্ষিণ গোলার্ধে।

৯০) সমভূমি কত প্রকার ও কি কি ?
উঃ ২ প্রকার , ক্ষয়জাত ও সঞ্চয়জাত।

৯১) কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ?
উঃ শব্দ তরঙ্গ।

৯২) কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ?
উঃ ফ্যাদোমিটার।

৯৩) পৃথিবীর পূর্ণ আবর্তনের সময়কে কী বলে ?
উঃ সৌরদিন।

৯৪) পরিক্রমণ গতিকে কোন গতি বলে ?
উঃ বার্ষিক গতি।

৯৫) পৃথিবীর আবর্তন গতিকে কোন গতি বলে ?
উঃ আহ্নিক গতি।

৯৬) বিষুবরেখাকে কী বলে ?
উঃ মহাবৃত্ত।

৯৭) দ্রাঘিমা রেখার অপর নাম কি?

উঃ মধ্যরেখা।

৯৮) সূর্য কোন বর্ণের ?

উঃ হলুদ।

৯৯) কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে ?

উঃ গ্রিক শব্দ Komet থেকে।

১০০) পৃথিবীতে প্রথম কোন শিলা সৃষ্টি হয়েছিল ?

উঃ আগ্নেয় শিলা।

Leave a Comment