ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর
১] নিম্নলিখিত কোন রাজ্যে আরাবল্লি পর্বত অবস্থিত
ক. জম্বু কাশ্মীর খ. রাজস্থান
গ. হিমাচল প্রদেশ ঘ. মধ্য প্রদেশ
উত্তর – রাজস্থান
২] কয়লা একপ্রকারের
ক. আগ্নেয় শিলা খ. পাললিক শিলা
গ. রূপান্তরিত শিলা ঘ. কোনো টিই নয়
উত্তর – পাললিক শিলা
৩] নিম্নলিখিত যে ভারতীয় শহরের সমুদ্র সৈকত দীর্ঘতম
ক. কলকাতা খ. মুম্বাই
গ. কোচিন ঘ. চেন্নাই
উত্তর – চেন্নাই
৪] বায়োগ্যাসের প্রধান উপাদান
ক. মিথেন ও কার্বন মনোক্সাইড
খ. মিথেন ও কার্বন ডাই অক্সাইড
গ. ইথিলিন ও কার্বন ডাই অক্সাইড
ঘ. অক্সিজেন ও মিথেন
উত্তর – মিথেন ও কার্বন ডাই অক্সাইড
৫] খাসি ও গারো আদিবাসী গোষ্ঠীর বসবাস
ক. কেরালায় খ. তামিলনাড়ু
গ. মেঘালয় ঘ. মিজোরাম
উত্তর – মেঘালয়
৬] কানহা জাতীয় উদ্যান টি অবস্থিত
ক. রাজস্থানে খ. উত্তর প্রদেশ
গ. ছত্তিসগড় ঘ. মধ্য প্রদেশ
উত্তর – মধ্য প্রদেশ
৭] পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উপস্থিতি নেই
ক. নারোরা খ. রাওয়াতভাটা
গ. সিলচর ঘ. কালপক্কম
উত্তর – সিলচর
৮] তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত
ক. সিকিমে খ. অন্ধ্রপ্রদেশে
গ. পশ্চিমবঙ্গে ঘ. আসামে
৯] ব্যাকিমহ্যাম খাল টি বিস্তৃত
ক. পাঞ্জাব থেকে হরিয়ানা
খ. মুম্বাই থেকে গোয়া
গ. বিজয়ওয়ারা থেকে ভিল্লুপুরাম
ঘ. কোচিন থেকে কোঝিকোড়
উত্তর – বিজয়ওয়ারা থেকে ভিল্লুপুরাম
১০] মুক্তার শহর নামে পরিচিত
ক. কান্ডালা খ. তুতিকোরিন
গ. কোচিন ঘ. হায়ড্রাবাদ
উত্তর – হায়ড্রাবাদ
১১] ভারতের সোনার খনি অবস্থিত
ক. কোলারে খ. রানিগঞ্জে
গ. যদুগোড়ায় ঘ. ভেরানামে
উত্তর – কোলারে
১২] উত্তর – পূর্ব ভারতের যে রাজ্যে NTPC কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছে
ক. অসমে খ. অরুনাচল প্রদেশে
গ. মিজোরামে ঘ. মেঘালয়ে
উত্তর – অসমে
১৩] ইন্দিরা গান্ধী খাল দ্বারা প্রধানত কোন রাজ্যে জলসেচ করা হয়
ক. পাঞ্জাব খ. হরিয়ানা
গ. রাজস্থান ঘ. গুজরাট
উত্তর – রাজস্থানে
১৪] ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত
ক. তামিলনাড়ুতে খ. ওড়িশাতে
গ. অন্ধ্রপ্রদেশে ঘ. কর্নাটকে
উত্তর – কর্নাটকে
১৫] ভারতে যে ধরণের অপ্রচলিত শক্তি উৎপাদনের সম্ভাবনা প্রবল
ক. সৌর শক্তি খ. ভূ-তাপীয় শক্তি
গ. জোয়ার-ভাটার শক্তি ঘ. বায়ুশক্তি
উত্তর – সৌর শক্তি
১৬] ভারতের যে রাজ্যে জলসেচ ব্যবস্থা সবচেয়ে উন্নত
ক. অন্ধ্রপ্রদেশ খ. উত্তর প্রদেশ
গ. পাঞ্জাব ঘ. মহারাষ্ট্র
উত্তর – পাঞ্জাব
১৭] চা চাষের উপযুক্ত মৃত্তিকা হল
ক. ল্যাটেরাইট মাটি খ. লোহিত মাটি
গ. কৃষ্ণ মাটি ঘ. পলল মৃত্তিকা
উত্তর – ল্যাটেরাইট মাটি
১৮] ইড্ডুকি জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর উপর অবস্থিত
ক. গোদাবরী খ. কৃষ্ণ
গ. পেরিয়ার ঘ. তুঙ্গভদ্রা
উত্তর -পেরিয়ার
১৯] উত্তর – পূর্ব ও দক্ষিণ -পশ্চিম দুই প্রকারের মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়
ক. তামিলনাড়ুতে খ. ওড়িশায়
গ. কেরালায় ঘ. আন্দামানে
উত্তর – তামিলনাড়ুতে
২০] ভারতের শুস্কতম স্থান হল
ক. কচ্ছের রন খ. রাজস্থান
গ. লেহ ঘ. পশ্চিমঘাট
উত্তর – লেহ
২১] উপজাতি শ্রেনির মানুষের বসবাস নেই
ক. পাঞ্জাবে খ. নাগাল্যান্ডে
গ. গুজরাটে ঘ. মনিপুরে
উত্তর – নাগাল্যান্ডে
২২] কোঙ্কণ অঞ্চলটি যে রাজ্যের অন্তর্গত
ক. কর্নাটক খ. মহারাষ্ট্র
গ. পশ্চিমবঙ্গ ঘ. কেরালা
উত্তর – মহারাষ্ট্র
২৩] নাগাল্যান্ডের সরকারী ভাষা হল
ক. নেপালি খ. ইংরেজি
গ. আসামী ঘ. চিনা
উত্তর – ইংরেজি
২৪] হিন্দির পর কোন ভারতীয় ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে
ক. বাংলা খ. মারাঠি
গ. তামিল ঘ. তেলেগু
উত্তর – বাংলা
২৫] ভারতের সবচেয়ে বড়ো জাহাজ নির্মান কেন্দ্রটি অবস্থিত
ক. কলকাতায় খ. কোচিতে
গ. মুম্বাই ঘ. বিশাখাপত্তনম
উত্তর – বিশাখাপত্তনম
২৬] মুম্বাই এয়ারপোর্টকে বলা হয়
ক. দমদম খ. সাহার
গ. পালাম ঘ. মেনামবাক্কাম
উত্তর – সাহার
২৭] ভারতের প্রথম রকেট উৎক্ষেপন কেন্দ্র গড়ে তোলা হয়েছিল
ক. শ্রীহরিকোটায় খ. আরভি তে
গ. থুম্বা তে ঘ. পোর্টব্লেয়ারে
উত্তর – আরভি তে (গুজরাট)
২৮] কোয়েম্বাটুর যে শিল্পের জন্য বিখ্যাত
ক. রেশম শিল্প খ. বয়ন শিল্প
গ. সোনা ঘ. লৌহ ইস্পাত শিল্প
উত্তর – বয়ন শিল্প
২৯] টোডা আদিবাসী গোষ্ঠীর বসবাস
ক. সিকিমে খ. আসামে
গ. নীলগিরি তে ঘ. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
উত্তর – নীলগিরি তে
৩০] হিরাকুন্ড প্রকল্প টি গড়ে উঠেছে যে নদীর ওপর
ক. গঙ্গা খ. শতুদ্রু
গ. মহানদী ঘ. তাপ্তি
উত্তর – মহানদী
৩১] সম্বর হ্রদ টি অবস্থিত
ক. মধ্যপ্রদেশে খ. মহারাষ্ট্র
গ. গুজরাট ঘ. রাজস্থান
উত্তর – রাজস্থান
৩২] নিম্নলিখিত কোন রাজ্যের ওপর দিয়ে কৃষ্ণা নদী প্রবাহিত হয় নি
ক. মহারাষ্ট্র খ. কর্নাটক
গ. অন্ধ্রপ্রদেশ ঘ. তামিলনাড়ু
উত্তর – তামিলনাড়ু
৩৩] সামাজিক বনসৃজন প্রকল্পে যে ধরণের বৃক্ষরোপন করা হয়
ক. নিম খ. শাল
গ. ইউক্যালিপটাস ঘ. কলা
উত্তর – ইউক্যালিপটাস
৩৪] হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেড (HAL) অবস্থিত
ক. মুম্বাই খ. কলকাতা
গ. বাঙ্গালুরু ঘ. চেন্নাই
উত্তর – বাঙ্গালুরুতে
৩৫] পশ্চিম রাজস্থানের মৃত্তিকায় বেশি পরিমানে থাকে
ক. অ্যালুমিনিয়াম খ. ক্যালসিয়াম
গ. নাইট্রোজেন ঘ. ফসফরাস
উত্তর – ক্যালসিয়াম
৩৬] ভারতের একটি পরিকল্পিত শহর হল
ক. বারানসি খ. শ্রীনগর
গ. পুনে ঘ. চণ্ডীগড়
উত্তর – চণ্ডীগড়
৩৭] রিহান্ড ভ্যালি প্রকল্পটি অবস্থিত যে রাজ্যে
ক. উত্তর প্রদেশ খ. ঝাড়খণ্ড
গ. ওড়িশা ঘ. মধ্য প্রদেশ
উত্তর – উত্তর প্রদেশ
৩৮] ন্যাশনাল অ্যাটলাস ও থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন অবস্থিত
ক. কলকাতায় খ. লক্ষ্ণৌ
গ. দেরাদুন ঘ. নিউ দিল্লি
উত্তর – কলকাতায়
৪০] ঝাড়খণ্ডের হাজারিবাগ রাজ্যে পাওয়া যায়
ক. সোনা খ. অভ্র
গ. জিপসাম ঘ. সীসা
উত্তর – অভ্র
৪১] ভারতের উচ্চতম ড্যাম
ক. মাইথন খ. ভাকরা
গ. হিরাকুদ ঘ. নাগার্জুন সাগর
উত্তর – ভাকরা
৪২] হিরের খনি অবস্থিত
ক. হাজারিবাগে খ. কোলারে
গ. নাভেলি তে ঘ. পান্না তে
উত্তর – পান্না তে
৪৩] ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট উৎক্ষেপণে সাহায্য করে
ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য
গ. রাশিয়া ঘ. জার্মানি
উত্তর – রাশিয়া
৪৪] ভারতের প্রথম নদীভিত্তিক প্রকল্প টি হল
ক. ভাকরা নাঙ্গাল প্রকল্প খ. দামোদর প্রকল্প
গ. কোশি প্রকল্প ঘ. হিরাকুদ প্রকল্প
উত্তর – দামোদর প্রকল্প
৪৫] সবচেয়ে বৃহৎ হিন্টারল্যান্ড যুক্ত বন্দরটি হল
ক. মুম্বাই খ. কান্ডালা
গ. কলকাতা ঘ. চেন্নাই
উত্তর – কলকাতা
৪৬] বোকারো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি যে দেশের সহযোগিতায় গড়ে উঠেছে
ক. রাশিয়া খ. জার্মানি
গ. মার্কিন যুক্তরাষ্ট্র ঘ. ব্রিটিশ যুক্তরাজ্য
উত্তর – রাশিয়া
৪৭] ভারতের প্রথম সার উৎপাদন কেন্দ্রটি গড়ে ওঠে
ক. পাঞ্জাবের নাঙ্গালে খ. বিহারের সিন্ধ্রিতে
গ. মহারাষ্ট্রের ট্রম্বেতে ঘ. পশ্চিমবঙ্গের রানীগঞ্জে
উত্তর – বিহারের সিন্ধ্রিতে
৪৮] ভারতের কোন পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ প্রধানত কৃষিকাজে ব্যবহৃত হয়
ক. কাঁকড়াপাড় খ. নারোরা
গ. কোটা ঘ. তারাপুর
উত্তর – নারোরা
৪৯] যে বহুমুখী পরিকল্পনার দ্বারা সবচেয়ে বেশি পরিমান জমিতে জলসেচ করা হয়
ক. হিরাকুদ খ. ভাকরা নাঙ্গাল
গ. দামোদর ঘ. তুঙ্গভদ্রা
উত্তর – হিরাকুদ
৫০] ভারতীয় সিংহের বাসস্থান হিসাবে গির অরন্যের পরিপূরক অরণ্য হিসাবে বেছে নেওয়া হয়েছে
ক. কর্নাটকের বন্দিপুর অভয়ারন্য
খ. বিহারের ঘানা অভয়ারন্য
গ. কেরালার পেরিয়ার অভয়ারন্য
ঘ. উত্তরপ্রদেশের প্রভা অভয়ারন্য
উত্তর – উত্তরপ্রদেশের প্রভা অভয়ারন্য
৫১] নিম্নলিখিত কোন শিল্পে সবচেয়ে বেশি পরিমানে মানুষ নিযুক্ত আছে
ক. লৌহ ইস্পাত শিল্প খ. বয়ন শিল্প
গ. চিনি শিল্প ঘ. পেট্রোরসায়ন শিল্প
উত্তর – বয়ন শিল্প
৫২] ভারতের প্রথম সিমেন্ট কারখানা গড়ে ওঠে
ক. রাঁচি খ. হাজারিবাগ
গ. চেন্নাই ঘ. হায়ড্রাবাদ
উত্তর – চেন্নাই
৫৩] নিম্নলিখিত কোন দশকে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ঋনাত্মক
ক. ১৯২১ – ৩১ খ. ১৯১১ – ২১
গ. ১৯৪১ – ৫১ ঘ. ১৯৩১ – ৪১
উত্তর – ১৯১১ – ২১
৫৪] মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য প্রবন অঞ্চলে সাধারনত যে মৃত্তিকার সৃষ্টি হয়
ক. কৃষ্ণ মৃত্তিকা খ. লোহিত মৃত্তিকা
গ. ল্যাটেরাইট মৃত্তিকা ঘ. কোনটিই নয়
উত্তর – ল্যাটেরাইট মৃত্তিকা
৫৫] ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে পলল মৃত্তিকার পরিমান সবচেয়ে কম
ক. বিহার খ. মধ্যপ্রদেশ
গ. পাঞ্জাব ঘ. তামিলনাড়ু
উত্তর – মধ্যপ্রদেশ
৫৬] নিম্নলিখিত যে নদী টি কৃষ্ণা নদীর উপনদী নয়
ক. তুঙ্গভদ্রা খ. মালাপ্রভা
গ. ঘাটাপ্রভা ঘ. আম্রবতী
উত্তর – আম্রবতী
৫৭] পশ্চিমঘাট থেকে পশ্চিম দিকে প্রবাহিত নদী গুলিতে বদ্বীপ সৃষ্টি হয় নি, কারণ
ক. ক্ষয়জাত পদার্থের অভাব
খ. খাড়া ঢালের জন্য
গ. উন্মুক্ত জায়গার অভাব
ঘ. ধীর গতির জন্য
উত্তর – খাড়া ঢালের জন্য
৫৮] উত্তর ভারতের মধ্যভাগের উচ্চভূমি ও ডেকান মালভূমিকে পৃথক করেছে যে নদী
ক. চম্বল খ. কৃষ্ণা
গ. গোদাবরী ঘ. নর্মদা
উত্তর – নর্মদা
৫৯] শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত যে নদীতে
ক. কৃষ্ণা খ. গোদাবরী
গ. মহানদী ঘ. কাবেরী
উত্তর – কাবেরী
৬০] আমেদাবাদ শহর টি যে নদীর তীরে অবস্থিত
ক. সবরমতী খ. মাহী
গ. লুনী ঘ. নর্মদা
উত্তর – সবরমতী
৬১] ভারতীয় উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম নদী
ক. গোদাবরী খ. কৃষ্ণা
গ. কাবেরী ঘ. মহানদী
উত্তর – কৃষ্ণা নদী
৬২] নর্মদা নদীর উৎস স্থল
ক. বিন্ধ্য পর্বত খ. মহাকাল পর্বত
গ. সাতপুরা পর্বত ঘ. মহাদেব পর্বত
উত্তর – মহাকাল পর্বত
৬৩] সাতপুরা পর্বত যে দুটি নদীর মাঝে অবস্থিত
ক. নর্মদা ও লুনী খ. নর্মদা ও তাপ্তি
গ. তাপ্তি ও মাহি ঘ. মাহি ও লুনী
উত্তর – নর্মদা ও তাপ্তি
৬৪] ভারতের দাক্ষিনাত্য মালভূমির সম্প্রসারিত অংশটি হল
ক. মিজো পর্বত খ. হিমাচল হিমালয়
গ. আসাম উপত্যকা ঘ. মেঘালয় পর্বত
উত্তর – মেঘালয় পর্বত
৬৫] বাস্তার অঞ্চলে নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি অবস্থিত
ক. বান্ধবগড় খ. রাজাজি
গ. ইন্দ্রাবতী ঘ. সিমলিপাল
উত্তর – ইন্দ্রাবতী জাতীয় উদ্যান
৬৬] নিম্নলিখিত কোন অরণ্যটি Top Slip নামে পরিচিত
ক. সিমলিপাল জাতীয় উদ্যান
খ. পেরিয়ার অভয়ারন্য
গ. মাঞ্জিরা অভয়ারন্য
ঘ. ইন্দিরা গান্ধী অভয়ারন্য
উত্তর – ইন্দিরা গান্ধী অভয়ারন্য
৬৭] উত্তর – পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত
ক. গুয়াহাটি খ. গোরখপুর
গ. কলকাত ঘ. ভুবনেশ্বর
উত্তর – গোরখপুর
৬৮] নিম্নলিখিত জোড়া গুলির মধ্যে কোনটি অমিল
ক. কানহা জাতীয় উদ্যান – মধ্যপ্রদেশ
খ. সুলতানপুর জাতীয় উদ্যান – হরিয়ান
গ. রনথোম্বর জাতীয় উদ্যান – গুজরাট
ঘ. বন্দীপুর জাতীয় উদ্যান – কর্নাটক
উত্তর – রনথোম্বর জাতীয় উদ্যান – গুজরাট
৬৯] নল সরোবর পক্ষীনিবাস টি অবস্থিত
ক. গুজরাটে খ. হিমাচল প্রদেশে
গ. মধ্যপ্রদেশে ঘ. মহারাষ্ট্রে
উত্তর – গুজরাটে
৭০] ভারতবর্ষ কে কত গুলি পিন কোড জোনে ভাগ করা হয়েছে
ক. ছয়টি খ. সাতটি
গ. আটটি ঘ. দশটি
উত্তর – আটটি
৭১] ভারতের প্রথম তেলের খনি আবিষ্কৃত হয়
ক. বোম্বে হাই খ. বার্মার
গ. ডিগবয় ঘ. নাহারকাটিয়া
উত্তর – ডিগবয়
৭২] ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি পরিমানে কয়লা সঞ্চিত আছে
ক. ছত্তিশগড় খ. ঝাড়খন্ড
গ. মধ্যপ্রদেশ ঘ. ওড়িশা
উত্তর – ঝাড়খন্ড
৭৩] নিম্নলিখিত কোন রাজ্যে নাপচিক – নাম্পুক কয়লা ক্ষেত্রটি অবস্থিত
ক. অরুনাচল প্রদেশ খ. মেঘালয়
গ. মনিপুর ঘ. মিজোরাম
উত্তর – অরুনাচল প্রদেশ
৭৪] সবচেয়ে বেশি পরিমানে লিগনাইট কয়লা উৎপাদিত হয়
ক. মহারাষ্ট্র খ. গুজরাটে
গ. মধ্যপ্রদেশ গ. তামিলনাড়ু
উত্তর – তামিলনাড়ু
৭৫] ভারতের সবচেয়ে পুরোনো পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র টি হল
ক. কাঁকড়া পাড় খ. তারাপুর
গ. নারোরা ঘ. কোটা
উত্তর – তারাপুর
৭৬] হিমালয়ের দীর্ঘতম অংশটি হল
ক. পাঞ্জাব হিমালয় খ. কুমায়ুন হিমালয়
গ. আসাম হিমালয় ঘ. নেপাল হিমালয়
উত্তর – নেপাল হিমালয়
৭৭. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 হিমালয়ের যে অংশে অবস্থিত
ক. মধ্য হিমালয় খ. কারাকোরাম হিমালয়
গ. কুমায়ুন হিমালয় ঘ. ট্রান্স হিমালয়
উত্তর – কারাকোরাম হিমালয়
৭৮] জোজিলা পাস অবস্থিত
ক. জম্বু ও কাশ্মীর খ. উত্তরাখণ্ড
গ. সিকিম ঘ. হিমাচল প্রদেশ
উত্তর – জম্বু ও কাশ্মীর
৭৯] পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার মিলন অঞ্চলে অবস্থিত
ক. আন্নামালাই পর্বত খ. কার্ডামম পর্বত
গ. নীলগিরি পর্বত ঘ. সিভারয় পর্বত
উত্তর – নীলগিরি পর্বত
৮০] গান্ধী সাগর জলাধার টি যে প্রকল্পের অন্তর্গত
ক. চম্বল প্রকল্প খ. কোশি প্রকল্প
গ. দামোদর প্রকল্প ঘ. ভাকরা প্রকল্প
উত্তর – চম্বল প্রকল্প
৮১] অব্যবহৃত জমির পরিমান সবচেয়ে বেশি যে রাজ্যে
ক. গুজরাট খ. মধ্যপ্রদেশ
গ. রাজস্থান ঘ. জম্বু ও কাশ্মীর
উত্তর – জম্বু ও কাশ্মীর
৮২] ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়
ক. পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে
খ. পূর্বঘাট পার্বত্য অঞ্চলে
গ. পশ্চিম হিমালয়ে
ঘ. মধ্য হিমালয়ে
উত্তর – পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে
৮৩] ভারতে যে ধরণের অরন্যের পরিমান সবচেয়ে বেশি
ক. ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
খ. ক্রান্তীয় আর্দ্র পর্নমোচী অরণ্য
গ. ক্রান্তীয় শুষ্ক পর্নমোচী অরণ্য
ঘ. ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ অরণ্য
উত্তর – ক্রান্তীয় আর্দ্র পর্নমোচী অরণ্য
৮৪] নিম্নলিখিত কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য, চিরহরিৎ অরণ্য ও পর্নমোচী অরণ্যের সন্নিবেশ দেখা যায়
ক. অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল
খ. পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে
গ. সৌরাষ্ট্রের দক্ষিণ অংশে
ঘ. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
উত্তর – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
৮৫] বাইলাডিলা অঞ্চলের লৌহ আকরিক গুলি মূলত
ক. হেমাটাইট খ. সেডেরাইট
গ. লিমোনাইট ঘ. ম্যাগনেটাইট
উত্তর – হেমাটাইট
৮৬] শিকড় আলগা শিল্পের উদাহরণ হল
ক. কাগজ খ. সিমেন্ট
গ. ইলেক্ট্রনিকস ঘ. লৌহ ইস্পাত শিল্প
উত্তর – কাগজ
৮৭] হিমালয়ের রানী বলা হয়
ক. ধৌলাগিরি খ. কাঞ্চনজঙ্গা
গ. নন্দা দেবী ঘ. K2
উত্তর – কাঞ্চনজঙ্গা
৮৯] মহাকাল পর্বত থেকে যে নদীর সৃষ্টি হয় নি
ক. নর্মদা খ. তাপ্তি
গ. সোন ঘ. মহানদী
উত্তর – তাপ্তি
৯০] পশ্চিমঘাট পর্বত একপ্রকার
ক. স্তুপ পর্বত খ. ভঙ্গিল পর্বত
গ. ক্ষয়জাত পর্বত ঘ. আগ্নেয় পর্বত
উত্তর – স্তুপ পর্বত
৯১] ভারতের কোন রাজ্যের শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি
ক. বিহার খ. অরুনাচল প্রদেশ
গ. মধ্যপ্রদেশ ঘ. ওড়িশা
উত্তর – বিহার